Bangla News
Bengali News
News in Bengali
কলকাতা বাংলা খবর - Ei Samay
বাংলা নিউজ
বাংলা সংবাদ
from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/afRC0w6GZ
ফুরসত নেই এক মুহূর্তের! রাকুল প্রীতের সঙ্গে মুসৌরি পাড়ি দিলেন অক্ষয় কুমার https://ift.tt/e5wEmiV6u

Akshay Kumar: একের পর এক ছবি করে যাচ্ছেন অক্ষয় কুমার। ব্রেক নেওয়ার কোনও প্রশ্নই নেই। রাম সেতুর শ্যুটিং শেষ হতেই আরেকটি ছবির শ্যুটিং শুরু করে দিলেন অক্ষয় কুমার। সুপারহিট তামিল ছবি Ratsasan-এর অফিশিয়াল হিন্দি রিমেকে তাঁর বিপরীতে দেখা যাবে রাকুল প্রীত সিং-কে। মুসৌরির বিখ্যাত সেন্ট জর্জ কলেজ এবং বারলো গঞ্জ মার্কেটে হল প্রথম দফার শ্যুটিং। এক সাইকো খুনির গল্প বলবে এই ছবি। এই খুনি কম বয়সী মেয়েদের তার শিকার করে। পুলিশের হাত থেকে বার বার পালিয়ে যায়। তামিল ছবিতে প্রধান ভূমিকায় দেখা গিয়েছিল বিষ্ণু বিশাল, অমলা পাল এবং সারাভানানকে। গত বছরের মতো এবছরও একাধিক ছবি মুক্তির অপেক্ষায় অক্ষয় কুমারের। সব প্ল্যান মাফিক চললে ১৮ মার্চ মুক্তি পাবে কৃতী স্যাননের (Kriti Sanon) সঙ্গে Bachchan Pandey ছবিটি। জীবনের প্রথম পিরিয়ড ড্রামা Prithvirajও মু্ক্তি পাবে এবছরই। তাঁর বিপরীতে দেখা যাবে মানুষী চিল্লরকে (Manushi Chhillar)। এই ছবির হাত ধরেই বলিউডে পা রাখতে চলেছেন মানুষী। এছাড়াও রয়েছে আনন্দ এল রাইয়ের ছবি Raksha Bandhan, অভিষেক শর্মা (Abhishek Sharma) Ram Setu। এই ছবিতে একই সঙ্গে দেখা যাবে জ্যাকলিন ফার্নান্ডেজ (Jacqueline Fernandez) এবং নুসরত ভারুচাকে (Nushratt Bharuccha)। এছাড়াও শ্যুটিং চলছে Oh My God-এর সিক্যুয়েল এবং Gorkha ছবির। অন্যদিকে রাকুল প্রীত সিংকে আগামীদিনে দেখা যাবে ‘Runway 34’, ‘Doctor G’, ‘Attack’, ‘Chhatriwali’, ‘Mission Cinderella’, ‘Thank God’-এর মতো ছবিতে। অন্যদিকে বছরের শুরুতেই বড় ইনভেস্টমেন্ট করে ফেলেছেন অক্ষয় কুমার। একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনেছেন তিনি। মানি কনট্রোলে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, মুম্বই শহরের বুকে এই লাক্সারি অ্যাপার্টমেন্টের দাম ৭.৮ কোটি টাকা। জানা গিয়েছে মুম্বইয়ের পশ্চিম খার অঞ্চলে Joy Legend বিল্ডিংয়ের ১৯ তলায় অক্ষয় ও টুইঙ্কলের নতুন আস্তানা। ১৮৭৮ বর্গফুটের এই ফ্ল্যাটের সঙ্গে রয়েছে ৪টি গাড়ি পার্কিংয়ে ব্যবস্থা। ২০২২সালের ৭ জানুয়ারি প্রপার্টি রেজিস্ট্রেশনের কাজও হয়ে গেছে। তবে এই বিষয়ে এখনও কোনও মন্তব্য করেননি () অথবা টুইঙ্কল খন্না (Twinkle Khanna)। একাধিক সম্পত্তির মালিক এই তারকা দম্পতি। বর্তমানে তাঁদের ঠিকানা মুম্বইয়ের জুহু অঞ্চলে একটি সি-ফেসিং ডুপ্লে। এছাড়া গোয়া ও মরিশাসেও বাড়ি রয়েছে তাঁদের।
from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/afRC0w6GZ
Leave Comments
Post a Comment