Bangla News: বেঙ্গলি খবর
Breaking News In Bengali
Latest News in Bengali
সর্বশেষ সংবাদ | Eisamay
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3wZ8hst
বিস্ফোরণে কেঁপে উঠল জম্মু বিমানবন্দর, গ্রেফতার ১ জঙ্গি https://ift.tt/3hd411C
এই সময় ডিজিটাল ডেস্ক: রবিবার ভোরে বিস্ফোরণে কেঁপে উঠল ()। টেকনিক্যাল এরিয়া থেকে এই বিস্ফোরণের শব্দ শোনা যায় ()। খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছয় বম্ব ডিসপোজাল স্কোয়াড ও ফরেন্সিক দল। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর মেলেনি। তবে আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। শোনা যাচ্ছে, বিস্ফোরণের শব্দ এতটাই তীব্র ছিল যে বিমানবন্দরের প্রায় এক কিলোমিটার পর্যন্ত এই শব্দ শোনা গিয়েছে। জানা গিয়েছে, ঘটনায় এক জঙ্গিকে গ্রেফতার করেছে পুলিশ। নারওয়াল অঞ্চল থেকে তাকে ধরা হয়েছে। তার কাছ থেকে উদ্ধার হয়েছে ৫ কেডি IED বিস্ফোরক। গোট ঘটনার তদন্তে নেমে জম্মু ও কাশ্মীরের পুলিশ। সম্প্রতি, জম্মু-কাশ্মীরের সোপরে রাতভর চলা এনকাউন্টারে তিন লস্কর জঙ্গিকে খতম করা হয়। এদের মধ্যে শীর্ষ স্থানীয় জঙ্গি কমান্ডার মুদাসির পন্ডিতও রয়েছে বলে দাবি। জঙ্গি হামলার একাধিক ঘটনায় এই মুদাসির পন্ডিত ওয়ান্টেড ছিল বলে জানিয়েছে জম্মু-কাশ্মীর পুলিশ। কাশ্মীর ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ বিজয় কুমার জানান, উত্তর কাশ্মীরের সোপরে এই এনকাউন্টারের ঘটনা ঘটে। তিনি বলেন, 'কমান্ডার মুদাসিরের মৃত্যু স্থানীয় জনগণের কাছে বড়সড় স্বস্তির ঘটনা। কাশ্মীরে সাধারণ নাগরিক ও কাউন্সিলরকে খুনের ঘটনায় জড়িত ছিল এই মুদাসির। সেনার কাছে খবর ছিল পন্ডিতসহ কমপক্ষে তিনজন জঙ্গি ঘাঁটি গেড়েছে ওই এলাকায়। এরপর তল্লাশি অভিযান শুরু করতেই নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে জঙ্গি চালায় জঙ্গিরা। পালটা জবাব দেয় বাহিনীও। গুলি বিনিময়ে খতম হয় তিন জঙ্গি। মুদাসির পন্ডিত কাশ্মীরের ওই এলাকার ত্রাস ছিল। কাশ্মীর পুলিশের তরফে জানানো হয়েছে, ৩ জন পুলিশ, ২ জন কাউন্সিল এবং ২ সাধারণ নাগরিকের খুনের ঘটনায় জড়িত ছিল মুদাসির পন্ডিত। রিফ্রেশ করতে থাকুন...
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3wZ8hst
Previous article
Next article
Leave Comments
Post a Comment