প্রথম ডোজে কোভিশিল্ড, দ্বিতীয়তে কোভ্যাক্সিন দেওয়ার অভিযোগ, প্রশ্নের মুখে ঝাড়গ্রাম হাসপাতাল https://ift.tt/3y9CVj4 - MAS News bengali

প্রথম ডোজে কোভিশিল্ড, দ্বিতীয়তে কোভ্যাক্সিন দেওয়ার অভিযোগ, প্রশ্নের মুখে ঝাড়গ্রাম হাসপাতাল https://ift.tt/3y9CVj4

এই সময় ডিজিটাল ডেস্ক: উদর পিণ্ডি বুদোর ঘাড়ে! প্রথম ডোজে () নেওয়া ব্যক্তিকে দ্বিতীয় ডোজে () দেওয়া হল দেওয়ার অভিযোগ উঠল ঝাড়গ্রামে। প্রশ্নের মুখে জেলা স্বাস্থ্য দফতর। জানা গিয়েছে, ঝাড়গ্রাম সুপার স্পেশ্যালিটি হাসপাতালে (Jhargram Super Speciality Hospital) এক ব্যক্তিকে কোভিশিল্ড নেওয়ার পরও দ্বিতীয় ডোজে দেওয়া হয়েছে কোভ্যাক্সিন। ঝাড়গ্রাম পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের ঘোড়াধরার বাসিন্দা শ্যমলাল সাউ। গত ৫ এপ্রিল তিনি প্রথম ডোজে নিয়েছিলেন কোভিশিল্ড টিকা। ৮৪দিন পর ২৮ জুন ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে দ্বিতীয় ডোজ নিতে যান। অভিযোগ, সেখানে তাঁকে কোভিশিল্ডের বদলে কোভ্যাক্সিন দেওয়া হয়। গোটা বিষয়টি লিখিতভাবে ঝাড়গ্রামের জেলাশাসককে ও জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে জানিয়েছেন ছেলে অভিষেক সাউ। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো ঝাড়গ্রাম শহরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। অভিষেক সাউ বলেন, 'যদি বাবার কিছু হয় তাহলে দায় কে নেবে? যাতে আর কোনও মানুষের ক্ষেত্রে এ ধরণের ঘটনা না ঘটে তার জন্য স্বাস্থ্য দফতরকে সচেতন হতে হবে।' টিকা প্রদানকারী স্বাস্থ্য কর্মীদের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন তিনি। একদিকে যখন ভুয়ো ভ্যাকসিন কাণ্ড নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় রাজ্য, তখন ঝাড়গ্রামে একই ব্যক্তিকে দু’রকম টিকা দেওয়ার ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। সার্টিফিকেট আসার পর বিষয়টি জানতে পারে সাউ পরিবার। ফলে তাঁদের দাবি, সাধারণ মানুষ টিকা নেওয়ার সময় আরও সচেতন না থাকলে, তাঁদের সঙ্গেও প্রতারনা হতে পারে। গ্রামের মানুষ এমনিতেই সরল। তাঁদের সঙ্গে আগে এরকম হয়নি তো? এমনই প্রশ্ন করেছিলেন শ্যামলাল সাউয়ের ছেলে। কিন্তু, তাঁর অভিযোগ, হাসপাতালের তরফে কোনও সদুত্তোর মেলেনি। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন ঝাড়গ্রাম জেলা স্বাস্থ্য দফতরের মুখ্য স্বাস্থ্য আধিকারিক।


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3dpTcsc
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads