যান্ত্রিক গোলযোগ, ঘণ্টাখানেক বন্ধই হল না লন্ডনের আইকনিক টাওয়ার ব্রিজ! https://ift.tt/3CvkSXt - MAS News bengali

যান্ত্রিক গোলযোগ, ঘণ্টাখানেক বন্ধই হল না লন্ডনের আইকনিক টাওয়ার ব্রিজ! https://ift.tt/3CvkSXt

এই সময় ডিজিটাল ডেস্ক: ঘণ্টাখানেকেরও বেশি সময় ধরে বন্ধ হল না লন্ডনের টাওয়ার ব্রিজ। যার জেরে সোমবার দুপুরে ব্যাপক যানজটের চিত্র দেখল ব্রিটেনের রাজধানী। সার দিয়ে দাঁড়িয়ে রইল গাড়ি। পথচারীরাও সঠিক সময়ে নদী পারাপার করতে না পেরে বিপাকে পড়েন এদিন। পুলিশের তরফ থেকে টুইট করে জানানো হয়, প্রযুক্তিগত ত্রুটির কারণে ওই সেতু খোলার পর তা আটকে যায়। ইতিমধ্যেই নেটপাড়ায় ভাইরাল হয়েছে ওই বাসকুল ব্রিজের একাধিক ভিডিয়ো এবং ছবি। যেখানে দেখা যাচ্ছে এদিন কী ভাবে ওই ব্রিজটি আটকে গিয়েছিল। জানা গিয়েছে, একটি উঁচু জাহাজ পাস করার জন্য ব্রিজটি খোলা হয়েছিল। তারপর থেকেই আর বন্ধ লাগছিল না ওই সেতুটি। এই ধরনের সেতুকে সাধারণত সম পরিমাণ ভর ব্যবহার করে মাঝামাঝি ওঠানো কিংবা নামানো হয়ে থাকে। টাওয়ার ব্রিজ ট্যুরিজমের ওয়েবসাইট অনুযায়ী, লন্ডনের এই বাসকুল ব্রিজটি বছরে প্রায় ৮০০ বার খোলা হয়। তাহলে আচমকা কেন আটকে গেল ব্রিজ? প্রশ্ন তোলেন অনেকেই। যদিও ব্যাপক যানজট সৃষ্টি হওয়ায় স্বাভাবিকভাবেই বেশ সমস্যায় পড়ে সাধারণ মানুষ। এদিন বারবার লন্ডন পুলিশের তরফ থেকে ঘোষণা করে বলা হয় ওই রাস্তা না ব্যবহার করার জন্য। উল্লেখ্য, ১৮৯৪ সালে থেমস নদীর উপর ওই সেতুটি নির্মিত হয়েছিল। প্রথমদিকে বাষ্প ব্যবহার করেই ওঠানো-নামানো হতো ব্রিজটি। পরে তেল এবং বর্তমানে বিদ্যুৎ দ্বারা অপারেট করা হয় জনপ্রিয় সেতুটি। প্রসঙ্গত, গত বছর ২২ অগাস্ট ওই ব্রিজটি একইভাবে আটকে গিয়েছিল এবং তা বন্ধ করা যাচ্ছিল না। সেই বারেও এহেন সমস্যায় পড়তে হয়েছিল লন্ডনবাসীকে। লন্ডন পুলিশ একইভাবে যান্ত্রিক গোলযোগকেই টাওয়ার ব্রিজ আটকে যাওয়ার কারণ দর্শিয়েছিল।


from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/2VHRWus
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads