Bangla News: বেঙ্গলি খবর
Breaking News In Bengali
Latest News in Bengali
সর্বশেষ সংবাদ | Eisamay
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3djrf5h
Delta plus-এর চোখ রাঙানির মধ্যে টিকাকরণে জোর, জানুন বাংলায় Vaccine পেয়েছেন কতজন https://ift.tt/2TbV7JU
এই সময় ডিজিটাল ডেস্ক: করোনা সংক্রমণ ঠেকাতে টিকাকরণে জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। আর সেই মোতাবেক এই রাজ্যেও টিকাকরণে গতি আনতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে। ডেল্টা প্লাস রুখতে পারে , মত গবেষকদের একাংশের। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে এই রাজ্যে করোনা টিকা পেয়েছেন কতজন? রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে খবর, ২৭ জুন পর্যন্ত এই রাজ্যে টিকা পেয়েছেন ২ কোটি ১১ লাখ ২৭ হাজার ২০৪ জন। শুধুমাত্র ২৭ জুন রবিবারই রাজ্যে টিকা পেয়েছেন ৭৮ হাজার ৩৭২ জন। শনিবার রাজ্যে টিকা পেয়েছিলেন ২ লাখ ৯৫ হাজার ৮০১ জন। ১৮ ঊর্ধ্বদের টিকাকরণ শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত ১৮ থেকে ৪৪ বছরের মধ্যে টিকা পেয়েছেন ২৮ লাখ ৫৬ হাজার ৯৮৬ জন। এদিকে স্বস্তির খবর, রাজ্যে নতুন করে কালো ছত্রাক বা ব্ল্যাক ফাঙাসে নতুন করে কেউ আক্রান্ত হননি। ২৭ জুনের রিপোর্ট অনুযায়ী,এখনও পর্যন্ত রাজ্যে মিউকরমাইকোসিসে আক্রান্ত হয়েছেন ৬৬ জন। রবিবার রাজ্যের ২ জন এই রোগ থেকে মুক্ত হয়েছেন। প্রসঙ্গত, রাজ্যে কমছে করোনা সংক্রমণ। রবিবার রাজ্য স্বাস্থ্য দফতরের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, এদিন রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৩৬ জন এবং মৃত্যু হয়েছে ২১৫ জনের। এই সময়ে কোভিডমুক্ত হয়েছেন ২ হাজার ২২ জন। বর্তমানে রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ২১ হাজার ৮৮৪ জন। রাজ্যে সুস্থতার হার ৯৭.৩৬ শতাংশ। এদিকে সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা জেলা। এই জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন ২০৬ জন এবং মৃত্যু হয়েছে ৬ জনের। এছাড়াও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, জলপাইগুড়ি, দার্জিলিংয়ে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ১০০ জনের বেশি।প্রসঙ্গত, ক্রমশই সুস্থতার পথে হাঁটছে দেশ (Covid19 India)। এই মুহূর্তে ভারতে সুস্থতার হার ৯৬.৭৫ শতাংশ। শনিবারের তুলনায় রবিবার সংক্রমণের হার সামান্য বাড়লেও কোভিড জয়ীরা আশার আলো জাগাচ্ছে।
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3djrf5h
Previous article
Next article
Leave Comments
Post a Comment