#পাশে আছে অভিষেক, তৃণমূলের প্রচারে ঝড় https://ift.tt/3ciXctT - MAS News bengali

#পাশে আছে অভিষেক, তৃণমূলের প্রচারে ঝড় https://ift.tt/3ciXctT

এই সময়: হ্যাশট্যাগ পাশে আছে অভিষেক। সোশ্যাল মিডিয়ায় আপাতত এটাই ট্রেন্ডিং। তৃণমূলের এই নতুন প্রচার অভিযান জানান দিচ্ছে, তিনি আর নিছক যুব তৃণমূল সভাপতি নন, বিজেপির লাগাতার আক্রামণের মোকাবিলা করে ক্রমশ জননেতা হয়ে উঠেছেন বন্দ্যোপাধ্যায়। তৃতীয়বারের জন্য তৃণমূল রাজ্যের ক্ষমতায় আসার পর একদিনও জিরিয়ে নেওয়ার ফুরসত পাননি তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যস্ত শক্ত হাতে প্রশাসন সামলাতে। আর অভিষেক ছুটছেন জেলায় জেলায় ইয়াস বিধ্বস্ত মানুষের পাশে দাঁড়াতে। সেই সব ছবি, ভিডিয়ো স্যোশাল মিডিয়ায় তুলে এনে শুরু হয়েছে তৃণমূলের নতুন প্রচার কৌশল- 'পাশে আছে অভিষেক।' এ বারের বিধানসভা ভোটে অভিষেককেই আক্রমণের নিশানা করে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর চাপ বাড়ানোর কৌশল নিয়েছিল বিজেপি। এমনকী, দলবদলুরাও বিজেপিতে নাম লিখিয়ে অভিযোগের আঙুল তোলা শুরু করেছিলেন তৃণমূলের যুব সভাপতির বিরুদ্ধে। তবে গেরুয়া শিবিরের এহেন কৌশল কোনও কাজেই আসেনি। বাংলার মানুষ ইভিএমে কড়া জবাব দিয়েছে বিজেপিকে। ভোটে ভরাডুবির পর বিজেপি নেতারা কার্যত ঘরে বসে গিয়েছেন। ব্যক্তি অভিষেক তো দূর অস্ত্‌, তৃণমূলের বিরুদ্ধেও তাঁদের কোনও আন্দোলন করতে পর্যন্ত দেখা যাচ্ছে না। তবে অভিষেকের ঘরে বসে থাকার জো নেই। তিনি ছুটছেন জেলায় জেলায়। করোনা আক্রান্ত পরিবারগুলির পাশে যাতে দল থাকে সেই ব্যবস্থা যেমন করছেন, তেমনই ইয়াস-বিধ্বস্ত এলাকায় ত্রাণ বিলির কাজ তদারকি করছেন নিজেই। তৃণমূল নেতারা বলছেন, রাতারাতি 'জননেতা' হয়ে ওঠেননি অভিষেক। বিধানসভা ভোটে মমতার সেনাপতি হিসেবে তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন। বিজেপিকে গো-হারা হারানোর পর গোটা দেশে মোদী বিরোধী মুখ হিসেবে মমতার জনপ্রিয়তা এখন সব থেকে বেশি। আর সেই যুদ্ধে 'সেনাপতি' অভিষেকের ভূমিকাও তারিফ কুড়োচ্ছে জাতীয় রাজনীতিতে। তৃণমূলের এক শীর্ষ নেতার কথায়, 'টানা দশ বছর মুখ্যমন্ত্রীর পদ সামলেও মমতা বন্দ্যোপাধ্যায় এখনও বাঙালির ঘরের মেয়ে। সবার দিদি। অভিষেকও সেই পথে হাঁটছে। আম বাঙালির ঘরের ছেলে হয়ে উঠছেন তিনি ধীরে ধীরে।' শুধু নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারই নয়, বিধানসভা ভোটের আবহে গোটা রাজ্যেই তাঁর জনপ্রিয়তা তৈরি হয়েছে। ইয়াস বিধ্বস্ত বিভিন্ন জেলায় অভিষেককে কেন্দ্র করে সাধারণ মানুষের তৈরি প্রত্যাশাই তার প্রমাণ। আজ, শনিবার তৃণমূলের সর্বস্তরের নেতা-নেত্রীদের সঙ্গে বৈঠকে বসছেন মমতা। সেখানে হাজির থাকবেন অভিষেকও। এই বৈঠকে বেশ কিছু সাংগঠনিক রদবদল হওয়ার সম্ভাবনা আছে। কারণ, তৃণমূল চাইছে, দলে এক নেতা, এক পদ নীতি চালু করতে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত অবশ্য মমতাই নেবেন। সূত্রের খবর, যুব সমাজের কথা মাথায় রেখে দলে তরুণ নেতা-নেত্রীদের গুরুত্ব দেওয়া হতে পারে।


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/2TMOu0J
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads