Bangla News: বেঙ্গলি খবর
Breaking News In Bengali
Latest News in Bengali
সর্বশেষ সংবাদ | Eisamay
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3d56IBF
ভোটের ফল বেরনোর আগেই করোনায় মৃত্যু প্রার্থীর https://ift.tt/3t8RPUD
এই সময় ডিজিটাল ডেস্ক: ভোটপর্ব মিটতেই করোনার বলি হলেন প্রার্থী ( Of )। ফলে বিধানসভা নির্বাচনের ফলাফল আর জানা হল না তামিলনাড়ুর কংগ্রেস প্রার্থী পিএসডাবলু মাধব রাওয়ের। গত মাসেই করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি। রবিবার সকালে করোনা প্রাণ কেড়ে নিল এই প্রার্থীর। গত ৬ এপ্রিল তামিলনাড়ুতে ২৩৪টি আসনে বিধানসভা নির্বাচন হয়। বিরুধুনগর জেলার শ্রীভিলিপুথুর আসন থেকে কংগ্রেসের হয়ে লড়ছিলেন মাধব রাও। একাধিক নির্বাচনী প্রচারে তাঁকে দেখা গিয়েছে। এরপরই ভোটের আগে তিনি করোনা আক্রান্ত হন। সম্প্রতি বেশ কিছু সারীরিক জটিলতা দেখা দিতেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই রবিবার সকালে মৃত্যু হয় তাঁর। তবে ভোটের ফলাফল প্রকাশ না হওয়ায় পুনর্নির্বাচন হবে না বলেই জানিয়েছে কমিশন। তবে ভোটে যদি তিনিই জয়ী হন, সে ক্ষেত্রে উপনির্বাচন হবে ওই কেন্দ্রে। এদিকে প্রার্থীর মৃত্যুর খবর পাওয়ার পর তামিলনাড়ু ও পুদুচেরির কংগ্রেস সচিব সঞ্চয় দত্ত টুইটবার্তায় লেখেন, 'কংগ্রেস নেতা তথা শ্রাধিলিপুথুর বিধানসভা আসনের কংগ্রেস প্রার্থী শ্রী মাধব রাওয়ের মৃত্যুর সংবাদে অত্যন্ত ব্যথিত। তাঁর পরিবারের প্রতি সমবেদনা রইল। এই কঠিন সময়ে আমরা তাঁদের পাশে রয়েছি।' নির্বাচনী প্রচারে শারীরিক দূরত্বের পাঠ এখন কার্যত প্রহসনে পরিণত হয়েছে। আর এর জেরেই সংক্রমণ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে বলেই ধারণা কমিশনের। তামিলনাড়ুও তার ব্যতিক্রম নয়। প্রসঙ্গত, শনিবারই কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী সংক্রমণের এই বিষয়টি উল্লেখ করেন। প্রচারের জন্য আয়োজিত জনসভা, পথসভায় প্রচুর জনসমাগম হয়। সেখান থেকেই মূলত করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ছে বলে নেত্রী মনে করছেন। আর এই সংক্রমণের নয়া ঢেউয়ের জন্য রাজনৈতিক নেতারাই দায়ী বলে মনে করেন তিনি। সকলকে আরও সচেতন হওয়ার কথাও উল্লেখ করেন সোনিয়া গান্ধী। টাটকা ভিডিয়ো খবর পেতে সাবস্ক্রাইব করুন এই সময় ডিজিটালের পেজে। সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন।
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3d56IBF
Previous article
Next article

Leave Comments
Post a Comment