Bangla News: বেঙ্গলি খবর
Breaking News In Bengali
Latest News in Bengali
সর্বশেষ সংবাদ | Eisamay
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3cghSD5
'শিশুরাও দিদির খেলা বুঝে গিয়েছে', মমতাকে নিশানা মোদীর https://ift.tt/3tJCCsI

এই সময় ডিজিটাল ডেস্ক: শুভেন্দু অধিকারীর গড়ে ভোটপ্রচারে এসে ফের মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) নিশানা করলেন প্রধানমন্ত্রী ()। কাঁথির সভায় মোদী বলেন 'পশ্চিমবঙ্গে আসল পরিবর্তন দরকার। বাংলার কোণায় কোণায় একই আওয়াজ শোনা যাচ্ছে। ২ মে দিদি যাচ্ছে, আর আসল পরিবর্তন আসছে।' তৃণমূল সুপ্রিমোকে টার্গেট করে মোদী বলেন, 'পশ্চিমবঙ্গের মানুষ জানতে চাইছেন, আমফানের টাকা কারা লুঠ করল? কারা চাল চুরি করল? যখন প্রয়োজন হয়, তখন দিদিকে দেখা যায় না। যখন ভোট আসে তখন তিনি বলেন সরকার দুয়ারে দুয়ারে। এটাই ওঁর খেলা। শিশুরাও আপনার খেলা বুঝে গিয়েছেন।' এদিনের সভার শুরু থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করেন মোদী। প্রধানমন্ত্রী বলেন, 'বাংলায় দরকার BJP সরকার। তৃণমূলের খেলা শেষ হবে। বিকাশ শুরু হবে। দিদির খেলা ধরা পড়ে গিয়েছে। বাংলার মানুষ আপনাকে দরজা দেখাবে। বাংলার মানুষ কুশাসনের জবাব দিতে তৈরি। মা-বোনেরা তৃণমূলকে সাজা দিতে তৈরি।' বক্তৃতার মাঝে প্রায়ই 'দিদি, ও দিদি' বলে মন্তব্য করেন মোদী। নন্দীগ্রাম প্রসঙ্গে মমতাকে বিঁধে মোদী বলেন, 'নন্দীগ্রামের বদনাম করছেন আপনি। নন্দীগ্রামের মানুষকে অপমান করেছেন। নন্দীগ্রামের মানুষ আপনাকে এই নির্বাচনে সাজা দেব।' বহিরাগত ইস্যুতে মমতাকে আক্রমণ করে মোদী বলেছেন, 'এই মাটি বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, মাতঙ্গিনি হাজরার। এই মাটিতে কোনও ভারতবাসী বহিরাগত নন। সবাই ভারতমাতার সন্তান। যে বাংলায় গুরুদেব সব ভারতবাসীকে এক সূত্রে বেঁধেছেন, সেই বাংলায়, গুরুদেবের মাটিতে দিদি বহিরাগত বলছেন! আপনি অপমান করছেন সবাইকে।' বহিরাগত ইস্যুতে মমতাকে আক্রমণ করে মোদী বলেছেন, 'এই মাটি বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, মাতঙ্গিনি হাজরার। এই মাটিতে কোনও ভারতবাসী বহিরাগত নন। বঙ্গভূমি ও ভারতভূমি একই। সবাই ভারতমাতার সন্তান। যে বাংলায় গুরুদেব সব ভারতবাসীকে এক সূত্রে বেঁধেছেন, সেই বাংলায়, গুরুদেবের মাটিতে দিদি বহিরাগত বলছেন! আপনি অপমান করছেন সবাইকে।' উল্লেখ্য, বাংলায় BJP কেন্দ্রীয় নেতাদের বহিরাগত বলে বারংবার সরব হয়েছেন তৃণমূল নেতারা। মমতা বন্দ্যোপাধ্যায়ও বলেছেন, বহিরাগতদের বাংলা দখল করতে দেব না।' এই প্রেক্ষিতে যেভাবে মোদী সুর চড়ালেন তা নয়া মাত্রা যোগ করল বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। সবিস্তারে আসছে...
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3cghSD5
Previous article
Next article
Leave Comments
Post a Comment