Bengali News: বাংলা সংবাদ
Breaking Bengali News
Latest Bangla News
Latest Bengali News | Eisamay
বাংলার আজকের খবর
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3lImW6N
আজকের রাশিফল: লেখাপড়ায় মনোযোগ বাড়বে তুলা রাশির ছাত্র-ছাত্রীদের https://ift.tt/3AsX7hg
এই সময় অ্যাস্ট্রো ডেস্ক: মেষ থেকে মীন রাশি। রাশিচক্রের এই ১২টি রাশির ওপর আমাদের জীবন অনেকাংশে নির্ভরশীল। আমাদের জীবনের ভালো-মন্দ যা কিছু তা নির্ধারিত হয় এই ১২টি রাশির অবস্থান ও তার ওপর গ্রহ-নক্ষত্রের প্রভাবের ওপর ভিত্তি করে। ২১ সেপ্টেম্বর ২০২১ মঙ্গলবার (Daily Horoscope 21 September 2021) -এর রাশিফল রাশিচক্রের ১২টি রাশি সম্পর্কে কী ভবিষ্যত্বাণী করছে তা দেখে নেওয়া যাক। রাশিফল জ্যোতিষশাস্ত্রের এমন একটি শাখা,যার মাধ্যমে বিভিন্ন সময়কাল নিয়ে ভবিষ্যৎবাণী করা হয়। যেমন দৈনিক রাশিফল প্রতিদিনের ঘটনার ভবিষ্যকথন করে, তেমন সাপ্তাহিক, মাসিক তথা বার্ষিক রাশিফল যথাক্রমে সপ্তাহ, মাস এবং বছরের ভবিষ্যৎবাণী করে। বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন- এর ভবিষ্যদ্বাণী করা হয়। একইরকম ভাবে ২৩টি নক্ষত্রেরও ভবিষ্যদ্বাণী করা হয়ে থাকে। মেষ রাশি সারা দিন এনার্জি ভালোই থাকবে। আজ পাওনা অর্থ উদ্ধার। বিভিন্ন দিক থেকেই মা লক্ষ্মীর কৃপা আজ আপনার উপরে থাকবে। ঋণশোধ হবে। যে কোনও কাজেই আজ বাবা মায়ের আশীর্বাদ থাকবে। আজ প্রেমিক-প্রেমিকা একে অন্যকে অন্ধ ভালোবাসায় ভরিয়ে দেবে। কর্মক্ষেত্রে সার্বিক উন্নতি। গৃহে আনন্দ অনুষ্ঠান বা কোনও ধর্মীয় অনুষ্ঠানে যোগদান। স্বামী-স্ত্রী একজন আরেকজনের প্রতি নিবেদিত হয়ে থাকবেন। ছাত্র-ছাত্রীর শুভ দিন। অর্শজাতীয় রোগে একটু কষ্ট পাবেন। বৃষ রাশি কাজের চাপে মেজাজ খিটখিটে থাকবে। কিছু আর্থিক সমস্যা থাকা সম্ভব। নিজস্ব বুদ্ধিমত্তার দ্বারা শেষ পর্যন্ত কাজগুলি আপনি শেষ করতে পারবেন বলেই মনে হচ্ছে। প্রেমিক-প্রেমিকার খুব শুভ দিন নয়। আজকে স্বামী স্ত্রীর মধুর সম্পর্ক বজায় থাকবে। যদি বিজ্ঞাপন দিয়ে থাকেন যোগ্য ক্ষেত্রে বিবাহের সম্বন্ধ আসতে পারে। ডাক্তারবাবুদের রোজগার বৃদ্ধি। নার্সিংহোম, ওষুধের দোকান, সৌখিন দ্রব্য ব্যবসায় লাভ বৃদ্ধি। ছাত্র-ছাত্রীর শুভ ফল। মোবাইলের অত্যাধিক ব্যবহারে রাত্রে ঘুমের ব্যাঘাত ঘটবে। মিথুন রাশি মন আজ চিন্তাযুক্ত থাকবে। মনের জোর বাড়াতে হবে। ধ্যান এবং মন্ত্র জপ এক্ষেত্রে কাজে দেবে। গৃহে কোনও প্রিয় আত্মীয় সমাগমে মনকে আনন্দ দেবে। আজ বন্ধুদের সঙ্গে আড্ডা বা গল্প ফোনে জমবে ভালই। স্বামী স্ত্রীর মধুর সম্পর্ক বজায় থাকবে। প্রেমে হতাশা থাকবে। চাকরির আবেদন করে থাকলে আজ খোঁজ নিন, পেয়ে যেতে পারেন। ছোটখাটো ভ্রমণযোগ আছে। কোনও মনের মতো খাবার আজ হোম ডেলিভারি দিয়ে আনিয়ে নিতে পারেন। ছাত্র-ছাত্রীর শুভ ফল। ডাস্ট অ্যালার্জিতে ভোগান্তি। কর্কট রাশি সমস্ত বিষয়ে পরিবারের লোকেদের সমর্থন আজ পাবেন। কিন্তু