ফেব্রুয়ারিতেই বিয়ের পিঁড়িতে ফারহান-শিবানী https://ift.tt/5FJmX8o - MAS News bengali

ফেব্রুয়ারিতেই বিয়ের পিঁড়িতে ফারহান-শিবানী https://ift.tt/5FJmX8o

Farhan Akhtar Wedding: তাঁরা দীর্ঘ সময় লিভ ইন সম্পর্কে রয়েছেন। বার বার গুঞ্জন উঠেছে ও নাকি দ্রুত বিয়ের পিঁড়িতে বসবেন। কিন্তু কিছুদিন পরেই আবার সেই গুঞ্জন ধামাচাপা পড়ে গিয়েছে। কিন্তু এবার আর কোনও কনফিউশনের জায়গা থাকল না। স্বয়ং Bombay Times-কে দেওয়া সাক্ষাত্‌কারে জানালেন ফেব্রুয়ারিতেই বিয়ে করছেন ফারহান-শিবানী। ২১ ফেব্রুয়ারিই রেজিস্ট্রি বিয়ে করবেন এই তারকা দম্পতি। আর তার পরেই পরিবার ও খুব কাছের বন্ধুদের জন্য একটি ঘরোয়া আনন্দানুষ্ঠানের আয়োজন করা হবে জাভেদ আখতারের খান্ডালার বাড়িতে। জাভেদ আখতার জানিয়েছেন বিয়ের সব প্রস্তুতির দায়িত্ব তুলে দেওয়া হয়েছে ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার হাতে। তবে জানুয়ারি মাসেই এই খবরের একটা আভাস আমরা আপনাদের দিয়েছিলাম। এমনকি তারিখের কথাও জানানো হয়েছিল। ফারহান আখতারের বিয়েতে কোনও রকমের বাড়তি আয়োজন করা হচ্ছে না প্যান্ডেমিকের কথা মাথায় রেখে। জাভেদ আখতার জানালেন, ‘বর্তমানে যে পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, তাতে বড় কোনও সেলিব্রেশনের কথা ভাবা যাচ্ছে না। তাই হাতে গোনা কিছু মানুষকে আমন্ত্রণ জানানো হচ্ছে। খুবই সাদামাঠা অনুষ্ঠান হবে। এখনও পর্যন্ত কারও কাছেই আমন্ত্রণ পত্র পাঠানো হয়নি।’ বউমা হিসেবে কতটা পছন্দ শিবানীকে? জাভেদ আখতারের সোজাসাপটা জবাব। ‘‘শিবানী খুবই ভালো মেয়ে। আমরা সবাই ওকে ভীষণ পছন্দ করি। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ফারহান আর ওর মধ্যে তালমিল দারুণ। এটাই তো সবচেয়ে ভালো খবর...তাই না।’’ ২০২১ সালে মুক্তি পেয়েছে ফারহান খান অভিনীত ছবি Toofan ছবি। এখন অবশ্য তিনি ব্যস্ত পরিচালক হিসেবে তাঁর পরবর্তী ছবির কাজে। প্রিয়াঙ্কা চোপড়া, ক্যাটরিনা কইফ, আলিয়া ভাটকে নিয়ে জি লে জারা। এই ছবির গল্প লিখেছেন Zoya Akhtar, Farhan Akhtar এবং Reema Kagti। সব ঠিক থাকলে ২০২৩ সালে মুক্তি পাবে মেগা স্টারার ছবি Jee Le Zaraa। কিছুদিন আগেই একটি সাক্ষাত্‌কারে ফারহান আখতারকে প্রশ্ন করে হয়েছিল সেলেব্রিটি হওয়ার কী কী দায়িত্ব থাকে সমাজের প্রতি। উত্তরে ফারহান বলেন, ‘সেরা মানুষ হয়ে ওঠার চেষ্টা চালিয়ে যাওয়াটাই সব চেয়ে গুরুত্বপূর্ণ। কিন্তু তার মানে এই নয় যে আপনি এমন কিছু হওয়ার চেষ্টা করলেন যা আদতে আপনি নন। সবাই ভুল করে। আমিও আমার ভাগের অনেক ভুল করেছি। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সঠিক কাজ করার চেষ্টা। আপনি সফল নাও হতে পারেন। কিন্তু এই যে আপনি মনে প্রাণে চেষ্টা করেছিলেন ভালো কিছু করার, সেটাই মানুষের মনে থেকে যাবে।’


from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/A6eCMmH

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads