Bengali News: বাংলা সংবাদ
Breaking Bengali News
Latest Bangla News
Latest Bengali News | Eisamay
বাংলার আজকের খবর
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3gFsVYk
শাহরুখের নয়া চমক! সেপ্টেম্বরে শুরু বিগ বাজেটের ছবির শ্যুটিং https://ift.tt/3zo2kq5

এই সময় ডিজিটাল ডেস্ক: তামিল পরিচালক Atlee Kumar-এর প্রথম হিন্দি ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন Shah Rukh Khan। এখানে আবার তাঁকে ডবল রোলে দেখা যাবে। সেই ছবির শ্যুটিং শুরু হবে সেপ্টেম্বরে। শ্যুটিং হবে পুনেতে। ১০ দিনের শিডিউলে রয়েছে পুনেতে। তারপর মুম্বই ও দুবাইয়ের বেশ কিছু লোকেশনে হবে ছবির শ্যুটিং। এই ছবিতে Shah Rukh Khan-এর বিপরীতে দেখা যাবে দক্ষিণী ছবির জনপ্রিয় নায়িকা Nayanthara-কে। এছাড়াও রয়েছে আরও এক চমক ছবিতে Shah Rukh-এর সঙ্গে অভিনয় করতে দেখা যাবে কমেডিয়ান সুনীল গ্রোভারকে। বেশ কিছুদিন আগেই ঘোষণা হয় Atlee Kumar-এর প্রথম হিন্দি ছবির। শাহরুখের বাড়িতেও দেখা গিয়েছিল Atlee Kumar-কে। প্রায় দু'মাস আগে ছবির স্ক্রিপ্ট রিডিং করাতেই কিং খানের বাড়িতে যান Atlee। এই ছবিতে Shah Rukh-কে দেখা যাবে একজন RAW অফিসারের চরিত্রে। এই ছবিতে বেশ কিছু অ্যাকশন সিকোয়েন্স ও রয়েছে। তবে এটি কোনও রিমেক ছবি নয়। একটি অরিজিনাল গল্পের উপর তৈরি এই ছবির চিত্রনাট্য। ২০২০ সালে প্রথম এই ছবির ঘোষণা করা হয়। তারপর থেকেই জোর জল্পনা শুরু হয় ছবির বাজেট নিয়ে। সূত্রের খবর এই ছবির বাজেট প্রায় ২০০ কোটির কাছাকাছি। রোম্যান্স ছেড়ে এবার অ্যাকশনে মন দিয়েছেন Shah Rukh Khan। সিদ্ধার্থ আনন্দের ‘পাঠানের’ পর Atlee-র এই ছবিটিও আদ্যোপান্ত অ্যাকশন ভরপুর । ‘পাঠানের’ শ্যুটিং শুরু হয়েছিল যশ রাজ স্টুডিয়োতে । আন্ধেরির স্টুডিয়োতে গত বছর নভেম্বরের শেষ থেকে কাজ শুরু হয়েছিল শাহরুখের ‘’ ছবির কাজ। সম্প্রতি ‘পাঠান’ ছবির শ্যুটিং শেষ করতে ইউরোপে উড়ে যান , সঙ্গে ছিলেন দিপীকা পাড়ুকোনও। 'হ্যাপি নিউ ইয়ার' ছবির ফের একবার বড়পর্দায় জনপ্রিয় এই জুটিতে দেখতে উৎসুক অনুরাগীরা। শাহরুখ-দীপিকা ছাড়াও এই ছবিতে রয়েছেন জন আব্রাহাম। সূত্রের খবর, শাহরুখ ও দীপিকা একটি গানের শ্যুটিং হবে স্পেনে। শাহরুখ চেয়েছিলেন ‘পাঠান’-এর কাজ শেষ করে তারপর Atlee-র ছবিতে হাত দিতে যাতে পুরো সময়টা এই ছবিকে তিনি দিতে পারেন। তাঁর এই ছবিতে সুনীল গ্রোভার ছাড়াও দেখা যাবে সানিয়া মালহোত্রাকে। ২০১৮-র ডিসেম্বরে মুক্তি পেয়েছিল ‘জিরো’। তারপর নতুন কোনও ছবি সাইন করেননি।'পাঠান' ছবিতেই কামব্যাক করতে চলেছেন রোম্যান্সিং কিং শাহরুখ। তবে Atlee-এর এই ছবিটি ছাড়াও শাহরুখকে দেখা যাবে বেশ কয়েকটি ছবিতে ক্যামিও করতে যার মধ্যে রয়েছে আমির খানের ‘লাল সিং চাড্ডা’ ও রণবীর কাপুরের ‘ব্রহ্মাস্ত্র’।
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3gFsVYk
Previous article
Next article
Leave Comments
Post a Comment