নদী থেকে উঠছে রাশিরাশি রৌপ্যমুদ্রা! অবাধে চলল লুঠপাট https://ift.tt/3As6NYP - MAS News bengali

নদী থেকে উঠছে রাশিরাশি রৌপ্যমুদ্রা! অবাধে চলল লুঠপাট https://ift.tt/3As6NYP

এই সময় ডিজিটাল ডেস্ক: মধ্যপ্রদেশে মুষলধারে বৃষ্টিতে বহু জেলায় বিপর্যয়ের সৃষ্টি হয়েছে। এরই মধ্যে অশোক নগরের পাঁচওয়ালি গ্রাম থেকে সামনে এল এক আশ্চর্য খবর। যা শুনে হতচকিত হয়ে পড়ছেন সকলেই। প্রবল বৃষ্টির কারণে মধ্যপ্রদেশে সিন্ধ নদীতেও জলের পরিমাণ বেড়ে গিয়েছিল। কিন্তু রবিবার সকালে যখন নদীর জল কমে যায় ,তখন দেখা যায় নদীর মাটিতে পড়ে রয়েছে প্রচুর ! খবর গ্রামে চাউর হতে অবশ্য বেশি সময় লাগেনি। দাবানলের মতো খবর ছড়িয়ে পড়তেই বিপুল সংখ্যক গ্রামবাসী নদীর তীরে রুপোর মুদ্রা খুঁজতে শুরু করে। এই রুপোর মুদ্রাগুলি আবার দেখা যায় ব্রিটিশ সময়কালের। যার ফলে গুপ্তধনের ভাবনা জোরালো হয়েছে গ্রমবাসীর মনে। গ্রামবাসীরা জানিয়েছেন, আগে কখনও কখনও এক বা দু'টি মুদ্রা পাওয়া যেত ঠিকই, কিন্তু প্রবল বৃষ্টির পরে দেখা যায় আট-ন'টি করে এমন মুদ্রা পাওয়া যাচ্ছে। যেন মনে হচ্ছিল কোথাও থেকে বন্যার জলে গুপ্তধন ভেসে এসেছে। খবর ছড়িয়ে পড়তেই বহু মানুষ নদীর তীরে পৌঁছে কয়েন খুঁজতে শুরু করেন। ওই এলাকার এসডিপিও এই ঘটনা প্রসঙ্গে জানান, তিনি সোশ্যাল মিডিয়ায় ঘটনার কথা শুনেছেন। এক অফিসারকে ঘটনাস্থলে পাঠানো হয় বলেও জানিয়েছেন তিনি। পুরো বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলে জানানো হয়েছে। কী ভাবে এই মুদ্রাগুলি নদীতে এল, তা এখনও জানা যায়নি। কয়েকজন স্থানীয়রা বলছেন, একটি বাড়িতে এই সম্পত্তি লুকানো ছিল। বন্যার জলে সেগুলিই ভেসে এসেছে, বলে দাবি তাঁদের। আবার অনেকে মনে করছেন ধর্মীয় বিশ্বাসের কারণেই লোকেরা এই কয়েন নদীতে ফেলেছিল। এখন সেই কয়েনই আবার নদীর তীরে ভেসে আসছে। তবে কারণ যাই হোক, তা নিয়ে বেশি মাথা ঘামাতে রাজি না গ্রামবাসীরা, তাঁরা এখন ব্যস্ত রুপোর মুদ্রা কুড়োতে।


from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/37wHubO
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads