Coalscam ED Raid: কয়লা পাচারকাণ্ডে ইডি-র নজরে আরও ১২ ব্যবসায়ী https://ift.tt/eA8V8J - MAS News bengali

Coalscam ED Raid: কয়লা পাচারকাণ্ডে ইডি-র নজরে আরও ১২ ব্যবসায়ী https://ift.tt/eA8V8J

<p style="text-align: justify;"><strong>প্রকাশ সিন্হা, কলকাতা:</strong> কয়লা পাচারকাণ্ডে কলকাতার আরও ১২ জন ব্যবসায়ীকে চিহ্নিত করেছে ইডি।&nbsp;</p> <p style="text-align: justify;">সূত্রের খবর, এদের মাধ্যমে কয়লা পাচারের টাকা পৌঁছত যুব তৃণমূল নেতা বিনয় মিশ্রর অ্যাকাউন্টে। এরপর সেই টাকা প্রভাবশালীদের কাছে পৌঁছত বলে ইডি-র দাবি।&nbsp;</p> <p style="text-align: justify;">কয়লা পাচার তদন্তে ইতিমধ্যেই কলকাতার ৮ জন ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। শুক্রবার থেকে পরপর তিনদিন ওই ব্যবসায়ীদের বাড়ি ও অফিসে তল্লাশি চালিয়ে মিলেছে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য, ইডি সূত্রে দাবি।</p> <p style="text-align: justify;">কয়লা কাণ্ডের তদন্তে শুক্রবার ১৪টি জায়গায় অভিযান চালিয়েছিল ইডি ও সিবিআই। শনিবারও ইডির গোয়েন্দারা ১০টি জায়গায় হানা দেন।&nbsp;</p> <p style="text-align: justify;">ক্যামাক স্ট্রিটের &lsquo;শান্তিনিকেতন&rsquo; বিল্ডিংয়ে এক চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের অফিসে তল্লাশি চালায় ইডি। &lsquo;শান্তিনিকেতন&rsquo; নামের ওই বহুতলেই রাজ্যের একাধিক প্রভাবশালীর অফিস রয়েছে।&nbsp;</p> <p style="text-align: justify;">এর পাশাপাশি একবালপুরে ডায়মন্ডহারবার রোডেও এক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালায় ইডি। কয়লাকাণ্ডে মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালা এবং আরেক অভিযুক্ত যুব তৃণমূল নেতা বিনয় মিশ্র এখনও ফেরার।&nbsp;</p> <p style="text-align: justify;"><strong>আরও পড়ুন:</strong></p> <p style="text-align: justify;"><strong><a href="https://ift.tt/3q7dRVc CBI-ED Raid: কয়লাকাণ্ডে কলকাতা-সহ ১৪ জায়গায় একযোগে হানা সিবিআই-ইডির </a></strong></p> <p style="text-align: justify;">এদিকে, কয়লাকাণ্ডে আজ সুপ্রিম কোর্টে লালা-মামলার শুনানি। কয়লাকাণ্ডে অনুপ মাঝি ওরফে লালাই মূল ষড়যন্ত্রী বলে সিবিআইয়ের দাবি।&nbsp;</p> <p style="text-align: justify;">তাঁর বিরুদ্ধে সিবিআইয়ের দায়ের করা এফআইআরের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছেন লালা। সেই মামলারই আজ শুনানি হওয়ার কথা রয়েছে।</p> <p style="text-align: justify;">২০২০-র ২৭ নভেম্বর কয়লাকাণ্ডে প্রথম এফআইআর করে সিবিআই। তাতে ইসিএল-এর একাধিক অফিসারের পাশাপাশি নাম ছিল অনুপ মাঝি ওরফে লালার।&nbsp;</p> <p style="text-align: justify;">গত নভেম্বর থেকে এখনও অবধি লালাকে ৩টি নোটিস দিয়েছে সিবিআই। কিন্তু, কোনওবারই সিবিআইয়ের মুখোমুখি হননি লালা। পরবর্তীতে অনুপ মাঝির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। কিন্তু, এখনও অবধি লালার হদিশ পাওয়া যায়নি।</p>

from home https://ift.tt/3uGNXeB
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads