টিকা নিলেন প্রধানমন্ত্রী, ডাক দিলেন করোনা মুক্ত ভারত গড়ার https://ift.tt/3dYKfqG - MAS News bengali

টিকা নিলেন প্রধানমন্ত্রী, ডাক দিলেন করোনা মুক্ত ভারত গড়ার https://ift.tt/3dYKfqG

এই সময় ডিজিটাল ডেস্ক: করোনা টিকা নিলেন দেশের নরেন্দ্র মোদী। সোমবার একটি টুইট করে একথা নিজেই জানান তিনি। একই সঙ্গে টিকা নেওয়ার ছবি পোস্ট করেছেন তিনি। এদিন অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে গিয়ে টিকা নেন মোদী। টিকা নেওয়ার পর একটি টুইট করেছেন তিনি। ভারতকে করোনা মুক্ত করতে দেশবাসীকে একজোট হওয়ার ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি জানান, ' কোভিড-১৯ -এর সঙ্গে বিশ্ববাসীর লড়াইয়ে ভারতের বিজ্ঞানী এবং চিকিৎসকদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।' পাশাপাশি সকলকে টিকা নেওয়ার জন্য আবেদন জানান তিনি। এদিন সকালে AIIMS-এ যান প্রধানমন্ত্রী। অসমে তৈরি একটি বিশেষ ধরনের গামছা ছিল তাঁর গলায়, যা সংশ্লিষ্ট রাজ্যে আশীর্বাদের প্রতীক। ভারতীয় সংস্থা ভারত বায়োটেকের তৈরি করোনা টিকা 'কোভ্যাকসিন' নেন প্রধানমন্ত্রী। এদিন তাঁকে টিকা দিয়েছেন দু'জন সেবিকা। এরমধ্যে একজন ছিলেন পুদুচেরির বাসিন্দা সিস্টার পি নিভিদা এবং অপরজন কেরলের বাসিন্দা। উল্লেখ্যে, কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভরেকর জানিয়েছিলেন, ১ মার্চ থেকে দ্বিতীয় দফার টিকাকরণ শুরু হবে। ১০ হাজার সরকারি এবং ২০ হাজার বেসরকারি হাসপাতালের মাধ্যমে দেওয়া হবে করোনার টিকা। সরকারি ক্ষেত্রে টিকা বিনামূল্যে প্রদান করা হলেও বেসরকারি ক্ষেত্র থেকে টিকা নিতে গেলে সংশ্লিষ্ট ব্যক্তিকে টাকা খরচ করতে হবে। শনিবার কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়, অনুমোদনপ্রাপ্ত বেসরকারি হাসপাতালগুলিতে টিকার একটি ডোজের জন্য খরচ করতে হবে ২৫০ টাকা। তবে সরকারি হাসপাতালগুলিতে বিনামূল্যেই পাওয়া যাবে করোনার টিকা।প্রসঙ্গত,টিকাকরণের প্রথম ধাপে টিকা পেয়েছিলেন প্রথম সারির করোনা যোদ্ধারা। এখনও পর্যন্ত টিকা দেওয়া হয়েছে ১.৪৩ কোটি দেশবাসীকে। এদিকে বর্তমানে দেশের আটটি রাজ্যে বাড়ছে করোনাভাইরাসের প্রকোপ। পশ্চিমবঙ্গ, কেরল, মহারাষ্ট্র, পঞ্জাব, গুজরাট, ছত্রিশগড়, জম্মু-কাশ্মীর এবং মধ্যপ্রদেশে বাড়তে থাকা দৈনিক সংক্রমণ চিন্তায় ফেলছে প্রশাসনকে। ফলে দ্রুত দেশজুড়ে করোনার টিকাকরণ হোক চাইছে প্রশাসন। এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট।


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3b1tY2d
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads