Bangla News: বেঙ্গলি খবর
Breaking News In Bengali
Latest News in Bengali
সর্বশেষ সংবাদ | Eisamay
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/2RjatLO
করোনা আক্রান্ত BJP কর্মীর বাড়িতে TMC নেতা, হাতে বাজারের ব্যাগ https://ift.tt/3vL5Toi

এই সময় ডিজিটাল ডেস্ক: মেটালো রাজনৈতিক দূরত্ব৷ BJP-র পাশে দাড়াল কংগ্রেস। এত অশান্তির আবহে কোচবিহারে অন্তত ছবিটা এমনই। এবারে করোনা আক্রান্ত BJP কর্মীর বাড়িতে বাজার পৌঁছে দিলেন তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি পার্থপ্রতীম রায়। কোচবিহার শহরের ৯ নম্বর ওয়ার্ডে BJP কর্মী গৌরাঙ্গ দাস করোনা আক্রান্ত হয়ে বাড়িতেই বন্দি।তাঁর পরিবারের সকলেই অসুস্থ৷ এই খবর জানতে পেরে বিরোধী দল বলে কুন্ঠাবোধ করেননি পার্থপ্রতীম৷ উলটে তাঁর বাড়িতে বাজার করে ব্যাগ হাতে পৌঁছে যান তিনি। বাড়ির উঠোনে দাঁড়িয়ে BJP কর্মীর শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন। BJP কর্মীর বাড়িতে তৃণমূল জেলা সভাপতির উপস্থিতি তা রিতিমত চমকে দিয়েছে রাজনৈতিক মহলকে৷ পার্থবাবুর দুই হাতে ছিল বাজারের ব্যাগ। সারামাসের শুকনো খাবার সামগ্রী পৌঁছে দিলেন কর্মীর বাড়িতে। জানা গিয়েছে, করোনা আক্রান্ত হয়ে BJP কর্মী ও তাঁর পরিবার সাতদিন থেকে ঘরবন্দি হয়ে পরেছেন। বাড়িতেই সেফ হোমে চিকিৎসাধীন তিনি। এই অবস্থায় বাজারে যেতে পারছিলেন না। তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি পাশে দাঁড়ানোয় খুশি BJP কর্মী। তিনি জানান, BJP নেতা-কর্মীরাও ছুটে এসেছিলেন তাঁর বাড়িতে। তবে বিরোধী দলের জেলা সভাপতি হয়েও পার্থবাবু বাজারের ব্যাগ হাতে যেভাবে বাড়িতে হাজির হয়েছেন এতেই খুশি তিনি। তিনি বলেন এখানে রাজনীতির ব্যাপার নেই। বিপদের মধ্যে মানুষ হয়ে মানুষের পাশে এভাবেই দাঁড়াতে হয়। অন্যদিকে, তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি পার্থপ্রতিম রায় জানান, কে কোন রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী তা বড় কথা নয়। করোনা আক্রান্ত পরিবারের পাশে থাকাই তাঁদের উদ্দেশ্য। তিনি কোচবিহার শহরের ঘুরে ঘুরে প্রতিদিন করোনা আক্রান্তদের বাড়িতে বাজার করে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন। তাই তিনি কোন দলের কর্মী তা নিয়ে তিনি ভাবেননি। উল্লেখ্য, তৃণমূল কংগ্রেস ও BJP-র মধ্যে সংঘর্ষে সবচেয়ে বেশি উত্তপ্ত হয়েছে কোচবিহার। নির্বাচনের আগে ও পরে রক্ত ঝরেছে। দলের কর্মীকে খুনের অভিযোগে সোচ্চার হয়েছে দু'দলই। এই আবহে করোনা আক্রান্ত BJP কর্মীর পাশে যেভাবে দাঁড়লেন তৃণমূল নেতা, তা একেবারে অন্য ছবি দেখল বঙ্গ রাজনীতি।
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/2RjatLO
Previous article
Next article
Leave Comments
Post a Comment