Bengali News: বাংলা সংবাদ
Breaking Bengali News
Latest Bangla News
Latest Bengali News | Eisamay
বাংলার আজকের খবর
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3mMgSw9
১৫ হাজার কোটিতে এই খতরনাক অস্ত্র কিনছে ভারতীয় সেনা! https://ift.tt/3gHCOF1

এই সময় ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 'মেক ইন ইন্ডিয়া'-র আওতায় সামরিক প্রতিরক্ষা খাতে উন্নতি অব্যহত। এবার ১৫ হাজার কোটি টাকায় 'আকাশ' মিসাইল, ALH সহ দেশীয় যুদ্ধাস্ত্র কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিরক্ষামন্ত্রক সূত্রে খবর, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বে Defence Acquisition Council 'আকাশ' মিসাইল ও ALH ধ্রুব হেলিকপ্টার কেনার প্রস্তাবে অনুমতি দিতে পারে। সেনার এভিয়েশন উইং -কে এই ধ্রুব হেলিকপ্টারগুলি তুলে দেওয়া হবে। ভারতীয় সেনা হবে আরও শক্তিশালী প্রতিরক্ষামন্ত্রক সূত্রে খবর, এই দু'টি অস্ত্র কেনায় ভারতীয় সেনার ক্ষমতা আরও বাড়বে ও সীমান্ত রক্ষায় সেনার হাতকে আরও মজবুত করে তোলা যাবে। সূত্রের দাবি, এই দু'টি প্রজেক্টে খরচ হতে পারে ১৫ হাজার কোটি টাকা। আকাশ মিসাইল আগে থেকেই ভারতীয় সেনায় এই মিসাইল রয়েছে। তবে সূত্রের দাবি, আকাশ মিসাইলের নতুন ভার্সান কিনতে চলেছে ভারত। এই আকাশ মিসাইলের নিশানা হবে আরও নির্ভুল ও ২৫-৩০ কিমি দূর থেকেও নির্ভুল ভাবে শত্রুসেনার ষুদ্ধ বিমান ও ক্রুজ মিসাইলকে টার্গেট করতে পারে। ভারতের উত্তর সীমান্তের বড় অংশ রয়েছে চিন ও পাকিস্তানের সঙ্গে। এই এলাকায় আবার রয়েছে পাহাড় ও শীতের চ্যালেঞ্জও। লাদাখের অত্যন্ত ঠাণ্ডা আবহাওয়াতেও এই আকাশ মিসাইল সঠিক ভাবে কাজ করে। ফলে সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় চিন ও পাকিস্তানের সঙ্গে চোখে চোখ রেখে দাঁড়ানোর শক্তি পায় ভারত। কারা তৈরি করল এই মিসাইল? এটি দেশীয় পদ্ধতিতে তৈরি একটি মিসাইল। Defence Research and Development Organisation বা এই মিসাইল তৈরি করেছে। ইতিমধ্যে ভারতীয় সেনায় এই মিসাইল রয়েছে। আগামী দিনে এটিকে আরও উন্নত করে তোলার কাজ চলছে। ধ্রুব মার্ক 3 হেলিকপ্টার কেনার কথাও ভাবছে সেনা আকাশ মিসাইল ছাড়াও ভারতীয় সেনা ALH ধ্রুব মার্ক হেলিকপ্টাকও কিনতে চলেছে সেনা। তাতে ভারতীয় বায়ুসেনার হাত যে আরও মজবুত হবে তা বলাই বাহুল্য। ভারতীয় সেনায় এবার এমন কিছু অস্ত্র সরঞ্জাম অন্তর্ভুক্ত করা হচ্ছে, যেগুলি কিনা নিজের দেশেই তৈরি। সম্প্রতি DRDO-এর তরফে আকাশ মিসাইলের নতুন ভার্সানটি টেস্ট করা হয়। দূর থেকে শত্রু সেনার এয়ারক্রাফটকে টার্গেট করতে ও উত্তর সীমান্তে উঁচু পাহাড়ি এলাকায় এই মিসাইল ভারতীয় সেনার কাছে অন্যতম ভরসা।
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3mMgSw9
Previous article
Next article
Leave Comments
Post a Comment