কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি দক্ষিনবঙ্গে, ভাসবে উত্তরও https://ift.tt/3w7DJU7 - MAS News bengali

কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি দক্ষিনবঙ্গে, ভাসবে উত্তরও https://ift.tt/3w7DJU7

এই সময় ডিজিটাল ডেস্ক: শহরে ফের বৃষ্টির সম্ভাবনা। বুধবার সকাল থেকেই আংশিক মেঘাচ্ছন্ন কলকাতার আকাশ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে শহরে। বিগত দু' দিনে বেশ খানিকটা বেড়েছে কলকাতার তাপমাত্রা। সঙ্গে বেড়েছে গরমও। তবে বুধবার থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গে থাকায় কিছুটা হলেও স্বস্তি মিলেছে। তবে এর জেরে তাপমাত্রা যে এখনই কমছে না, এটা স্পষ্ট। হাওয়া অফিস জানিয়েছে, এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকার কথা ২৯ ডিগ্রি। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৫ ডিগ্রি। যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ এবং সর্বনিম্ন পরিমাণ ছিল যথাক্রমে ৭৯ এবং ৮৪ শতাংশ। বৃষ্টিপাত হয়নি। এদিকে আজ উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রবল বৃষ্টিতে ভিজবে কোচবিহার এবং জলপাইগুড়ি। এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর। উল্লেখ্য, গত দু' দিন ধরেই প্রবল বৃষ্টিতে ভিজছে উত্তরবঙ্গ। জারি করা হয়েছে কমলা সতর্কতা। প্রবল বৃষ্টির জেরে ইতিমধ্যেই প্লাবিত পাহাড়। যার জেরে মঙ্গলবার থেকে আচমকাই জল নেমে আসে। বানভাসি জলপাইগুড়ি জেলার বিস্তীর্ণ এলাকা। হাতিনালার জলে প্লাবিত বানারহাটের সুভাষনগর, শান্তিনগর, সুকান্তনগর সহ বিন্নাগুড়ি এলাকা। বড় রাস্তার উপর দিয়ে জল বইতে শুরু করেছে ইতিমধ্যেই। ভাসছে চা বাগানও। এর জেরে সমস্যায় পড়েছে সাধারণ মানুষ। কেমন থাকবে এই সপ্তাহের আবহাওয়া? আলিপুর জানিয়েছে, আগামী ৩ জুলাই পর্যন্ত রোদ বৃষ্টির খেলা চলবে তিলোত্তমায়। আগামী ৪ জুলাই বেশ খানিকটা বাড়তে পারে তাপমাত্রা। ওই দিন সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ৩৫ ও ৩০ ডিগ্রি ছুঁতে পারে। আগামী মাসের ৫ তারিখ ফের কমবে অস্বস্তি।


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3w0d8s0
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads