দেবাঞ্জনের বাবা-মা জানতেন ছেলে আইএএস অফিসার নয়! https://ift.tt/2UEqaOJ - MAS News bengali

দেবাঞ্জনের বাবা-মা জানতেন ছেলে আইএএস অফিসার নয়! https://ift.tt/2UEqaOJ

এই সময় ডিজিটাল ডেস্ক: দেবাঞ্জন দেবের বাবা- মা জানতেন ছেলে কোনও আইএএস অফিসার নয়! পরতে পরতে রহস্য। এবার কসবার কাণ্ডের তদন্তে নেমে বড় তথ্য হাতে পেল পুলিশ। এই প্রথমবার নয়, ২০২০ সালের মার্চ মাসে পুলিশি জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে হয়েছিল দেবাঞ্জন দেবকে। তার বিরুদ্ধে চাকরির দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা করার অভিযোগ উঠেছিল। সূত্রের খবর, সেই সময়ই তার বাবা-মা জানতে পারেন ছেলে আদপে কোনও আইএএস অফিসার নয়। দেবাঞ্জন কাণ্ডের তদন্তে নেমে একের পর এক চাঞ্চল্যকর তথ্য হাতে আসছে তদন্তকারীদের। রবিবার তার বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। আপাতত বাড়িতেই কোয়ারেন্টাইনে রয়েছেন তার বাবা। এদিন দেবাঞ্জনের বাড়ি থেকে বেশকিছু নথি, ডেবিড কার্ড, পাসবুক বাজেয়াপ্ত করে পুলিশ। প্রতারণা চক্র চালানোর জন্য 'স্পেশাল ২৬'এর কায়দায় লোক নিযুক্ত করেছিল দেবাঞ্জন। জেরার মুখে সে জানান, গত বছর সেপ্টেম্বর বা অক্টোবর মাসে লোক নিয়োগ করা শুরু করেছিল সে। আর এই কাজের জন্য অশোক রায়কে প্রতি মাসে ৬৫ হাজার টাকা করে দিত। পুলিশ সূত্রে খবর, দেবাঞ্জনের বিরুদ্ধে কোনও প্রমাণ না থাকায় গতবারে তার বিরুদ্ধে ওঠা প্রতারণা মামলায় ছাড় পেয়ে গিয়েছিল সে। এদিকে নিজের পরিবারকেও রেয়াত করেনি ! ঠকিয়েছিল নিজের মামাকেও। এমনটাই অভিযোগ করেছেন তার মামা সন্দীপ মান্না। পেশায় আঁকার শিক্ষক তিনি। নিজেও আঁকেন। থাকেন ডায়মন্ডহারবারের গোপাল দাস পাড়ায়। ভাগ্নে IAS অফিসার। আর সেই কারণেই নিজের আঁকার প্রদর্শনীর জন্য যোগাযোগ করেছিলেন দেবাঞ্জনের সঙ্গে। মামাকে ফেরায়নি সে। ২০১৯ সালের জুন সালে এক প্রদর্শনীর আয়োজন করে দেয়। তবে এর জন্য বেশ কিছু টাকাও দাবি করে বলে অভিযোগ করেছেন সন্দীপ। কত টাকা চাওয়া হয়? তাঁর উত্তর, 'কখনও ৩৫ হাজার, কখনও ৫৫ হাজার টাকার কথা বলেছিল। নির্দিষ্ট করে কিছু বলেনি। গগনেন্দ্র প্রদর্শনশালায় বিশাল টাকার ব্যাপার ছিল। আমি জানতাম না। আচমকা কলকাতা গিয়ে টাকার কথা শুনি। তখন বাধ্য হয়ে পরিবার পরিজন এবং স্ত্রীর কাছে সাহায্য চাইতে হয়'।


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3dmVHLF
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads