Bangla News: বেঙ্গলি খবর
Breaking News In Bengali
Latest News in Bengali
সর্বশেষ সংবাদ | Eisamay
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3ciFXcG
Vivo V20 এখন খুব সস্তা! https://ift.tt/319Ry7m

এই সময় ডিজিটাল ডেস্ক: নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন? তাহলে আপনার জন্য একটি সুখবর রয়েছে। খুব সম্প্রতি লঞ্চ হওয়া জনপ্রিয় এক স্মার্টফোনের দাম কমাল Vivo। আর সেই ফোনটির নাম Vivo V20। গত বছর অক্টোবরে এই ফোনটি লঞ্চ করা হয়েছিল। এবার সেই Vivo V20 স্মার্টফোনের দাম 2000 টাকা কমাল কোম্পানি। নতুন দামে Vivo V20 ফোনটি অফলাইন এবং অনলাইনে বিভিন্ন জায়গায় কিনতে পারবেন আগ্রহীরা। Vivo V20-র নতুন দাম - Vivo-র এই ফোনটি একাধিক ভ্যারিয়্যান্টের সঙ্গে লঞ্চ করা হয়েছিল। ফোনটির 8GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়্যান্টের দাম 24,990 টাকা। এছাড়াও রয়েছে ফোনের একটি 8GB RAM ও 256GB স্টোরেজ ভ্যারিয়্যান্ট, লঞ্চ করার সময়ে যার দাম ছিল 27,990 টাকা। প্রাইস কাটের পর Vivo V20-র 128GB ভ্যারিয়্যান্টের দাম 22,990 টাকা এবং 256GB স্টোরেজ স্পেসের Vivo V20-র নতুন দাম 25,990 টাকা। Vivo V20 স্পেসিফিকেশনস - ভিভোর এই মডেলে 6.44 ইঞ্চির একটি HD+ AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে, যার রেজোলিউশন 1080x2400 পিক্সেলস, রিফ্রেশ রেট 60Hz। অপারেটিং সিস্টেমর হিসেবে এই ফোনে একটি Android 11 বেসড Funtouch OS 11 রয়েছে। পারফরম্যান্সের জন্য Vivo V20 স্মার্টফোনে রয়েছে Qualcomm Snapdragon 720G 2.2GHz প্রসেসর। স্টোরেজের দিক থেকে ফোনটির 8GB পর্যন্ত RAM এবং 256GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজের অপশন উপলব্ধ। এছাড়াও ফোনে রয়েছে একটি মাইক্রোএস়ডি কার্ড স্লট, যার সাহায্যে Vivo V20-র স্টোরেজ 1TB পর্যন্ত বাড়িয়ে নিতে পারবেন ইউজারেরা। অত্যন্ত শক্তিশালী 4000mAh ব্যাটারি এই ফোনের দীর্ঘস্থায়ী পাওয়ারের দিকটি নিশ্চিত করছে। পাশাপাশিই এই ব্যাটারি আবার 33W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের এই ফোনে 64MP প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে। এছাড়াও সেকেন্ডারি ক্যামেরার মধ্যে রয়েছে একটি 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং আর একটি 2MP মনোক্রোম সেন্সর দেওয়া হয়েছে। এই ফোনে সেলফির জন্য একটি 44MP ফ্রন্ট ফেসিং ক্যামেরা দেওয়া হয়েছে। Vivo V20 5G মডেলের তিনটি কালার ভ্যারিয়্যান্ট রয়েছে - Sunset Melody, Midnight Jazz এবং Moonlight Sonata। সেফটির জন্য Vivo V20 স্মার্টফোনে থাকছে একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ফেস আনলক ফিচার। কানেক্টিভিটির জন্য এই ফোনে প্রায় সব ফিচার্সই রয়েছে। যেমন ডুয়াল সিম, Wi-Fi 802.11ac, Bluetooth V5.1, GPS, NFC, 3.5mm হেডফোন জ্যাক - ইত্যাদির সবই রয়েছে।
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3ciFXcG
Previous article
Next article
Leave Comments
Post a Comment