'মুখ্যমন্ত্রী দুর্নীতিগ্রস্থ'! গোয়ার প্রাক্তন রাজ্যপালের মন্তব্যে শোরগোল https://ift.tt/3CgwP2G - MAS News bengali

'মুখ্যমন্ত্রী দুর্নীতিগ্রস্থ'! গোয়ার প্রাক্তন রাজ্যপালের মন্তব্যে শোরগোল https://ift.tt/3CgwP2G

এই সময় ডিজিটাল ডেস্ক: '৭২ ঘণ্টার মধ্যে পদত্যাগ করুন।' গোয়ার প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিকের বিস্ফোরক অভিযোগের পর গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সায়ন্তের পদত্যাগ চেয়ে ময়দানে তৃণমূল। শুধু তাই নয়, সুপ্রিম কোর্টের বিচারকের নেতৃত্বাধীন তদন্ত কমিটি গড়ে গোয়ার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তেরও দাবি তুলেছে জোড়াফুল শিবির। গোয়ার প্রাক্তন রাজ্যপাল এবং বর্তমানে Meghalaya Governor সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে গোয়ার BJP সরকার এবং মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির বিস্ফোরক অভিযোগ তোলেন। তিনি বলেন, 'গোয়ার BJP সরকার দুর্নীতিগ্রস্থ। ওখানকার সরকার যা করে সবেতেই দুর্নীতি। এমনকি কোভিড পরিস্থিতি সামাল দিতেও অপারগ।' এখানেই শেষ নয়, মেঘালয়ের রাজ্যপালের দাবি, তিনি গোয়ার সরকারের দুর্নীতি নিয়ে অভিযোগ করেছিলেন বলেই তাঁকে গোয়া থেকে মেঘালয়ে বদলি করে দেওয়া হয়। শুধু কোভিড নয়, একাধিক ক্ষেত্রে গোয়ার BJP সরকারের কাজ নিয়ে সরব হয়েছেন প্রাক্তন রাজ্যপাল। তিনি বলেন, 'আমি দুর্নীতিকে বরদাস্ত করতে পারি না। government বাড়ি বাড়ি রেশন দেওয়ার জন্য যে পরিকল্পনা করেছিল তা ছিল সম্পূর্ণ অবাস্তব। আসলে তৃতীয় পক্ষ, এক প্রাইভেট কোম্পানি চাপে সরকার ওই প্ল্যান বানিয়েছিল। এর পরিবর্তে সরকারে থাকা বহু ব্যক্তি ঘুষও নিয়েছিলেন। কংগ্রেস এবং অন্যান্য বিরোধীরা এর বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়েছিল। সেই মতো পুরো বিষয়টি খতিয়ে দেখে আমি মুখ্যমন্ত্রী সায়ন্তকে তা জানিয়েছিলাম। তারা ব্যবস্থা নেওয়ার বদলে পুরো বিষটি উড়িয়ে দেয়।' কোভিড নিয়ন্ত্রণ থেকে শুরু করে সরকারি টাকার অপব্যয় নিয়েও গোয়া সরকারের বিরুদ্ধে মুখ খুলেছেন সত্য পল মালিক। তিনি বলেন, 'লকডাউনের সময়েও খনির মালপত্র নিয়ে যাওয়ার জন্য ট্রাক চলাচলের অনুমতি দেওয়া হয়েছিল। গোয়ায় লাফিয়ে করোনা সংক্রমণ বাড়ার সেটিই ছিল অন্যতম কারণ।' উল্লেখ্য, এক বছর গোয়ায় রাজ্যপালের পদে ছিলেন সত্যপাল মালিক। সত্য পাল মালিকের এই বিস্ফোরক সাক্ষাৎকারের পরই গোয়ার সরকারের বিরুদ্ধে সোচ্চার তৃণমূল। গোয়ার মুখ্যমন্ত্রী Pramod Sawant-এর ৭২ ঘণ্টার মধ্যে পদত্যাগ দাবি করেছে Goa TMC। তৃণমূল সাংসদ-মুখপাত্র এবং গোয়ায় তৃণমূল সংগঠনের দায়িত্বে থাকা Derek O'brien বলেন, 'এর থেকে বড় আর কিছু হতে পারে না। BJP-এর গোয়া সরকারের বিরুদ্ধে দুর্নীতির এত বড় অভিযোগ আনছেন স্বয়ং BJP নিযুক্ত রাজ্যপাল। তিনি সরব হওয়ায় তাঁকে মেঘালয়ে বদলি করা হয়। মুখ্যমন্ত্রীর ইস্তফা চায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। ৭২ ঘণ্টা সময় দেওয়া হল তাঁকে। একইসঙ্গে এই সমস্ত অভিযোগ খতিয়ে দেখতে সুপ্রিম কোর্টের বিচারকের নেতৃত্বে উচ্চ পর্যায়ের বিচারবিভাগীয় তদন্ত করা হোক।' এখানেই শেষ নয়, ডেরেক ও'ব্রায়েন বলেন, '১৯৪৭ থেকে এই প্রথমবার বোধহয় এমন ঘটনা ঘটল। গোয়ার প্রায় ১৫ লাখ জনতা প্রতারিত। তাদের এর থেকে অনেক ভালো সরকার পাওয়া উচিত। দুর্নীতিগ্রস্থ BJP-কে হটিয়ে তৃণমূলই আনতে পারে গোয়ার নতুন ভোর।' Mamata Banerjee। গোয়ায় জোড়াফুল পা রাখার পর এই প্রথম সফরে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। গোয়ার সমুদ্র সৈকতে শিকড় শক্ত করতেই সুপ্রিমোর অভিযান। মমতার গোয়া সফরে একাধিক চমকের অপেক্ষায় আরবসাগর পারের এই রাজ্য।


from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3Gn2CBu
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads