দুরন্ত লড়াই করেও হার ভারতের মহিলা হকি দলের, এল না ব্রোঞ্জ পদক https://ift.tt/3fC2cLM - MAS News bengali

দুরন্ত লড়াই করেও হার ভারতের মহিলা হকি দলের, এল না ব্রোঞ্জ পদক https://ift.tt/3fC2cLM

এই সময় ডিজিটাল ডেস্ক : স্বপ্নটা আর সত্যি হল না। টোকিয়ো অলিম্পিকে ব্রোঞ্জ পদক জয়ের ম্যাচে গ্রেট ব্রিটেনের কাছে ৪-৩ গোলে হেরে গেল ভারত। তবে এই ম্যাচে ভারত যে যথেষ্ট লড়াই করেছে তা নিয়ে কোনও সন্দেহ নেই। ভারতের হয়ে জোড়া গোল করেন গুরজিৎ কৌর। একটা গোল করেন বন্দনা কাটারিয়া। তবে রানি রামপাল ব্রিগেড আজ যে হার না মানা মানসিকতা দেখিয়ে গেল, তা কুর্নিশ করেছেন সকলেই। গতকাল দেশের পুরুষ হকি দলের ব্রোঞ্জ পদক জয়ের পর আজকের ম্যাচ নিয়ে দেশবাসীর প্রত্যাশার পারদ অনেকটাই বেড়ে যায়। আজ শুরু থেকেই কঠিন লড়াই শুরু করে দেশের মেয়েরা। ম্যাচের ১৬ মিনিটে ব্রিটেনকে ১-০ গোলে এগিয়ে দেন দলের ফরোয়ার্ড এলিনা রেয়ার। তিনি ডানদিক থেকে দুরন্ত দৌড়ে উঠে আসেন এবং ভারতের রক্ষণভাগকে অসাধারণ ট্যাকল করেন। অবশেষে গোলের দরজা খুলে দেন। ২২ মিনিটে সবুজ কার্ড দেখলেন ভারতের মিড ফিল্ডার নিশা। ২৪ মিনিটে ব্রিটেনের হয়ে দ্বিতীয় গোলটা করেন সারা রবার্টসন। সোনা ম্যাককালিনের থেকে বল পাওয়ার পর তিনি গোল করতে বিন্দুমাত্র ভুল করেননি। এরপরই গর্জে ওঠে ভারত। ২৫ মিনিটে ভারতের হয়ে প্রথম গোলটা করলেন গুরজিৎ কৌর। ভারতের প্রধান ড্র্যাগ ফ্লিকার চলতি অলিম্পিকে টানা তৃতীয় ম্যাচে গোল পেলেন। ভারত একের পর এক পেনাল্টি কর্নার অর্জন করছিল। তারমধ্যে দ্বিতীয় পেনাল্টি কর্নার থেকে তিনি গোল করেন। পরের মিনিটে আবারও গোওওওওললললল...। আবারও ভারতীয় হকি দল পেনাল্টি কর্নার অর্জন করে এবং আবারও সেই একই স্টাইলে গোল করলেন গুরজিৎ। ব্রিটিশ গোলরক্ষক ম্যাডি হিঞ্চের বাঁ দিক থেকে তিনি বলটা সরাসরি ঠিকানায় পাঠিয়ে দেন। ২৯ মিনিটে ভারতকে ৩-২ গোলে এগিয়ে দেন বন্দনা কাটারিয়া। আজকের ম্যাচে এটা মোট চতুর্থ গোল। বাঁদিক থেকে ক্রস বাড়িয়েছিলেন সুশীলা চানু। শর্মিলা দেবী বল নিয়ন্ত্রণে রাখতে পারেননি। বল প্রতিহত হয়ে নভনীত কৌরের কাছে যায়। তিনিও মিস করার পর অবশেষে বন্দনা গোলটা করলেন। ৩৫ মিনিটে ম্যাচে সমতা ফেরায় গ্রেট ব্রিটেন। গোটা ম্যাচে যেন টানটান উত্তেজনা চলতে থাকে। ব্রিটিশ অধিনায়ক হোলি পিয়ার্নে-ওয়েব দুরন্ত গোলটা করেন। তবে এর আগেই ইসাবেল পিটারের একটা শট তুখোড় সেভ করেছিলেন ভারতীয় গোলরক্ষক সবিতা পুনিয়া। এরপর ফের ম্যাচ গড়াতে থাকে নিজস্ব ছন্দে। ম্যাচের ৪১ মিনিট পর্যন্ত ভারত মোট পাঁচটি পেনাল্টি কর্নার অর্জন করে। তারমধ্যে থেকে দুটো গোলও করেছে। অন্যদিকে ব্রিটেন তিনটে পেনাল্টি কর্নার অর্জন করলেও শেষপর্যন্ত একটাও কাজে লাগাতে পারেনি। ৪৪ মিনিটে দুরন্ত একটা ব্লক করলেন ভারতীয় গোলরক্ষক সবিতা পুনিয়া। এলিনা রেয়ারের আরও একটা নিশ্চিত গোল বাঁচিয়ে দিলেন। চলতি ম্যাচে এই নিয়ে তিনি ষষ্ঠ সেভ করলেন। ম্যাচের ৪৭ মিনিটে ঘটে যায় অঘটন। বাজে ট্যাকল করার জন্য হলুদ কার্ড দেখলেন উদিতা। ভারতকে এবার ১০ জনে খেলতে হচ্ছে। আর সেই সুযোগটাই নিল গ্রেট ব্রিটেন। ৪৮ মিনিটে তারা আরও একটা পেনাল্টি কর্নার অর্জন করে। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে দলকে ৪-৩ ব্যবধানে এগিয়ে দেন গ্রেস ব্যালসডন। ভারতীয় গোলরক্ষক সবিতা পুনিয়া দুপায়ের মাঝখান দিয়ে বল জালে জড়িয়ে যায়। ম্যাচের ৫২ মিনিটে গুরজিৎ কৌরের কাছে সমতা ফেরানোর সুযোগ এলেও, শেষপর্যন্ত তিনি আর পারলেন না। আজ ভারত হয়ত ইতিহাসের সাক্ষী হতে পারেনি। কিন্তু, গুরজিৎ কৌর কিংবা বন্দনা কাটারিয়াদের এই লড়াই ভারতের ক্রীড়া ইতিহাস বহুকাল মনে রাখবে।


from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/2TYBPYX
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads