Bangla News
Bengali News
News in Bengali
কলকাতা বাংলা খবর - Ei Samay
বাংলা নিউজ
বাংলা সংবাদ
from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/3r8YJee
দ্বিতীয় কোয়ার্টারেই সম্ভাব্য 8.1% বৃদ্ধি GDP'র! জানাচ্ছে SBI রিপোর্ট https://ift.tt/3cIZ5Qr

GDP India: দ্বিতীয় কোয়ার্টারে প্রায় প্রায় 8.1% বাড়তে পারে দেশের Gross Domestic Production বা GDP। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ( State Bank of India) বা SBI এর সমীক্ষায় উঠে এসেছে এমনই তথ্য। এই GDP এর পরিমাণ অবশ্য দেশের দ্বিতীয় কোয়ার্টারের নিরিখে অনুমান করা হয়েছে। কোভিড অতিমারির পর দেশের গ্রস ডোমেস্টিক প্রোডাকশন বা GDP এর হার বেশ খারাপ হয়ে গিয়েছিল৷ প্রায় -24 এ চলে গিয়েছিল GDP। উন্নয়নশীল দেশ এবং উন্নত দেশগুলির সার্বিক হিসাব মিলিয়ে দেখলে ভারতের অবস্থা ছিল একদম তলানিতে৷ অতিমারির পর প্রায় দেড় বছর কেটে গিয়েছে। অতিমারির দ্বিতীয় ঢেউ ভারতে এলেও তার থেকে আস্তে আস্তে ঘুরে দাঁড়াচ্ছে দেশ। কিছুটা হলেও বেড়েছে চাকরির সুযোগ। এমতাবস্থায়, এই রিসার্চ সামনে নিয়ে এসেছে SBI। সমীক্ষা মতে দেশের 2022 অর্থবর্ষের হিসাবে প্রথম কোয়ার্টারে দেশের অর্থনৈতিক সমৃদ্ধি প্রায় 20.1%। 2022 অর্থবর্ষের নিরিখে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক ( Reserve Bank of India) বা RBI জানিয়েছিল দেশের বাড়তে পারে 9.5%৷ এছাড়া দ্বিতীয় কোয়ার্টারে 7.9%, তৃতীয় কোয়ার্টারে 6.8%, তৃতীয় কোয়ার্টারে এবং চতুর্থ কোয়ার্টারে 6.1%৷ SBI এর মডেল অনুযায়ী যে সমীক্ষা, সেই সমীক্ষা অনুযায়ী জানা যাচ্ছে দ্বিতীয় কোয়ার্টারে এই বৃদ্ধির সম্ভাবনা প্রায় 8.1%। গোটা বছরের জন্য এই বৃদ্ধি ধরা হচ্ছে প্রায় 9.3-9.6%। অর্থাৎ SBI এর সমীক্ষা মতে পূর্বেকার GDP বৃদ্ধির চেয়েও প্রায় 0.2% বেশি বৃদ্ধির সম্ভাবনা চলতি কোয়ার্টারে। বাস্তবিকই GDP'র এই বৃদ্ধি সম্ভব হয়ে থাকে তবে কোভিড পরবর্তী সময় তা এক নতুন রেকর্ডের জন্ম দেবে। অন্য সমস্ত দেশগুলির অর্থনৈতিক বৃদ্ধির তুলনায় ভারতের অর্থনৈতিক বৃদ্ধি কার্যত অনেকটাই বেশি হবে-- এমনটাই মনে করছেন অর্থনীতিবিদ এবং বিশেষজ্ঞরা। তাঁদের বক্তব্য অনুযায়ী অন্য সমস্ত অর্থনীতির বৃদ্ধি ধরা হচ্ছে প্রায় 4 থেকে 4.5%। বাস্তবেই তা হলে পরায় দ্বিগুণ অর্থনৈতিক বৃদ্ধি হবে ভারতের। প্রসঙ্গত, যদি গোটা বছরেত GDP 9.6% হয় তবে তা 2020 অর্থবর্ষেত আগে অর্থাৎ প্রাক কোভিড সময়ের চেয়ে প্রায় 1.2% বেশি। এখন বাস্তবিকই এই বৃদ্ধি হয় কিনা, সেটাই দেখার। Read More:
from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/3r8YJee
Previous article
Next article
Leave Comments
Post a Comment