Bangla News
Bengali News
News in Bengali
কলকাতা বাংলা খবর - Ei Samay
বাংলা নিউজ
বাংলা সংবাদ
from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/3D8oEFf
হাজার কোটির মানহানি মামলা, নবাব মালিকের কাছে জবাব চাইল কোর্ট https://ift.tt/3d1u4an

এই সময় ডিজিটাল ডেস্ক: ফের শিরোনামে নবাব মালিক। এ বার মানহানির মামলা। তাও আবার ১০০০ কোটি টাকার। সোমবার একটি হাসপাতাল কর্তৃপক্ষের দায়ের করা মানহানির মামলায় ছ’সপ্তাহ সময় দিয়েছে নবাব মালিককে। তবে মালিক একা নন, এই মামলায় অভিযুক্ত আরও সাতজন। সকলকেই ছ'সপ্তাহের মধ্যে উত্তর দিতে বলা হয়েছে। মহারাষ্ট্রের একটি ব্যাঙ্কের তরফে মানহানির মামলা দায়ের করা হয়েছে। ওই ব্যাঙ্কের তরফে আইনজীবী অখিলেশ চৌবে আদালতে জানান, গত ১ এবং ৪ জুলাই মুম্বইয়ের ব্যস্ততম এলাকাগুলিতে একের পর এক হোর্ডিং লাগানো হয়। সেখানে এই ব্যাঙ্কের বিরু্দ্ধে কিছু ভিত্তিহীন অভিযোগ করা হয়। লাখ লাখ মুম্বইবাসী সে হোর্ডিং দেখেছেন এবং তাতে ব্যাঙ্কের বড়সড় ক্ষতি হয়েছে। তাদের সুনাম ক্ষুন্ন হয়েছে। ব্যাঙ্ক কর্তৃপক্ষের তরফে এর আগে রাজ্যের মন্ত্রী এবং অন্য সাত জনের বিরুদ্ধে নোটিশ জারি করা হয়েছিল। কিন্তু মন্ত্রী ওই সব হোর্ডিং-এর দায় নিতে অস্বীকার করেন। তিনি সাফ জানান, এর সঙ্গে তিনি বা তাঁর দল জড়িত নয়। ফলে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার প্রশ্নই নেই। এমনকী ওই সব হো্র্ডিং সরিয়ে নিতেও তিনি অস্বীকার করেন বলে ব্যাঙ্ক কর্তৃপক্ষের দাবি। মালিকের তরফে তাঁর আইনজীবী আদালতে দাবি করেন, মালিক বা তাঁর দল ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (NCP) এই ঘটনার সঙ্গে জড়িত নয়। আইনজীবী বলেন, আমার মক্কেলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে কিছু বিতর্কে জড়াতে চাওয়া হচ্ছে। ব্যাঙ্ক কর্তৃপক্ষের দাবি, মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিক এবং আরও কয়েকজন ইচ্ছাকৃত ভাবে ওই ব্যাঙ্কের বিরুদ্ধে এমন আপত্তিকর মন্তব্য করেছেন যাতে তাঁদের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এতে তাঁদের বড় আর্থিক ক্ষতির মুখেও পড়তে হচ্ছে বলে দাবি। তাঁদের অভিযোগ, প্রাথমিক ভাবে মনে হচ্ছে ওই ব্যাঙ্কের সুনাম নষ্ট করতেই মন্ত্রী এবং তাঁর লোকজন হোর্ডিং-এ বিরূপ মন্তব্য করেছেন। সেখানে এমন প্রতিপন্ন করা হয়েছে যেন ব্যাঙ্ক কর্তৃপক্ষ দুর্নীতিগ্রস্ত এবং গ্রাহকদের সঞ্চিত অর্থ ওই ব্যাঙ্কে যথেষ্ট নিরাপদ নয়। আদালতের কাছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ আবেদন জানিয়েছে, মালিক এবং অন্যদের নিঃশর্ত ক্ষমা চাইতে হবে প্রকাশ্যে। যে সব জায়গায় অপপ্রচার মূলক হোর্ডিংগুলি লাগানো হয়েছিল সেখানেই ফের ক্ষমা চেয়ে হোর্ডিং লাগাতে হবে। এবং এই হোর্ডিং লাগানোর ফলে ব্যাঙ্কের ভাবমূর্তি যে ভাবে নষ্ট হয়েছে এবং যে আর্থিক ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ স্বরূপ ১০০০ কোটি টাকা জরিমানা দিতে হবে। এই মামলার প্রেক্ষিতেই আগামী ছ'সপ্তাহের মধ্যে রাজ্যের মন্ত্রী ও অন্য সাতজনকে আদালতে লিখিত হলফনামা দিতে বলেছে বোম্বে হাইকোর্ট। অক্টোবর মাসের প্রায় গোটাটাই সংবাদ শিরোনামে ছিলেন নবাব মালিক। শাহরুখ পুত্র আরিয়ান খানের মাদক যোগে গ্রেফতারের ঘটনায় একের পর এক বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি। এমনকী শেষ পর্যন্ত তাঁর মন্তব্যের স্রোত গিয়ে পৌঁছেছে প্রাক্তন মুখ্যমন্ত্রী পৃথ্বীরাজ চৌহান পর্যন্ত।
from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/3D8oEFf
Previous article
Next article
Leave Comments
Post a Comment