Bengali News: বাংলা সংবাদ
Breaking Bengali News
Latest Bangla News
Latest Bengali News | Eisamay
বাংলার আজকের খবর
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3zbKqWP
প্রেমের জাল বিছিয়ে প্রতারককে গ্রেফতার, দিশার বীরত্বে নেটিজেনদের কুর্নিশ https://ift.tt/39903U4

এই সময় ডিজিটাল ডেস্ক: প্রেমের জাল বিছিয়ে প্রতারককে গ্রেফতার পুলিশের। এর আগে পুলিশকে বোকা বানিয়ে একাধিকবার পালিয়েছে সে। কোনও না কোনও অছিলায় ধুলো দিয়েছে পুলিশের চোখে। শেষমেশ এই প্রতারককে গ্রেফতার করতে জাল বিছিয়েছিল পুলিশও। সফল হয়েছে সেই 'অভিযান'। ঘটনাটি ঠিক কী? কলকাতা পুলিশের তরফে জানানো হয়, পুরো বিষয়টির সূত্রপাত অগাস্ট মাসে। গড়িয়াহাট থানায় দায়ের করা একটি FIR অনুযায়ী, গড়িয়াহাটের এক বিক্রেতার কাছ থেকে প্রায় ১ লাখ ৯০ হাজার টাকার গয়না অর্ডার করেন এক ক্রেতা। সে তার নাম জানিয়েছিল অঙ্গদ মেহতা। গয়নায় ডেলিভারি হয় হিন্দুস্তান পার্কের এক গেস্ট হাউজে। গয়নার দোকানে ওই ব্যক্তি জানিয়েছিল, ক্যাশ অন ডেলিভারির ব্যবস্থা করা হবে। কিন্তু, দেখা যায় গয়না নিয়ে গেস্ট হাউজে পৌঁছন দোকানের দুই কর্মী। তাঁদের থেকে গয়নাও নেয় অঙ্গদ। জানায় স্ত্রীকে গয়নাগুলি দেখিয়ে আনছে সে। কিন্তু, গায়ব হয়ে যায় সে। এরপরেই ঘটনার তদন্তে নামে পুলিশ। এদিকে সুইচ অফ আসে অঙ্গদের ফোন। গেস্ট হাউজে ছিল তার একটি মাত্র ছবি। এই প্রতারককে গ্রেফতার করার জন্য জাল পাতে পুলিশ। পায়েল শর্মা নামে নকল প্রোফাইল খুলে ফেসবুকে অঙ্গদের সঙ্গে বন্ধুত্ব পাতান সাব-ইন্সপেক্টর দিশা মুখোপাধ্যায়। এদিকে জানা যায় সে অন্ধ্রপ্রদেশে পালিয়ে গিয়েছে। যদিও ফেসবুকে আলাপের কিছুদিনের মধ্যেই সে পায়েল শর্মার সঙ্গে দেখা করতে কলকাতায় আসতে রাজি হয় সে। ৪ সেপ্টেম্বর সে মিলেনিয়াম পার্কে আসলে তাকে গ্রেফতার করে পুলিশ। জেরায় পুলিশ জানতে পারে তার আসল নাম অঙ্গদ নয়। হায়দরাবাদের চঞ্চলগুড়া সংশোধনাগারে তিন বছর ছিল সে। এছাড়াও পোর্ট ব্লেয়ারেও কিছুদিন জেল হয় তার। একাধিক নামে প্রতারণা করেছে এই ব্যক্তি, তদন্তে নেমে জানতে পারে পুলিশ। ভুয়ো পরিচয়পত্র দেখিয়ে প্রতারণার জাল বিছিয়েছিল সে। দিল্লি, অহমেদাবাদ, লখনউতেও তার নামে FIR দায়ের করা হয়েছে বলেও জানা গিয়েছে। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই পুরো ' অভিযান' সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়ে ফেসবুকে পোস্ট করেছে এবং এই ঘটনায় সাব ইন্সপেক্টর দিশা মুখোপাধ্যায়ের সাহসিকতার প্রশংসা করেছেন নেটিজেনরা। পুরো ঘটনায় অপরাধীকে ফাঁদে ফেলতে এবং তাকে আইনের হাতে তুলে দিয়ে অনবদ্য সাহসিকতার পরিচয় দিয়েছেন এই মহিলা পুলিশকর্মী মত নেটিজেনদের অধিকাংশের।
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3zbKqWP
Previous article
Next article
Leave Comments
Post a Comment