Bangla News: বেঙ্গলি খবর
Breaking News In Bengali
Latest News in Bengali
সর্বশেষ সংবাদ | Eisamay
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3xYCmIu
আশার আলো, দেশে সুস্থতার হার ৯৬.৭৫ শতাংশ https://ift.tt/2U8kegB
এই সময় ডিজিটাল ডেস্ক: ক্রমশই সুস্থতার পথে হাঁটছে দেশ ()। এই মুহূর্তে ভারতে সুস্থতার হার ৯৬.৭৫ শতাংশ। শনিবারের তুলনায় রবিবার সংক্রমণের হার সামান্য বাড়লেও কোভিড জয়ীরা আশার আলো জাগাচ্ছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুেটিন জানান দিচ্ছে, রবিবার ৩ শতাংশ দৈনিক সংক্রমণ বৃদ্ধি পেয়েছে দেশে। নতুন করে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫০ হাজার ৪০ জন। তবে সুস্থতার হার বাড়ায় উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছে অ্যাক্টিভ রোগীর সংখ্যা। এই মুহূর্তে দেশে চিকিৎসাধীন রয়েছেন ৫ লাখ ৮৬ হাজার ৪০৩ জন। পাশাপাশি, স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৫৭ হাজার ৯৪৪ জন। একদিনে মৃত্যু হয়েছে ১২৫৮ জনের। অন্যদিকে, করোনার দ্বিতীয় ঢেউ ( Second Wave) সামাল দিয়ে খানিকটা ছন্দে ফিরতে শুরু করেছে দেশ। এর মধ্যেই চোখ রাঙাতে শুরু করেছে করোনাভাইরাসের () ডেল্টা প্লাস ভ্যারিয়্যান্ট (Delta Plus variant )। করোনার এই প্রজাতিকে নিয়ে রাতের ঘুম উড়েছে স্বাস্থ্য মহলের। প্রশ্ন উঠছে, তাহলে কি ডেল্টা প্লাসের হাত ধরেই দেশে আছড়ে পড়তে চলেছে? এদিকে, করোনার দ্বিতীয় ঢেউয়ের যে ভয়াবহতা দেখেছেন দেশবাসী, তাতে তৃতীয় ঢেউয়ের প্রভাব কতটা মারাত্মক হবে, সে নিয়ে উদ্বেগে রয়েছেন সকলেই। এই আবহে অনেকটাই স্বস্তির বার্তা শোনালেন এমসের ডিরেক্টর ডা. রণদীপ গুলেরিয়া ( Director Dr )। এদিকে, AIIMS-এর ডিরেক্টর বলেন, 'ডেল্টা ও ভ্যারিয়েন্টের মোকাবিলায় দু'টি ভ্যাকসিন মিশিয়ে গ্রহণ করলে তা বেশি কার্যকরী হবে। যদিও এই বিষয়ে আরও গবেষনা প্রয়োজন।' তাঁর আরও সংযোজন, 'গবেষনা করে দেখতে হবে কোন দু'টি কোভিড টিকা মিশিয়ে গ্রহণ করলে তা এই নয়া প্রজাতির মোকাবিলায় বেশি কাজ করবে।' পাশপাশি, সরকারের তরফেও সম্প্রতি জানানো হয়েছে, নতুন ভ্যাকসিন পলিসিতে নানারকমের কোভিড টিকার কম্বিনেশনের উপর পরীক্ষা চালানো হবে। রিফ্রেশ করতে থাকুন...
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3xYCmIu
Previous article
Next article
Leave Comments
Post a Comment