"ওয়েলকাম ব্যাক রাসেল", KKR-এর জয়ে উচ্ছ্বসিত SRK-র টুইট https://ift.tt/YpPV0Qf - MAS News bengali

"ওয়েলকাম ব্যাক রাসেল", KKR-এর জয়ে উচ্ছ্বসিত SRK-র টুইট https://ift.tt/YpPV0Qf

Kolkata Knight Riders Vs Punjab Kings। শুক্রবার জোর টক্করের সাক্ষী হল এর মাঠ। কিন্তু, শেষ হাসি হাসল নাইট ব্রিগেড। এদিন ছ’ উইকেটে ম্যাচ পকেটে পুরে নেয় KKR। আরও পড়ুন: এদিনের জয়ে ভীষন খুশি Team -এর মালিক Shah Rukh Khan। তাঁর উচ্ছ্বাসমাখা টুইট, “ওয়েলকাম ব্যাক বন্ধু! , অনেকদিন পরে আমি বল এতটা উচ্চতায় পৌঁছতে দেখলাম। আমার মতে, যখন আপনি বলে হিট করেন, তখন ক্রিকেটের বলেও প্রাণের সঞ্চার ঘটে।" শাহরুখের সংযোজন, “Umesh, তোমাকে একটাই কথা বলার, ওয়াও! শ্রেয়স আয়ার সহ গোটা টিমকে অনেক অনেক শুভেচ্ছা। খুব ভালো খেলেছেন আপনারা। রাত্রি শুভ হোক!” উল্লেখ্য, এদিন পঞ্জাব সুপার কিংসের স্কোর ১৮.২ ওভারে ১৩৭। আর KKR এর স্কোর ১৪.৩ ওভারে ১৪১। এদিন চারটি উইকেট নেয় শাহরুখের টিম। ৩৩ বল বাকি থাকতে জয়ের মুকুট পড়ে নেয় নাইটরা। কলকাতা নাইট রাইডার্সের সামনে এদিন ১৩৮ রানের লক্ষ্য ছিল। সাত ওভারের মধ্যে প্রথম চারটে উইকেট হারিয়ে কিছুটা হলেও চাপে পড়ে গিয়েছিল KKR। শুরুটা খারাপই করেছিলেন ভেঙ্কটেশ আইয়ার। অধিনায়ক শ্রেয়স আইয়ারের অবস্থাও খুব একটা ভালো ছিল না। তবে তিনি শুরুয়াতটা ভালো করেছিলেন। তবে আচমকাই নিজের উইকেটটা খুইয়ে ফেলেন তিনি। নীতীশ রানার ব্যাটেও রানের খরা। রাহুল চাহারের বলে তিনি শূন্য রানে প্যাভিলিয়নে ফিরে যান। ম্যাচের একটা সময়ে দাঁড়িয়ে KKR আদৌ জিতবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠছিল। সে সময়েই ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হন Andre Russell। শুক্রবার নিজের ক্যারিশমা দেখালেন এই ক্যারিবিয়ান ক্রিকেটার। যা করলেন তা এককথায় 'শানদার'। মাত্র ৩১ বলে ৭০ রানের একটা বিধ্বংসী ইনিংস খেললেন রাসেল। দু'টো বাউন্ডারি এবং আটটা বিশাল ছক্কা হাঁকান তিনি। প্রত্যেকটি ওভারে বাউন্ডারির মারার তীব্রতা যেন বেড়ে যাচ্ছিল। শাহরুখের মন্তব্য একেবারে অক্ষরে অক্ষরে সত্যি হয়েছে এদিন। কারণ, সত্যিই রাসেলের ব্যাটের ছোঁয়ায় বল যেন প্রাণ পাচ্ছিল। এহেন পারফরম্যান্সের পর ম্যাচটা যে একেবারেই একপেশে হয়ে যায়, সেটা তো ধ্রুব সত্যই বটে। অবশেষে ৩৩ বল বাকি থাকতেই কলকাতা নাইট রাইডার্স এই ম্যাচে জয়লাভ করে। 'রাসেল... রাসেল...', ধবনিতে মুখর হয়ে ওঠে স্টেডিয়াম। সোশ্যাল মিডিয়াতেও ঘুরপাক খাচ্ছে, "Russell Is Back।" এদিন ম্যাচ শেষে শিবিরে ফেরার সময় বাসে যখন জয়ের কেক খাওয়া নিয়ে সঞ্চালক প্রশ্ন করেন, তখন বিনয়ী রাসেল বলেন, "অল্প খাব।"


from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/Hj6ERPk
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads