জুলাই থেকেই বাড়ছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা? জানুন সত্য-তথ্য https://ift.tt/3xYyebG - MAS News bengali

জুলাই থেকেই বাড়ছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা? জানুন সত্য-তথ্য https://ift.tt/3xYyebG

এই সময় সত্য-তথ্য ডেস্ক: এই জুলাই মাস (July 2021) থেকেই কি বেড়ে যাচ্ছে কেন্দ্রীয় সরকারি কর্মচারিদের মহার্ঘ ভাতা ()? এমনই একটি খবর ছড়িয়ে পড়েছে চারিদিকে। স্বাভাবিক ভাবেই উৎসুক সরকারি কর্মীরা। DA বা মহার্ঘ ভাতার বাড়ার খবর জানতে সকলেই চোখ রাখছেন খবরেরে কাগজ, টেলিভিশন চ্যানেলে। কেউ কেউ আবার সোশ্যাল মিডিয়াতেই খুঁজে পেয়েছেন এমন এক তথ্য। আর সেখানেই ঘটেছে বিপত্তি। কেন্দ্রীয় সরকারের একটি বিজ্ঞপ্তিতে জুলাই মাস থেকে মহার্ঘ ভাতা বৃদ্ধি পাওয়ার খবর দেখে উৎসাহিত হয়ে পড়েছে জনতা। অধীর আগ্রহে বাড়তি রোজগারের জন্য অপেক্ষায় পেনশনাররাও। কতটা সত্যতা রয়েছে এই নির্দেশিকায়? কী জানাচ্ছে কেন্দ্র। দাবি সম্প্রতি, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের অনুযায়ী (Narendra Modi Government Employees, in recommendation of 7th Pay Commission) DA ও অবসরপ্রাপ্ত কর্মীদের DR বাড়ছে জুলাই থেকেই। কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য DA (Dearness Allowance) ও অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য DR (Dearness Relief) বৃদ্ধি পেতে চলেছে বলে উল্লেখ রয়েছে ভাইরাল হওয়া ওই নির্দেশিকায়৷ যেখানে রয়েছে কেন্দ্রের অর্থসচিব টিভি সোমনাথনের সইও। যেখানে আরও উল্লেখ রয়েছে যে, জানুয়ারি ২০২০ (January 2020) থেকে জুন ২০২০ (June 2020), ৪ শতাংশ DA, জুলাই ২০২০ (July 2020) থেকে ডিসেম্বর ২০২০ (December 2020), ৩ শতাংশ, জানুয়ারি ২০২১ (January 2021) থেকে জুন ২০২১ (June 2021), ৪ শতাংশ মোট ১১ শতাংশ বর্ধিত হবে। বর্তমানে ১৭ শতাংশ সহ সব মিলিয়ে মোট ২৮ শতাংশ DA পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৷ সত্য-তথ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই নির্দেশিকা নিয়ে সতর্ক করেছে কেন্দ্র। প্রেস অ্যান্ড ইনফরমেশন ব্যুরো (PIB) জানিয়েছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া খবর বা নির্দেশিকাটি সম্পূর্ণ ভুয়ো ৷ বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ১৭ শতাংশ DA পেয়ে থাকেন। তিন কিস্তিতে DA বৃদ্ধি হলে পাবেন ২৮ শতাংশ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া নির্দেশিকাটি যাচাইয়ের পর টুইট করে PIB জানিয়েছে, কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য DA (Dearness Allowance) ও অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য DR (Dearness Relief) বৃদ্ধি পেতে চলেছে এবং জুলাই ২০২১ থেকে তা বৃদ্ধি পাবে, এমন কোনও ঘোষণা আদৌ করাই হয়নি ৷ তথ্য অনুসন্ধান ২০২০ সালে করোনার জন্য কেন্দ্রীয় সরকারি কর্মীদের DA স্থগিত রেখেছিল মোদী সরকার ৷ লাগামহীন খরচে রাশ টানতেই সম্ভবত এই পথ অবলম্বন করা হয়েছিল বলে মনে করেন অর্থনীতিবিদরা। কিন্তু, এখনও পর্যন্ত সেই স্থগিত থাকা DA বা মহার্ঘ ভাতা পুনরায় চালু করার কোনও ঘোষণা হয়নি সরকারের তরফে।


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3hblBTD
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads