করোনায় মৃতের মুখ দেখে সৎকার করতে পারবেন পরিজন https://ift.tt/3yYjQkY - MAS News bengali

করোনায় মৃতের মুখ দেখে সৎকার করতে পারবেন পরিজন https://ift.tt/3yYjQkY

এই সময়: করোনায় মৃত প্রিয়জনের দেহ এ বার থেকে তুলে দেওয়া হবে পরিজনের হাতে। বডি ব্যাগে মরদেহ বন্দি থাকলেও তার মাথার দিকের অংশ স্বচ্ছ রাখা বাধ্যতামূলক করা হয়েছে, যাতে মৃতের মুখ দেখতে পারেন পরিজন। আত্মীয়রা চাইলে, সেই ব্যাগের চেন সামান্য খুলে, দেহ না-ছুঁয়ে, শ্মশান কিংবা কবরস্থানে পালন করা যাবে ধর্মীয় রীতিও। কোভিডে মৃত দেহের সৎকার নিয়ে পুরোনো সব নির্দেশিকাকে খারিজ করে বুধবার এমনই নতুন গাইডলাইন প্রকাশ করল রাজ্য স্বাস্থ্য দপ্তর। তাতে স্পষ্ট বলা হয়েছে, মৃতের রিপোর্ট জানার জন্য যেন সময় নষ্ট না হয় হাসপাতালে। চিকিৎসক মহলের একাংশ মনে করছে, করোনাকালে এই নয়া নির্দেশিকা সদ্য স্বজনহারা শোকসন্তপ্ত পরিবারের মানসিক ভার কমাবে কিছুটা। কোভিডে কেউ মারা গেলে তাঁকে শেষ দেখা নিয়ে একসময়ে নিষেধাজ্ঞা ছিল সরকারি স্তরে। পরে সেই নিয়ম বদলানো হয়। তবে নিজের দায়িত্বে দেহ সৎকারের নিয়ম আর পরিবারের জন্য চালু করেনি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক কিংবা রাজ্য স্বাস্থ্য দপ্তর। এ বার সেই নিয়মও শিথিল করা হচ্ছে। নয়া সরকারি নির্দেশিকায় সাফ বলা হয়েছে, করোনায় মৃতের দেহ নিয়ে নির্ধারিত স্থানে নিজেরাই এ বার নিয়ে যেতে পারবেন মা-বাবা, ছেলে-মেয়ে, স্বামী-স্ত্রী, ভাই-বোনের মতো পরিজন। তবে দেহ হস্তান্তর ও সৎকারের সময়ে নিকটাত্মীয়ের সংখ্যা যেন ছয়ের বেশি না-হয়, তাও বলে দেওয়া হয়েছে নির্দেশিকায়। এবং সর্বোপরি তাঁদের অবশ্যই মেনে চলতে হবে করোনাবিধি। স্পষ্ট করে দেওয়া হয়েছে, সরাসরি সৎকারের জন্যই দেহ নিয়ে যেতে হবে পরিজনকে। এবং সৎকার করা হবে হাসপাতালের নিকটবর্তী নির্ধারিত শ্মশান বা কবরস্থানে। যদিও নয়া নির্দেশিকায় নিয়ম আরও কিছুটা শিথিল করে বলা হয়েছে, আত্মীয়রা ইচ্ছা করলে দেহ নিজেদের বাসস্থানের শহর বা গ্রামে নিয়ে যেতে পারবেন সৎকারের জন্য। কিন্তু সে ক্ষেত্রেও নোডাল অফিসারের অনুমতি নিয়েই অন্যত্র নিয়ে যাওয়া যাবে। এবং কোনও ভাবেই বাড়ি নিয়ে যাওয়া যাবে না। সে ক্ষেত্রেও নির্ধারিত অন্ত্যেষ্টিস্থানই একমাত্র গন্তব্য হতে হবে। জায়গা বিশেষে ঠিক কোন নোডাল অফিসারের সঙ্গে যোগাযোগ করতে হবে, স্বাস্থ্য দপ্তরের ওয়েবসাইটে (https://ift.tt/3iczbs8) গাইডলাইন অপশনে তা ২৯ এপ্রিলের বিজ্ঞপ্তিতে দেওয়া আছে বলে জানাচ্ছেন স্বাস্থ্যকর্তারা। নয়া নির্দেশিকায় আরও একটি বিষয়ে জোর দেওয়া হয়েছে। মৃতের কোভিড রিপোর্ট জানার জন্য যাতে সময় নষ্ট না-হয়, তাও নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে। সে জন্য বলা হয়েছে, পরীক্ষার রিপোর্ট ছাড়া মুমূর্ষু কোনও রোগী হাসপাতালে এলেই আগে যেন তাঁর র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট হয়। এবং তার রিপোর্ট মেনেই যেন সিদ্ধান্ত নেওয়া হয়, মৃত ব্যক্তি করোনায় আক্রান্ত কি না। সেইমতো যেন ডেথ সার্টিফিকেটও লেখা হয়। স্বাস্থ্যভবনের এক আধিকারিকের কথায়, 'শুধুমাত্র কোভিড রিপোর্ট জানা যায়নি বলে যেন দেহ কোনও ভাবেই আটকে রাখা না-হয়, পইপই করে সে কথাও বলা হয়েছে নির্দেশিকায়।' সঙ্গে এও বলা হয়েছে, করোনায় মৃত কোনও ব্যক্তির দেহ যদি ২৪ ঘণ্টার বেশি দাবিদারহীন হয়ে পড়ে থাকে, তা হলে সরকারই তা সৎকার করে দেবে।


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3g91O6Q
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads