ত্রিদুর্গা: মহালয়ায় টিভিতে কোয়েল-শুভশ্রী-দিতিপ্রিয়া https://ift.tt/3mKaRjJ - MAS News bengali

ত্রিদুর্গা: মহালয়ায় টিভিতে কোয়েল-শুভশ্রী-দিতিপ্রিয়া https://ift.tt/3mKaRjJ

এই সময়: বাংলার তিন নামী বিনোদন চ্যানেলের রেটিং যুদ্ধের মাঝে অনেক সময়ই পড়ে গিয়েছেন তাবড় শিল্পীরা। এক চ্যানেলের সঞ্চালক অন্য চ্যানেলে সঞ্চালক হয়ে চলে গিয়েছেন বলে, তার উপর যথেষ্ট অভিমান হয়েছে প্রথম চ্যানেলটির, এমন উদাহরণ রয়েছে। কিন্তু এ বার চিত্রে বদল। যে চ্যানেলে 'করুণাময়ী রাণী রাসমণি' করে জনপ্রিয়তার তুঙ্গে রায়, তার বিরোধী চ্যানেলে এ বার মহালয়ার ভোরে দুর্গা হচ্ছেন তিনি। সামনেই হবে লুক সেট। সেপ্টেম্বরের গোড়ায় শুটিং। দিতিপ্রিয়ার থেকে এ ব্যাপারে জানতে চাওয়া হলেও তাঁর বক্তব্য, 'এখনই এ ব্যাপারে কিছু বলতে পারবো না'। তবে টলিপাড়ার চর্চা বলছে, দিতিপ্রিয়া যে চ্যানেল থেকে আগে প্রস্তাব পেয়েছেন সেখানেই তিনি দুর্গা হচ্ছেন। সম্প্রতি 'ডান্স বাংলা ডান্স'-এ দেখা গিয়েছে দিতিপ্রিয়াকে। আবার সামনে নাকি যে চ্যানেলের হয়ে 'করুণাময়ী রাণী রাসমণি' করতেন, সেই চ্যানেলের জন্যও একটি শো সঞ্চালনা করতে পারেন। 'করুণাময়ী রাণী রাসমণি' শেষ করার পর প্রায় কোনও বিরতি নেননি দিতিপ্রিয়া। তাঁর প্রথম ওয়েব সিরিজের শুটিং চলছে। নন-ফিকশনের অংশ হয়েছেন এর মধ্যেই। 'ডান্স বাংলা ডান্স'-এর শুটিংয়ের দিন মেকআপ রুমে বসেই গ্র্যাজুয়েশনের প্রথম বছরের একটি পরীক্ষা দিয়েছেন। সেপ্টেম্বরে একটি বিজ্ঞাপনের শুটিংয়ের জন্য মুম্বই উড়ে যাচ্ছেন বলে খবর। এতেই শেষ নয়, একটি বিশেষ প্রোজেক্টের জন্যও নাকি কিছুদিন শুটিং করবেন মুম্বইতে। 'করুণাময়ী রাণী রাসমণি' যে চ্যানেলে হয়, সেখানে এ বার দুর্গা রূপে দেখা যাবে গঙ্গোপাধ্যায়কে, চর্চা তেমনই। যদিও কোনও কিছু ঘোষণা করা হয়নি। অন্য একটি বিনোদন চ্যানেলে মহালয়ার ভোরে দুর্গারূপে ধরা দিতে পারেন কোয়েল মল্লিক। কোয়েলের কাজ ঘিরে বরাবরই আগ্রহ থাকে দর্শকের। কারণ ভীষণ বেছে কাজ করেন তিনি। যে তিনটি নাম উঠে আসছে দুর্গা হিসেবে, তাঁরা সকলেই যে দর্শকের পছন্দের, সংশয় নেই। তাই রেটিং যুদ্ধ জমবে।


from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3mNjrhq
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads