Bengali News: বাংলা সংবাদ
Breaking Bengali News
Latest Bangla News
Latest Bengali News | Eisamay
বাংলার আজকের খবর
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3Epe4e8
আরিয়ান কাণ্ডে নয়া 'টুইস্ট', পুলিশের হাতে আটক NCB-র সাক্ষী https://ift.tt/3jJAvTe

এই সময় ডিজিটাল ডেস্ক: এবার শাহরুখ-পুত্র কাণ্ডে NCB-র অন্যতম সাক্ষী কিরণ গোসাভিকে আটক করল পুনে পুলিশ। জানা গিয়েছে, ২০১৮ সালে একটি প্রতারণা মামলার দরুন তাঁকে আটক করা হয়েছে। ২০১৯ সালে পুনের পুলিশের তরফে তাঁর খোঁজ শুরু করা হয়েছিল। কিন্তু, সেই সময় বেপাত্তা হয়ে গিয়েছিল কিরণ। এরপরে আরিয়ান খানের ঘটনার সময় তাকে ফের দেখা যায় প্রকাশ্যে, জানা গিয়েছে এমনটাই। ইতিমধ্যেই তার জন্য লুক আউট নোটিশ জারি করে পুলিশ। পুনের পুলিশ কমিশনার অমিতাভ গুপ্ত বলেছেন, 'মুম্বইয়ের প্রমোদ তরীতে মাদক মামলায় NCB-র অন্যতম সাক্ষী কিরণ গোসাভিকে আটক করেছে পুলিশ।' শাহরুখ-পুত্রের গ্রেফতারির পর একের পর এক চাঞ্চল্যকর মোড় আসছে এই মামলায়। কিছুদিন আগেই এই মামলার এক সাক্ষী দাবি করেছিল ২৫ কোটি পেলেই শাখরুখ পুত্রকে ছেড়ে দেওয়া হবে, এমনই ডিল অফার করা হয়েছে। শুধু তাই নয়, প্রভাকর সাইল নামে এক সাক্ষীর দাবি, তাঁকে দিয়ে একটি সাদা কাগজে সই করিয়ে নেওয়া হয়েছে। তাঁর উপর প্রাণের ঝুঁকি রয়েছে বলেও জানান তিনি। এদিকে এই মামলায় প্রথম থেকেই রাজনৈতিক প্রভাব খাটানোর অভিযোগ তুলেছেন NCP নেতা নবাব মালিক। অরিয়ানের সঙ্গে সেলফি তুলতেই ব্যস্ত NCB-র আধিকারিকরা, অভিযোগ তুলেছিলেন তিনি। এদিকে নবাব মালিক NCB-র জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে অভিযোগ আনে, তিনি বলিউডের সেলেবদের ফোনে আড়ি পাতছেন। একটি সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ‘আমার কাছে খবর আছে, সমীর ওয়াংখেড়ে দুই প্রাইভেট গোয়েন্দার সাহায্যে ফোনে আড়ি পাতার কাজ চালাচ্ছেন। আমার ফোনও ট্যাপ করে হয়েছে। রাজ্যের নামী ব্যক্তিত্বদের ফোন ট্যাপ করার পাশাপাশি Bollywood সেলেব্রিটিদের উপরেও বেআইনিভাবে নজর রাখছেন সমীর ওয়াংখেড়ে।’ নবাব দাবি করেছেন, NCB-র আড়ালে বহু টাকা রোজগার করছেন সমীর। এদিকে ইতিমধ্যেই সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে বিভাগীয় কমিটি গঠন করা হয়েছে, যার দায়িত্বে রয়েছেন DDG NCB জ্ঞানেশ্বর সিং। তাঁর বয়ান রেকর্ড করা হয়েছে বলেও জানা গিয়েছে। এদিকে ২০১১ সালে হল্যান্ড ও লন্ডনের ট্রিপ ফেরার সময় বিমানবন্দরে শাহরুখ খানকে আটকেছিলেন সমীর, সম্প্রতি জানা গিয়েছে এমনটাই। তিনি সেই সময় কাস্টমস বিভাগের অ্যাসিসটেন্ট কমিশনার ছিলেন। সেই সময় দেড় লাখ টাকা কাস্টমস ডিউটি মেটাতে হয় শাখরুখকে।
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3Epe4e8
Previous article
Next article
Leave Comments
Post a Comment