Bangla News
Bengali News
News in Bengali
কলকাতা বাংলা খবর - Ei Samay
বাংলা নিউজ
বাংলা সংবাদ
from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/3cL71k5
আপনার বিনিয়োগের জন্য সেরা অপশন কোনটি? https://ift.tt/3pgrrHJ

Cryptocurrency Vs Gold: বর্তমানে বিনিয়োগের জন্য দুটি বিকল্প রয়েছে যেগুলি ভারত সরকারের রেগুলেশনের বাইরে। ক্রিপ্টোকারেন্সি এবং সোনা। সোনা বিনিয়োগের মাধ্যম হিসাবে খুব প্রাচীন। দীর্ঘদিন ধরে নাগরিকেরা সোনায় বিনিয়োগ করে আসছেন৷ ক্রিপ্টো বিনিয়োগের মাধ্যম হিসেবে একেনারেই নতুন। কিন্তু প্রবল জনপ্রিয়। ভারতের নিরিখে দিনদিন বাড়ছে ক্রিপ্টো বিনিয়োগ। একটি সমীক্ষায় জানা গিয়েছে, দেশে বর্তমানে প্রায় তিরিশ লাখ মানুষ ক্রিপ্টোকারেন্সির মালিক। যা সমীক্ষার নিরিখে উন্নত দেশগুলির চেয়েও অনেকটা বেশি৷ দেশে ক্রমবর্ধমান নিয়ে জনপ্রিয়তার নিরিখেই একটি প্রশ্ন তাই সামনে এসেছে ক্রিপ্টোকারেন্সি নাকি সোনা? আপনার বিনিয়োগের জন্য শ্রেষ্ঠ বিকল্প কোনটি? প্রসঙ্গত, দুটো সম্পদের ক্ষেত্রেই একটি সাদৃশ্য রয়েছে। এই দুইই চাহিদা ও সরবরাহের নিরিখে নির্ধারিত হয়ে থাকে। ফিয়াট অর্তজের ক্ষেত্রে সরকার মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে পারে। সরকার অবমূল্যায়ন থেকে শুরু করে সমস্তকিছুই সরকার নিয়ন্ত্রণ করতে পারে৷ উল্লেখ্য, দিন দিন ক্যাশ টাকার নিয়ন্ত্রণ নাগরিকদের হাত থেকে ক্রমশ কমতে শুরু করেছে। নাগরিকেরা কার্যত ক্যাশের নিয়ন্ত্রণ ছেড়ে ক্রমশ সোনা বা অন্য বিনিয়োগের দিকে ঝুঁকতে শুরু করেছে৷ এই অবস্থায় সোনা বিনিয়োগের জন্য একটি ভালো বিকল্প হতেই পারে। সোনা মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করে থাকে। সোনা অবমূল্যায়ন হ্রাস করে থাকে। তাই সোনা কেনা বা সোনার উপর বিনিয়োগ করে অনেকক্ষেত্রেই লাভবান হয়ে থাকেন অনেকে। পাশাপাশি সোনা বিনিয়োগের মাধ্যম হিসেবে স্থিতিশীলও। বিনিয়োগের জন্য এটি আদ্যন্ত জরুরিও৷ দাম হঠাৎ করে পড়ে যেতে পারে না। যার ফলে যে নাগরিকেরা সোনায় বিনিয়োগ করছেন তাঁরা খুব সহজে ক্ষতির মুখে পড়েন না। ক্রিপ্টোকারেন্সির ক্ষেত্রেও খানিক এক কথা প্রযোজ্য। ক্রিপ্টো বিনিয়োগের মাধ্যম হিসেবে স্থিতিশীল। অর্থাৎ বিনিয়োগের জন্য ভালো বিকল্প। ক্রিপ্টোর দামও হঠাৎ করে পড়ে যায়না। ক্রিপ্টোকারেন্সি বিনিয়োগ আদ্যন্ত ট্রান্সপারেন্টও। অর্থাৎ কে বিনিয়োগ করছে, কত টাকা বিনিয়োগ করছে এবং কী ভাবে বিনিয়োগ করছে ট্র্যাক করা যায়। পাশপাশি, ক্রিপ্টোর ক্ষেত্রে একটি বড় সমস্যাও আছে। তা হল ক্রিপ্টোকারেন্সি সংক্রান্ত দুর্নীতি। সারা বিশ্বজুড়ে ক্রিপ্টোকারেন্সি নিয়ে ইতিমধ্যেই নানা দুর্নীতির খবর সামনে এসেছে। নানা দেশ ইতিমধ্যেই ক্রিপ্টোকারেন্সি ব্যান করেছে। ভারতেও ক্রিপ্টো নিয়ে অনেকেই ঋণাত্মক মন্তব্য করেছেন। তাই সব মিলিয়ে ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগের আগে দরকার সঠিক নির্দেশনা ও গাইডেন্স। অবশ্য তা সোনার ক্ষেত্রেও। Read More:
from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/3cL71k5
Previous article
Next article
Leave Comments
Post a Comment