Bangla News
Bengali News
News in Bengali
কলকাতা বাংলা খবর - Ei Samay
বাংলা নিউজ
বাংলা সংবাদ
from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/3D8oGNn
পাইকারি বাজারে টমেটো ₹50, পড়তির দিকে দাম? https://ift.tt/3o3IcGn

এই সময় ডিজিটাল ডেস্ক: বাজারে এবার কি তবে কমতে চলেছে ? পাইকারি বাজারে ইঙ্গিত তেমনই। শিয়ালদহ পাইকারি বাজারে কদিন আগেও বিকিয়েছে 60-70 টাকা দরে। এবার সেই দাম কমল। টমেটোর পাশাপাশি আলু ও অন্য সবজির দামও বাজারে রয়েছে কম। ফুলকপির দাম বেশ অনেকটা কমে গিয়েছে। শীতের ফসল মটরশুঁটিও কিছুটা সস্তাই রয়েছে। পেঁপে কুমড়োর মতো সবজিও বিকোচ্ছে বেশ কম দামেই। একনজরে দেখে নেওয়া যাক মঙ্গলবারের বাজারদর- মঙ্গলবারের পাইকারি বাজারদর বাঁধাকপি-এর দাম 20 থেকে 21 টাকা কেজি ফুলকপির দাম 10 থেকে 15 টাকা কেজি লঙ্কার দাম 20 টাকা থেকে 30 টাকা মুলোর দাম 16 টাকা থেকে 18 টাকা ক্যাপসিকামের দাম 50 টাকা থেকে 51 টাকা কেজি আলুর দাম 12 টাকা থেকে 13 টাকা কেজি সীমের দাম 30 টাকা কেজি মঙ্গলবারের সবজির দর বাঁধাকপি - 25 টাকা থেকে 30 টাকা কেজি পটলের দাম - 40 টাকা থেকে 50 টাকা প্রতি কেজি আলু - 15 টাকা প্রতি কেজি কুমড়ো - 30 টাকা কেজি পেঁপে - 25 টাকা কেজি টমেটোর দাম প্রতি কেজি 75 থেকে 90 টাকা মঙ্গলবারে মাছের দর মাছের বাজারে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যাচ্ছে। ফলে মাছে-ভাতে বাঙালির বেশ ভালোই দিন কাটছে। রুই মাছের দাম - 160 টাকা থেকে 180 টাকা কেজি ছোট কাতলা মাছের দাম - 320 টাকা থেকে 440 টাকা কেজি ট্যাংরা - 300 টাকা কেজি তেলাপিয়া মাছের দাম - 200 টাকা কেজি মঙ্গলবারে মাংসের দাম চিকেনের দাম রয়েছে - 170 থেকে 200 টাকা প্রতি কেজি গোটা মুরগির দাম রয়েছে - 130-150 টাকা প্রতি কেজি খাঁসির দাম রয়েছে - 630 টাকা থেকে 700 টাকা প্রতি কেজি মধ্যবিত্তের এখন চিন্তা টমেটোর দাম নিয়ে। অন্য সবজি সস্তা হলেও শীতের মরসুমেই টমেটোর চাহিদা থাকে। দাম বেশি হওয়ায় অনেকেই তা কিনতে পারছেন না। প্রতিদিনের বাজারদর দেখে তবেই বাজার যাওয়া উচিত। এতে বাজারে গিয়ে ঠকে যাওয়ার সম্ভাবনা প্রায় থাকে না বললেই চলে। এছাড়া বাড়িতে বসে কেনাকাটা করলেও দামের ফারাক বোঝা যাবে। অনলাইনে অর্ডার করার আগেও বাড়িতে বসেই বাজারদর জেনে অর্ডার দেওয়া যেতে পারে।
from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/3D8oGNn
Previous article
Next article
Leave Comments
Post a Comment