আলস্য ত্যাগ করলে তবেই সাফল্য পাবেন। অর্থনৈতিক উন্নতি ও ঋণশোধের সম্ভাবনা। কোনও আত্মীয় আজ ফোন করে অনেকক্ষণ গল্প করবে বলেই মনে হচ্ছে। কর্মক্ষেত্রে বসের প্রশ্নের মুখে পড়বেন। যারা ঘরে বসে কাপড়ের ব্যবসা করেন আজ কিছু ভালো কাস্টমারের ফোন পাবেন। আজ কোনও ভ্রমণযোগ আছে। সন্ধ্যার দিকে ভাই বোনের সাথে সদ্ভাব বৃদ্ধি। ঘৃণ্য কাজ এড়িয়ে চলুন। প্রেমে মানসিক অস্থিরতা দেখা দেবে। ছাত্র-ছাত্রীর শুভ দিন। স্বামী-স্ত্রীর সদ্ভাব বৃদ্ধি। মেয়েদের গাইনি সমস্যায় ভোগান্তি। সিংহ রাশি ওজন বেড়ে গিয়ে শারীরিক কিছু পুরনো সমস্যা আরো জটিল করে তুলতে পারে। আর্থিক সমস্যা কিছু থাকলেও চিন্তা করবেন না, ঈশ্বর আপনাকে ঠিকই পথ দেখাবেন। যদি কিছু কিনতে চান জমি জায়গার কাগজপত্র ভালো করে দেখে তবেই বায়না করুন। সন্ধ্যায় গৃহে অতিথি সমাগম ও খরচা বৃদ্ধি। কোনও ধর্মীয় স্থান দর্শন হচ্ছে কিন্তু অভিমান থাকছে। অভিজ্ঞ ব্যক্তি আর গুরুজনদের সঙ্গে আলোচনা করে তবেই কিছু সিদ্ধান্ত নিন। ছাত্র-ছাত্রীর মন খারাপের জন্য পড়াশোনায় বিঘ্ন। অন্য মানুষের কষ্টে আপনি উদ্বিগ্ন হবেন। স্বামী স্ত্রী একে অন্যের স্বাস্থ্য নিয়ে চিন্তায় থাকবেন। পেটের সমস্যায় ভোগান্তি। কন্যা রাশি আজ আপনি মানসিক শক্তিতে ভরপুর থাকবেন। জীবনে উন্নতির সুযোগ পাবেন। বন্ধুদের সাথে বেশি মেলামেশা ও বেহিসাবি অর্থ খরচ হতে পারে। মনে রাখবেন, পকেটে পয়সা থাকলে সঙ্গী-সাথী নিজেরাই আসবেন আর যারা প্রকৃত বন্ধু তাঁরা কোনও কিছুর প্রত্যাশা না করেই আপনাকে ভালোবাসবে। আপনার আচরণে গুরুজন ব্যক্তি দুঃখ পাবেন। কোন আত্মীয়র ব্যবহার মনে কষ্ট দেবে। প্রেমে আজ ভালো কিছু নির্দেশ করছে। ডাক্তারবাবু, ডাক্তারি ছাত্র ছাত্রী, ম্যানেজমেন্ট ছাত্র-ছাত্রীদের জন্য দিনটা শুভ। ধর্মীয় স্থান দর্শন হতে পারে। স্বামী-স্ত্রীর মধ্যে যথেষ্ট ভালোবাসা থাকবে। চোখের সমস্যায় কষ্ট পাবেন। তুলা রাশি খেলোয়াড়দের শুভ ফল আজ। আর্থিক উন্নতি ও অর্থ সঞ্চয় করার দিন। আপনার শাশুড়ির শরীর নিয়ে আজ চিন্তা থাকবে, তবে ভয়ের কিছুই নেই, ভাল হয়ে যাবেন। মামার বাড়ির কোনও বয়স্ক লোকের স্বাস্থ্য খারাপ হবে আজ। বন্ধুদের সঙ্গে জমিয়ে গল্প হতে পারে। কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা বৃদ্ধি। বেসরকারি ক্ষেত্রে কর্মরতদের আয় বৃদ্ধি ও পদোন্নতির যোগ। গৃহে সংস্কারের যোগ। ব্যবসায় নতুন অফিস বা ব্যবসা সম্প্রসারণের সম্ভাবনা আছে। কোনও তৃতীয় ব্যক্তিকে ঘিরে প্রেমে ঝামেলা। স্বামী-স্ত্রীর সদ্ভাব বজায় থাকলেও সন্দেহ প্রবণতা থাকবে। ছাত্র-ছাত্রীর লেখাপড়ায় মনোযোগ বৃদ্ধি। বিদেশ থেকে শুভ সংবাদ প্রাপ্তি। হরমোনের সমস্যা ও থাইরয়েড হতে পারে। বৃশ্চিক রাশি নিজেকে ব্যস্ত রাখতে চেষ্টা করুন। মনে রাখবেন অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। বিপদের সময় কোনও গুরুজন ব্যক্তি বা ভিআইপি আপনাকে সাহায্য করবেন। আপনার সন্তানের পারফরম্যান্স