'নিখোঁজ' দুই বঙ্গ BJP সাংসদ! চর্চা জোরালো https://ift.tt/2TO373K - MAS News bengali

'নিখোঁজ' দুই বঙ্গ BJP সাংসদ! চর্চা জোরালো https://ift.tt/2TO373K

এই সময়, বর্ধমান: 'খোঁজ' পাওয়া যাচ্ছে না বর্ধমান-দুর্গাপুর ও বর্ধমান পুর্বের দুই সাংসদের। এমনই অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন দেওয়ালে শুরু হয়েছে আলোচনা। দুই সাংসদই গেরুয়া শিবিরের। গত লোকসভা নির্বাচনে বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এস এস আলুওয়ালিয়া। তবে তৃণমূলের টিকিটে জয়ী বর্ধমান পূর্বের সাংসদ বিধানসভা নির্বাচনের মুখে দল পাল্টে যোগ দেন বিজেপিতে। দু'জনেই অবশ্য শারীরিক অসুস্থতার কারণে এলাকায় আসতে পারছেন না বলে জানিয়েছেন। এসএস আলুওয়ালিয়ার ক্ষেত্রে 'নিখোঁজের' অভিযোগ নতুন নয়। এর আগে দার্জিলিংয়ের সাংসদ থাকাকালীন সেখানে থানায় তাঁর নামে মিসিং ডাইরি হয়েছিন। বর্ধমানেও কর্মীদের অভিযোগ, ওঁকে দলের বিপদে পাশে পাওয়া যায় না। কেন্দ্রের নেতারা এলে তখন উনি এখানে আসেন। বর্ধমানের বড়শুলের ঘরছাড়া বিজেপি কর্মী সন্দীপ সাহা বলেন, 'আমরা দুই তারিখ থেকে বাড়িছাড়া। সংসার চলছে না, কেউ দেখার নেই আমাদের। না সুনীল মণ্ডল না আলুওয়ালিয়া। ভোটের আগে সুনীল মণ্ডলই মিটিংয়ে বলেছিলেন, এলাকার তৃণমূলের লোকেদের মার্ক করে রাখুন। ভোটের পরে হিসেব নেব। এখন ওঁর হিসেব কে নেয়।' আলুওয়ালিয়াকে শেষ বর্ধমানে দেখা গিয়েছে বিধানসভা নির্বাচনে বর্ধমান দক্ষিণ কেন্দ্রে দলের প্রার্থী সন্দীপ নন্দীর প্রচারে। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে আলুওয়ালিয়াকে ফোন করে কোনও জবাব পাওয়া যায়নি। জেলা বিজেপির ভারপ্রাপ্ত সভাপতি প্রবাল রায় বলেন, 'আলুওয়ালিয়ার দাদা মারা যাওয়ার পরে উনি মানসিক ভাবে ভেঙে পড়েছেন। তবে দুর্গাপুরে কন্ট্রোল রুম খুলে পরিস্থিতির মোকাবিলা করেছেন। আমাদের বিভিন্ন ভাবে সহযোগিতা করছেন।' সুনীল মণ্ডলকে এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, 'আমি করোনায় আক্রান্ত হয়েছিলাম। সবে সুস্থ হয়েছি। খুব দুর্বল। সবাই জানে। এর পরেও কেন এসব করা হচ্ছে আমি বলতে পারব না। বিষয়টি আমার নজরেও এসেছে।' ইতিমধ্যে তাঁর সাংসদ পদ বাতিলের জন্য তৃণমূলের পক্ষ থেকে লোকসভার স্পিকারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সে প্রসঙ্গে সুনীল বলেন, 'এখন কোভিড পরিস্থিতি। তাই লোকসভা বসছে না। আইনে যদি আমার পদ বাতিল করার থাকে তাহলে বাতিল হবে। সেখানে আমার কী করার আছে। আমার আর এসব ভালো লাগছে না।' সুনীল প্রসঙ্গে প্রবাল বলেন, 'উনি আমাদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। প্রায় দুশো ঘরছাড়া কর্মী এখন অফিসে আশ্রয় নিয়েছে। এই অবস্থায় ওঁর এখানে আসাও ঠিক হবে না।'


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/2Rw5fMM
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads