কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে বৃষ্টি, বজ্রপাতের সম্ভাবনা https://ift.tt/3xZnQR4 - MAS News bengali

কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে বৃষ্টি, বজ্রপাতের সম্ভাবনা https://ift.tt/3xZnQR4

এই সময় ডিজিটাল ডেস্ক: অল্প কিছুক্ষণের মধ্যেই দক্ষিণবঙ্গে ঝেঁপে () দিল আলিপুর দফতর (Alipore Weather Office)। দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের বিস্তীর্ণ অংশ জুড়ে চলবে বৃষ্টি। দিনভর বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক অঞ্চলে। রয়েছে বজ্রপাতেরও সম্ভাবনা। ভারী বৃষ্টিপাত হবে পশ্চিম মেদিনীপুর জেলাতেও। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে কলকাতা (Kolkata) ও সংলগ্ন অঞ্চলেও। হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনার একাধিক অংশেও বৃষ্টি হতে পারে। রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে ৩৩.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯২ শতাংশ। বৃষ্টি হলেও দিনের বেলায় বেড়েছে তাপমাত্রা। অস্বস্তি ভাবও বজায় থাকছে। এদিকে, বর্ষায় (Monsoon) এবার কার্যত ভাসতে চলেছে বাংলা! গত সপ্তাহে লাগাতার বৃষ্টির (Rain) পর এই সপ্তাহের শেষেও ঝোড়ো ইনিংস খেলতে চলেছে বৃষ্টি। উত্তরবঙ্গে রবিবার থেকে আগামী এক সপ্তাহ বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। রবিবার থেকে মঙ্গলবার উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস (Rain Forecast) জারি করা হয়েছে। ৩০ জুন থেকে ২ জুলাইয়ের মধ্যে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি হতে পারে। হাওয়া অফিস সূত্রে জানানো হয়েছে, রবিবার জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টি হতে পারে। সোমবার ওই তিন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। দার্জিলিং, কালিম্পঙেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২৯ জুন থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর, মালদায়। আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রবল বর্ষণের জেরে নদীর জলস্তর বাড়বে। দার্জিলিং, কালিম্পঙের মতো পাহাড়ি এলাকায় ধস নামার আশঙ্কা করা হয়েছে। উল্লেখ্য, টানা বৃষ্টির জেরে গতকাল পাহাড়ে ধস নামে। কার্শিয়ঙের (Kurseong) তিনধরিয়ায় গেইরিগাঁও এলাকায় ৫৫নম্বর জাতীয় সড়কে ধস (Landslide) নামে। যার জেরে শিলিগুড়ির সঙ্গে দার্জিলিঙের সড়ক পথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। গাড়িগুলিকে ঘুরপথে রোহিণী হয়ে কার্শিয়ং ও দার্জিলিঙে পৌঁছতে হচ্ছে। টয়ট্রেনের (Toy Train) লাইনও ক্ষতিগ্রস্ত হয়।


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/35UiU3N
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads