Bangla News: বেঙ্গলি খবর
Breaking News In Bengali
Latest News in Bengali
সর্বশেষ সংবাদ | Eisamay
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3psZdZL
আনাজের বাজার ফের চড়া, অসহায় আমজনতা https://ift.tt/3cFWasf

এই সময়: দিন দশেক আগেও বাজারে জ্যোতি আলুর দাম ছিল কেজি প্রতি ১৫ টাকা। এখন সেই আলুই বিক্রি হচ্ছে কোথাও ১৬ টাকা, আবার কোথাও ১৮ টাকা কেজি দরে। যে পটলের দাম ছিল ২০ টাকা প্রতি কেজি, সেই দাম এখন প্রতি কেজিতে বেড়ে দাঁড়িয়েছে ৪০ টাকায়। কুমড়ো বিক্রি হচ্ছে কেজি ৩০-৪০ টাকা, যা ছিল আগে ২০ টাকা। একটা লাউয়ের দাম ২৫-৩০ টাকা। ঢেঁড়শের দামও ২০ টাকা থেকে বেড়ে এখন ৩০ টাকা। আনাজের বাজার ফের আগুন কেন? একদিকে করোনার কারণে জারি হওয়া বিধিনিষেধ, অন্য দিকে ঘূর্ণিঝড় ইয়াসের দাপটে খেতের পর খেতে ফসল নষ্ট হওয়া- এই দুইয়ের কারণেই সব্জির দাম ক্রমশ ঊর্ধ্বমুখী বলে জানাচ্ছেন বিক্রেতারা। ইতিমধ্যেই বাজারের দাম যাতে নিয়ন্ত্রণে থাকে এবং কোনও ধরনের কারচুপি যাতে না-হয়, সেটা নিশ্চিত করতে অভিযানে নেমেছে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। রবিবার মানিকতলা বাজারে আসা ক্রেতা আশুতোষ গুহ বলছিলেন, 'সপ্তাহ খানেক আগে যে পটল কিনেছি ২০ টাকায়, সেটাই এখন কিনতে হচ্ছে ৪০ টাকা কেজিতে। একেই সরষের তেল, ডিম, মাছ, মুরগির দাম বেড়েছে। তার উপর সব্জির দামও এতটা বাড়লে খাবো কী?' অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক আশুতোষ সখেদে বললেন, 'যে ভাবে জিনিসের দাম বাড়ছে, তাতে আমজনতার বেঁচে থাকাই মুশকিল।' দক্ষিণ সিঁথির পূরবী করের বক্তব্য, করোনা পরিস্থিতিতে চিকিৎসকরা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে বার বার ভিটামিন, প্রোটিন, জিঙ্ক, কার্বোহাইড্রেট আছে, এমন খাবার খাওয়ার কথা বলছেন। অর্থাৎ, ডাল-ভাতের সঙ্গেও সব্জিও খেতে হবে। পূরবীর প্রশ্ন, 'সাধারণ মানুষ ও সব খাবে কী করে? যেভাবে দাম বাড়ছে!' তাঁর মতে, দাম কমাতে অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ করা উচিত। মানিকতলা বাজারের সব্জি বিক্রেতা পল্লব মণ্ডলের যুক্তি, 'কাঁচালঙ্কার ৮০ শতাংশই উৎপন্ন হয় দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে। আবার পূর্ব মেদিনীপুরে যে বিপুল পরিমাণ কুমড়ো, টোম্যাটো হয়, তা নষ্ট হয়েছে ইয়াসের ধাক্কায়। যাঁরা আগে খানিকটা মাঠ থেকে তুলে রেখেছিলেন, তাঁরা এই সুযোগে দাম বাড়িয়ে খুচরো ব্যবসায়ীদের বিক্রি করছেন। যার প্রভাব পড়ছে খুচরো বাজারে।' 'অন্যান্য যে সব রাজ্য থেকে কুমড়ো, টোমেটো, আলু, পেঁয়াজ আসে, সেই সব জায়গায় এখন লকডাউন বা তেমন পরিস্থিতি। তার প্রভাবও পড়ছে সব্জির দামের উপর,' বক্তব্য লেক মার্কেটের সব্জি বিক্রেতা অনিল দত্তর। কবে নিয়ন্ত্রণে আসবে দাম? রাজ্য সরকার গঠিত টাস্ক ফোর্সের সদস্য কমল দে-র বক্তব্য, 'ইয়াসের ধাক্কায় কয়েকটি জেলার সব্জি নষ্ট হয়েছে। যার প্রভাব বাজারে পড়েছে। তবে গণ পরিবহণ স্বাভাবিক হলেই দাম অনেকটা নিয়ন্ত্রণে আসবে।'
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3psZdZL
Previous article
Next article
Leave Comments
Post a Comment