Bangla News
Bengali News
News in Bengali
কলকাতা বাংলা খবর - Ei Samay
বাংলা নিউজ
বাংলা সংবাদ
from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/3cNrWTy
'ওটা আমি নই', কেন এমন সাফাই দিলেন WWE ডিভা https://ift.tt/3DRfkXz

এই সময় ডিজিটাল ডেস্ক: নিজের নিয়ে ফ্যানদের সতর্ক করলেন WWE সুপারস্টার অ্যালেক্সা ব্লিস। আজ নিজের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে পোস্ট করে তিনি সতর্ক করে দেন। বেশ কয়েকদিন ধরে অ্যালেক্সা ব্লিসের নামে সোশ্যাল মিডিয়ায় একাধিক অ্যাকাউন্ট চলছিল। সেখান থেকে চলছিল ফ্যানেদের সঙ্গে ব্যক্তিগত চ্যাটিংও। তাঁর ফ্যানরা মনে করছিলেন যে তাঁরা আসলে অ্যালেক্সা ব্লিসের সঙ্গেই কথা বলছেন। সেলিব্রিটিদের নকল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খোলা নতুন কোনও বিষয় নয়। তবে ফ্যানদের সঙ্গে কথা বলেই অ্যালেক্সা বুঝতে পারেন যে তাঁর নামে একটি ফেক অ্যাকাউন্ট খোলা হয়েছে। এরপরই তিনি সবাইকে সতর্ক করে দেন। টুইটারে তিনি লেখেন, ‘এটা তাঁদের জন্য়, যাঁরা মনে করেন আমি ব্যক্তিগত অ্যাকাউন্ট বা গুগল হ্যাংআউট থেকে তাদের সঙ্গে কথা বলি। ওটা আমি নই। কেউ আমার নাম ব্যবহার করে করছে। আমি এগুলো ঘৃণা করি এবং এই ঘটনার প্রতিবাদ আমি বারবার করব। আমার এটাই একমাত্র অ্যাকাউন্ট আর আমার একটা ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট আছে।’ সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট জনপ্রিয় একজন সেলিব্রিটি। টুইটারে ৫.৫ মিলিয়ন ও ইন্সটাগ্রামে ১.৬ মিলিয়ন ফলোয়ার আছে। বর্তমানে WWE-তে পুরুষদের মধ্যে জনপ্রিয় সেঠ রোলিনস ও মহিলাদের মধ্যে অ্যালেক্সা ব্লিস। গত বছর এক ফ্যান অ্যালেক্স ব্লিসকে হেনস্থা করেছিলেন। সেই ফ্যানের দাবি ছিল, অ্যালেক্সা তার সঙ্গে ঘুরতে যাওয়ার ব্যাপারে কথা দিয়েছেন। পাশাপাশি নাকি বিয়ে করারও প্রস্তাব দিয়েছে। অ্যালেক্সার নামে ফেক অ্যাকাউন্ট তৈরি করে এসব করা হয়েছিল। কিছুদিন আগে সেঠ রোলিনসের নামে ফেক অ্যাকাউন্ট তৈরি করে ফ্যানদের আপত্তিকর মেসেজ করা হয়েছিল। যা সামনে আসে। যদিও রোলিন কোনও পদক্ষেপ গ্রহণ করেননি। তবে শুধু এটাই নয়। এর আগেও অনেকবার বিভিন্ন তারকার নামে অ্যাকাউন্ট নকল অ্যাকাউন্ট খোলা হয় এবং ফ্যানেদের মেসেজ করে টাকা চাওয়ার অভিযোগ ওঠে। অনেকে টাকা দিয়ে প্রতারিতও হয়েছেন। বিশেষজ্ঞদের মতে, এক্ষেত্রে একমাত্র ভ্যারিফায়েড প্রোফাইলকেই ভরসা করা উচিত। কোনও তারকার নামে অ্যাকাউন্ট খুলে কেউ মেসেজ করলে তাঁকে উত্তর না দিয়ে একবার খুঁজে নেওয়া তার ভ্যারিফাইড প্রোফাইল আছে কি না। একমাত্র আসল অ্যাকাউন্টগুলোতেই ব্লু টিক দেয় সোশ্যাল মিডিয়া সংস্থাগুলো। আর কোনওদিন কোনও তারকা মেসেজ করে ফ্যানদের থেকে টাকা চায় না বা কোনও প্রতিশ্রুতি দেয় না। বিশেষজ্ঞরা জানান, এক্ষেত্রে চোখ কান খোলা রেখে কথা বলা উচিত ফ্যানদের।
from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/3cNrWTy
Previous article
Next article
Leave Comments
Post a Comment