Bengali News: বাংলা সংবাদ
Breaking Bengali News
Latest Bangla News
Latest Bengali News | Eisamay
বাংলার আজকের খবর
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3iz9dPt
আফগানিস্তানে তালিবানি তাণ্ডব! কাবুলে আশ্রয় নিচ্ছে হাজার হাজার পরিবার https://ift.tt/3jH2lyB
এই সময় ডিজিটাল ডেস্ক: আফগানিস্তানের তালিবানরা (Taliban) দখল করছে একের পর এক শহর। এরমধ্যেই ছ'টি প্রদেশিক রাজধানী তাঁরা দখল করে নিয়েছে। সোমবারও একটি প্রাদেশিক রাজধানী দখল করেছে তাঁরা। তালিবানদের থেকে বাঁচতে হাজার হাজার আফগান পরিবার রাজধানী কাবুলে এসে আশ্রয় নিচ্ছে। এদের মধ্যে অনেকেই রাস্তায় শুয়ে দিন কাটাচ্ছেন। এর আগে তালিবানরা কুন্দুজ, তাখার, জোজান, সার-ই-পোল এবং নিমরুজ দখল করে। এছাড়াও, হেরাত, কান্দাহার এবং হেলমান্দ প্রদেশে সেনা বাহিনীর সঙ্গে লড়াই চালাচ্ছে এই তালিবানরা। এই শহরগুলিকেও দখল করতে চাইছে সশস্ত্র সংগঠনটি। বিভিন্ন স্থানীয় আফগান সংবাদমাধ্যমে দাবি করা হচ্ছে, প্রচণ্ড লড়াইয়ের জেরে হাজার হাজার পরিবার কুন্দুজ, কান্দাহার, নিমরোজ, তখর এবং বাগলান প্রদেশ থেকে কাবুলে পালিয়ে এসেছে। কাবুলের সর-এ-শামালি এবং খাইরখানা এলাকায় ক্যাম্প করে থাকতে শুরু করেছে এই পালিয়ে আসা আশ্রয়হীন মানুষেরা। স্থানীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, কুন্দুজ প্রদেশের কয়েকশ ঘরছাড়া মানুষ কাবুলের পুলিশ জেলা ১৫-এর একটি পার্কে থাকতে শুরু করেছে। শিশু, বয়স্ক এবং আহত লোকজনও সেই পার্কে রয়েছে। আফগান সরকার এখনও তাঁদেরকে খাবার বা আশ্রয় দেয়নি। তবে স্থানীয় কিছু মানুষেরা তাঁদের মুখে খাবার তুলে দেওয়ার কাজ করছে। সরকারের তরফে জানানো হয়েছে, গৃহহীন মানুষের সংখ্যা প্রচুর। যুদ্ধের কারণে এদের মৌলিক সুযোগ -সুবিধা দেওয়াও কঠিন হয়ে পড়েছে। জানানো হয়েছে, গত পাঁচ মাসে প্রায় ৭৫,০০০ পরিবার গৃহহীন হয়েছে। প্রসঙ্গত, থেকে আমেরিকা সেনা ফেরত নেওয়ার প্রক্রিয়া শুরু হতেই পুনরায় তালিবানি দৌরাত্ম্য শুরু হয়েছে। যুবতীদের উপর অত্যাচারের মাত্রা ক্রমশই বেড়ে চলেছে আফগানিস্তানে। মেয়েদের অপহরণ করে ইচ্ছার বিরুদ্ধে বিয়ের ঘটনা আখছাড় ঘটছে বলে দাবি করা হচ্ছে। গত শুক্রবারই তালিবানিদের হাতে নিহত হন আফগান সরকারের মিডিয়া বিভাগের শীর্ষ আধিকারিক দাওয়া খান মিনাপাল। আগেই তালিবানিরা হুঁশিয়ারি দিয়েছিল, তাঁদের উপর হওয়া বিমান হামলার প্রতিশোধ নেওয়া হবে। এব্যাপারে ঊর্ধ্বতন সরকারি আধিকারিকদের উপরেই হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। দাওয়া খান মিনাপাল ছিলেন আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি ঘনিষ্ঠ। শুক্রবার তিনি বাড়ি থেকে বের হতেই তাঁকে খুন করা হয় বলে জানানো হয়েছে।
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3iz9dPt
Previous article
Next article

Leave Comments
Post a Comment