Bangla News: বেঙ্গলি খবর
Breaking News In Bengali
Latest News in Bengali
সর্বশেষ সংবাদ | Eisamay
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3kuvFsh
ব্রাজিলের স্যাটেলাইট, মোদীর ছবি নিয়ে মহাকাশে রওনা ISRO-র রকেটের https://ift.tt/3b0XzsX
এই সময় ডিজিটাল ডেস্ক: নয়া নজির গড়ল ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ISRO। তাদের দৌলতে মহাকাশে পৌঁছে যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর () ছবি। রবিবার সকাল ১০:২৪ মিনিটে শ্রীহরিকোটা ১৯টি স্যাটেলাইট নিয়ে থেকে মহাকাশে পাড়ি দিল PSLV-C51। তাৎপর্যপূর্ণভাবে ১৯টি স্যাটেলাইটের মধ্যে রয়েছে ব্রাজিলের অ্যামাজোনিয়া ১। উল্লেখ্য, এটিই ISRO-র প্রথম বাণিজ্যিক অভিযান। এদিন স্যাটেলাইট লঞ্চের সময় সতীশ ধওয়ান মহাকাশ কেন্দ্রে উপস্থিত ছিল ব্রাজিলের প্রতিনিধি দল। ছিলেন ISRO-র প্রধান কে শিবনও। এদিন বাকি যে ১৮টি স্যাটেলাইট লঞ্চ হয়েছে তার মধ্যে একটিতে সাঁটানো রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি। মোদীর পাশাপাশি ভগবত গীতারও ছবি পাঠানো হয়েছে। এই প্রথম ভারতের মাধ্যমে কোনও ব্রাজিলের স্যাটেলাইট লঞ্চ করা হল। ব্রাজিলিয়ান স্যাটেলাইট অ্যামাজোনিয়া ১-এর ওজন ৬৩৭ কেজি। উৎক্ষেপণের পর ব্রাজিলের টিমকে অভিনন্দন জানান প্রধান। বাকি ১৮টি স্যাটেলাইটের মধ্যে রয়েছে চেন্নাইয়ের স্পেস কিডজ ইন্ডিয়ার (SKI) সতীশ ধওয়ান স্যাট (SD SAT)। ওই স্পেসক্র্যাফ্টের শীর্ষ প্যানেলেই প্রধানমন্ত্রীর ছবি লাগানো রয়েছে। এই প্রসঙ্গে SKI-এর পক্ষ থেকে বলা হয়েছে, 'এটা প্রধানমন্ত্রীর আত্মনির্ভরতার উদ্যোগ ও মহাকাশে বেসরকারিকরণের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন।' স্যাটেলাইটে কেন ভগবত গীতা ও প্রধানমন্ত্রী মোদীর ছবি রাখা হল? এই প্রসঙ্গে ISRO-র মন্তব্য, ‘যেহেতু স্যাটেলাইটটি আত্মনির্ভর ভারত মিশনের অধীনে তৈরি করা হয়েছে, তাই নরেন্দ্র মোদীর ছবি লাগানো হয়েছে। একই কারণে ভগবত গীতার ছবিও রাখা হয়েছে।’ এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3kuvFsh
Previous article
Next article

Leave Comments
Post a Comment