Bangla News: বেঙ্গলি খবর
Breaking News In Bengali
Latest News in Bengali
সর্বশেষ সংবাদ | Eisamay
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3g7GyhY
দশ দিনের মধ্যেই রাজ্যে আসছে বর্ষা https://ift.tt/2Rk6izc
এই সময় ডিজিটাল ডেস্ক: আবারও বাড়তে শুরু করেছে ভ্যাপসা গরম। তাপমাত্রার পারদ প্রায় চল্লিশ ছুঁই ছুঁই। এদিকে মাঝেমধ্যে কয়েক পশলা বৃষ্টি ক্ষণিকের স্বস্তি দিচ্ছে শহর তথা রাজ্যকে। তবে দীর্ঘস্থায়ী হচ্ছে না সেই স্বস্তি। এমন অবস্থায় খুশির খবর শোনাল আলিপুর। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী দশ দিনের মধ্যেই প্রবেশ করতে চলেছে বঙ্গে। ভারী রয়েছে কলকাতাতেও। উল্লেখ্য, গতকালই কেরালায় বর্ষার আগমন হয়েছে। যদিও দু'দিন দেরী করেই বর্ষা এসেছে ওই রাজ্যে। দেশে প্রথম ওই রাজ্যেই বর্ষা আসে। আর তার উপর নির্ভর করে রাজ্যে বর্ষা আসার তারিখ। এদিনও মিলবে স্বস্তি। আজও শহরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যে কোনও মুহূর্তে আকাশের মুখ ভার হতে পারে। ঝমঝমিয়ে নামতে পারে বৃষ্টি। এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, শুক্রবার শহরের আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকার কথা। এরই সঙ্গে এক-দু' পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায়। পাশপাশি বজ্রপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। তবে প্রাক বর্ষাকালীন ওই বৃষ্টির জেরে খুব বেশি পরিবর্তন হয়নি তাপমাত্রার। জানা গিয়েছে, এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৬ ডিগ্রির কাছাকাছি। সর্বনিম্ন তাপমাত্রা থাকার কথা ২৮ ডিগ্রির কাছাকাছি। প্রসঙ্গত, গতকাল শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি বেশি। এই সপ্তাহে মরশুম কেমন থাকবে? IMD কলকাতার পূর্বাভাস অনুযায়ী, আগামী দুদিনও আংশিক মেঘলা থাকবে আকাশ। আগামী ৭ জুন বজ্রপাতের পূর্বাভাস মিলেছে। জানা গিয়েছে, আগামী ৮-৯ জুন ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3g7GyhY
Previous article
Next article

Leave Comments
Post a Comment