নীরজের পর জ্যাভলিনে এবার পদক জয় দেবেন্দ্র-সুন্দরের https://ift.tt/3ys8xA2 - MAS News bengali

নীরজের পর জ্যাভলিনে এবার পদক জয় দেবেন্দ্র-সুন্দরের https://ift.tt/3ys8xA2

এই সময় ডিজিটাল ডেস্ক: থ্রো–তে দেশ যে অনেকটাই এগিয়েছে, অলিম্পিক গেমসেই তার প্রমাণ মিলছে। টোকিয়ো অলিম্পিকে জ্যাভলিন থ্রো–তে সোনা জিতে ইতিহাস তৈরি করেছিলেন নীরজ কুমার। প্যারালিম্পিক্সেও সাফল্যের ধারা অব্যাহত রাখলেন ভারতের জ্যাভলিন থ্রোয়াররা। টোকিয়ো প্যারালিম্পিক্সের পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্ট থেকে দুটি পদক জিতল ভারত। দেশকে রুপো এনে দিয়েছেন দেবেন্দ্র ঝাঝারিয়া। একই ইভেন্ট থেকে ব্রোঞ্জ জিতেছেন সুন্দর সিং গুর্জর। ২০১৬ সালের রিও প্যারালিম্পিকে সোনা জিতে ইতিহাস গড়েছিলেন দেবেন্দ্র ঝাঝারিয়া। তাঁকে নিয়ে দেশবাসীর অনেক প্রত্যাশা ছিল। কিন্তু, টোকিয়ো প্যারালিম্পিকে রুপো জিতে সন্তুষ্ট থাকতে হল দেবেন্দ্রকে। পুরুষদের এফ ৪৬ বিভাগে রুপো জিতেছেন তিনি। রুপো জেতার পথে দেবেন্দ্র বর্শা নিক্ষেপ করেন ৬৪.‌৩৫ মিটার। এটাই তাঁর জীবনের সর্বোচ্চ দুরত্ব অতিক্রম করা। অন্যদিকে ৬২.‌৫৮ মিটার ছুড়ে ব্রোঞ্জ জেতেন সুন্দর সিং গুর্জর। এটা তাঁর মরশুমের সেরা দুরত্ব অতিক্রম করা। তিনজন ভারতীয় প্যারা অ্যাথলিট টোকিয়ো গেমসে যোগ্যতা অর্জন করেছিলেন। দেবেন্দ্র, সুন্দর ছাড়াও ছিলেন অজিত। এদিন প্রতিযোগিতায় প্রথম প্রচেষ্টায় দেবেন্দ্র ছোড়েন ৬০.‌২৮ মিটার। এদিকে সুন্দর সিং গুর্জর ছোড়েন ৬২.‌৫৮ মিটার। এই দুজনের থেকে অনেকটাই পিছিয়ে ছিলেন অজিত। তিনি ছোড়েন ৫৬.‌১৫ মিটার। দ্বিতীয় প্রচেষ্টায় দেবেন্দ্র ছোড়েন ৬০.‌৬২ মিটার। তৃতীয় প্রচেষ্টায় নিজের রেকর্ড ছাপিয়ে তিনি ছোড়েন ৬৪.‌৩৫ মিটার। কিন্তু শ্রীলঙ্কার প্রতিযোগী দীনেশ প্রিয়ান হেরাথ মুদিয়ানসেলাজে বিশ্বরেকর্ড ভেঙে তাঁর তৃতীয় প্রচেষ্টায় ছোড়েন ৬৭.‌৭৯ মিটার। অন্যদিকে, প্রথম প্রচেষ্টায় ভাল ফল করলেও তৃতীয় ও চতুর্থ প্রচেষ্টায় ফাউল করেন সুন্দর সিং গুর্জর। তাঁর পঞ্চম থ্রো–তে ৬৪.‌০১ মিটার ছুঁড়ে ব্রোঞ্জ জয় নিশ্চিত করেন। অন্যদিকে অজিত প্রথম প্রচেষ্টায় যে দুরত্বে বর্শা নিক্ষেপ করেছিলেন, বাকি প্রচেষ্টায় তাঁকে ছাপিয়ে যেতে পারেননি। শেষ প্রচেষ্টায় তিনি ছোড়েন ৫২.‌৩৬ মিটার। টোকিয়ো অলিম্পিকে নীরজ কুমারের সোনা জয় তাঁকে উদ্বুদ্ধ করেছিল বলে দাবি করেছেন দেবেন্দ্র ঝাঝারিয়া। প্যারালিম্পিকে রুপো জেতার পর তিনি বলেন, ‘‌নীরজের সোনা জয় দেশের জ্যাভলিন থ্রোয়ারদের প্রচারের আলোয় নিয়ে এসেছে। আমাকেও দারুণভাবে উদ্বুদ্ধ করেছিল। টোকিয়ো প্যারালম্পিকের পর আশা করছি জ্যাভলিন থ্রো দেশের দ্বিতীয় জনপ্রিয় খেলায় পরিণত হবে।’‌ -এ পরপর চমক দিয়েই চলেছেন ভারতীয় অ্যাথলেটরা। এদিনই ডিসকাস থ্রো–তে রুপো জেতেন যোগেশ কাথুনিয়া।


from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3kRDNnt
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads