Bangla News
Bengali News
News in Bengali
কলকাতা বাংলা খবর - Ei Samay
বাংলা নিউজ
বাংলা সংবাদ
from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/3nT5yia
সাংমা সহ আর কারা যোগ দিলেন মেঘালয় TMC-তে? জানুন https://ift.tt/3nN150d

এই সময় ডিজিটাল ডেস্ক: ত্রিপুরার পর তৃণমূলের নজরে মেঘালয়। দীর্ঘদিন ধরেই মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা তৃণমূলে যোগ দিতে পারেন, এমন খবর ঘুরপাক খাচ্ছিল রাজনৈতিক মহলে। তিনি ইতিমধ্যেই তৃণমূলে যোগদান করেছেন। পাশাপাশি, মেঘালয়ের আরও ১১ জন বিধায়ক জোড়াফুল শিবিরে যোগদান করেছিলেন। বৃহস্পতিবার তৃণমূলের তরফ ঘোষণা করা হল তৃণমূলে যোগদান করা নেতাদের নাম। চার্লস পিনগ্রোপ, মার্থন সাংমা, জিমি ডি সাংমা, লাজারাস সাংমা, শিটলাং পেল, মিয়ানি ডি শিরা, হিমালয় এম, জর্জ বি ল্যাংডহ, ডিকাঞ্চি ডি শিরা, উইনারসন ডি সাংমা এবং জেনিথ সাংমা যোগ দিলেন শিবিরে। ফলে মেঘালয়ে তৃণমূলের ঘাঁটি বেশ মজবুত হল বলেই মনে করা হচ্ছে। সাংমা ছাড়াও তাঁর টিমের একাধিক বর্ষীয়ান এবং গুরুত্বপূর্ণ পদে থাকা নেতা কংগ্রেস ছেড়ে তৃণমূলে এলেন। যেমন, ২০০৯ থেকে ২০১৩ অবধি বিধানসভার স্পিকার ছিলেন চার্লস পিনগ্রোপ। বলা বাহুল্য, তাঁর যোগদান তাৎপর্যপূর্ণ। লাজারাস সাংমা দক্ষিণ গারো হিলের চকপটের বিধায়ক। ২০১৩ সালে মেন্দিপাথার থেকে জিতেছিলেন। পশ্চিম গারো হিলের টিকরিকিল্লা কেন্দ্র থেকে জিতেছেন জিমি ডি সাংমা। বর্তমানে NDA জোট মেঘালয়ে ক্ষমতায় রয়েছে। মেঘালয় বিধানসভার মোট ৬০টি আসনের মধ্যে ৪০টি আসন তাদের হাতে। কংগ্রেসের হাতে ছিল ১৮টি আসন। তার মধ্যে ১২জনই তৃণমূল কংগ্রেসে যোগদান করায় বর্তমানে মেঘালয় বিধানসভায় প্রধান বিরোধী দল হিসেবে জায়গা করে নিয়েছে তৃণমূল। বর্তমানে কংগ্রেসের বিধায়ক সংখ্যা নেমে দাঁড়াল মাত্র ছয়ে। অর্থাৎ ওই রাজ্যে দ্বিতীয় সর্ববৃহৎ দলের তকমা হারাল কংগ্রেস। মুকুল সাংমা তৃণমূলে যোগ দিলে তাঁর ঘনিষ্ঠ অনেক নেতাই সঙ্গে আসবেন, এমনটা মনে করা হচ্ছিল। হলও তাই। তৃণমূলে যোগ দিয়ে মুকুল সাংমা বলেন, 'দেশের প্রধান বিরোধী শক্তি হিসেবে ব্যর্থ হয়েছে কংগ্রেস। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি তৃণমূলের সঙ্গেই পথ চলব।'
from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/3nT5yia
Previous article
Next article
Leave Comments
Post a Comment