আজ আপনাকে আনন্দ দেবে। স্বামী-স্ত্রীর মধ্যে হঠাৎ মতভেদ যোগ। শেয়ার বা ফাটকায় আজ লাভ নির্দেশ করছে। আজ মুখের কথায় শত্রু বৃদ্ধি হতে পারে। মাদকদ্রব্য সেবনে শরীর ও মনের ক্ষতি। চিকিৎসকদের আজ সাবধানে থাকতে হবে। খাবার ব্যবসায় ঝগড়াঝাটি এড়িয়ে চলুন। ছাত্র-ছাত্রীর জন্য শুভাশুভ মিশ্র ফল। রাস্তাঘাট দেখে পারাপার করুন। ধনু রাশি মানসিক দৃঢ়তা ও যোগব্যায়ামে শারীরিক উন্নতি। ভিটামিনের অভাবে জিভে ঘা বা হিমোগ্লোবিন কম যাদের, একটু আয়রনযুক্ত খাবার খান। বন্ধুর পরামর্শে আজ ব্যবসায় লাভ বা নতুন কিছু ব্যবসার দিশা খুঁজে পেতে পারেন। সন্ধ্যাবেলায় কোনও পরিচিত লোকের সঙ্গে দেখা বা আড্ডা হতে পারে। প্রেমে শুভ দিন। এমনকি নতুন প্রেমের যোগ আছে। আজ কিছু কেনাকাটা করার দিন। সন্ধ্যার পর স্বামী স্ত্রীর একে অন্যের প্রতি ভালোবাসা সব কষ্ট ভুলিয়ে দেবে। ছাত্র-ছাত্রীর শুভ ফল আশা করা হচ্ছে। মকর রাশি অসুখ সারিয়ে আজ অনেকটাই শারীরিক ভাবে সুস্থ বোধ করবেন। কাজের স্পিড বাড়বে। কর্মক্ষেত্রে সাফল্য। সেলস মার্কেটিং-এ যুক্ত ব্যক্তিদের আশাতীত সাফল্য। বেকারদের বেসরকারি ক্ষেত্রে কাজের সুযোগ মিলতে পারে। ইঞ্জিনিয়ারদের জন্য শুভ দিন। সোনার ব্যবসায় প্রচুর লাভ বা বড় প্রাপ্তি। পারিবারিক অনুষ্ঠান বা ধর্মীয় স্থান দর্শনের যোগ আজ। প্রেমিক-প্রেমিকার খুবই আনন্দঘন দিন। যারা লিভ টুগেদার করছেন সন্ধ্যার পর কোনও রেস্তোরাঁয় খেতে যেতে পারেন। তবে শত্রু থেকে সাবধান। স্বামী-স্ত্রীর বোঝাপড়া ভালোই থাকবে। ছাত্র-ছাত্রীর শুভ। হার্টের রোগীরা সাবধানে থাকবেন। কুম্ভ রাশি বেশ ফুরফুরে মেজাজে কাটবে সারা দিন। তবে আর্থিক অবস্থা বুঝে খরচা করুন নতুবা আর্থিক সমস্যায় পড়তে পারেন। আজ কারও বাড়ি খেতে যাবার জন্য আপনাকে নেমন্তন্ন কর হতে পারে। রাজনীতিতে শুভ ফল। প্রেমে শুভ ফল। স্বামী-স্ত্রীর সুন্দর আনন্দের দিন। তবে আপনার মা আপনার কথা খুব ভাবছেন, একটু মাকে সময় দিন। যদি দূরে থাকেন, একটু ফোনে কথা বলুন। অফিসের বস আজ আপনার প্রশংসায় পঞ্চমুখ থাকবেন। গৃহ সংস্কারের যোগ। হোটেল ব্যবসা ও গাড়ির ব্যবসায় প্রচুর লাভ। অ্যালার্জি জাতীয় রোগীর কষ্ট বাড়বে। মীন রাশি মনে রাখবেন স্বাস্থ্যই সম্পদ। একটু শারীরিক কসরত বা হাঁটাচলা করুন। শেয়ার ব্যবসায় আজ বুঝে লগ্নি করুন। পার্টনারশিপ ব্যবসায় বেশি বিনিয়োগ করবেন না ভুল বোঝাবুঝির আশঙ্কা রয়েছে। অবিবাহিতদের বিবাহের ভালো সম্বন্ধ আসবে। প্রেমিক-প্রেমিকার বিষয়কে কেন্দ্র করে ভুল বোঝাবুঝি হতে পারে। বন্ধুদের সহায়তায় কোনও আটকে থাকা কাজ আজ হয়ে যাবে। অফিসে কাজের পরিবেশ মনের মতই থাকবে। আজ কর্মে সাফল্য পাবেন। সাংবাদিকদের শুভ দিন। পুলিশ লাইনে কিছু উপরি পাওনা হতে পারে। গাড়ি সাবধানে চালান। স্পন্ডিলাইটিস ও চর্ম রোগে কষ্ট বাড়বে।
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3lImW6N
Previous article
Next article

Leave Comments
Post a Comment