তৃণমূলের নাম হয়ে গিয়েছে, তোড়ো, মারো, কাটো: শিবরাজ সিং চৌহান https://ift.tt/3sD0ei6 - MAS News bengali

তৃণমূলের নাম হয়ে গিয়েছে, তোড়ো, মারো, কাটো: শিবরাজ সিং চৌহান https://ift.tt/3sD0ei6

এই সময় ডিজিটাল ডেস্ক: ভোটমুখী বঙ্গে BJP-নেতা, মন্ত্রীদের আসা থেমে নেই। আর প্রত্যেকদিনই ঝাঁঝ বাড়াচ্ছেন তাঁরা। রবিবার রাজ্যে এসে কালীঘাটে যান মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ()। এক গুচ্ছ কর্মসূচি রয়েছে তাঁর। এদিন পুজো দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এদিন বলেন, ‘তৃণমূলের নাম হয়ে গিয়েছ, তোড়াে, মারো, কাটো। তৃণমূলের অত্যাচার, স্বজনপোষণ, কাটমানি নিয়ে মানুষ বিরক্ত। আমি মমতাকে প্রশ্ন করতে চাই, প্রধানমন্ত্রীর কিষান সম্মাননিধিতে এ রাজ্যের কৃষকরা টাকা পেলে তাঁর কী যায় আসত!' তাঁর অভিযোগ, আয়ুষ্মান ভারতের সুবিধাও মমতা পেতে দেননি। রেশনের টাকা এরা খেয়ে নেয়। বাংলাকে হিংসার দিকে ঠেলে দিয়েছে। ২০১৯ সালের লোকসভা ভোটের আগেও বঙ্গে এসেছিলেন তিনি। তাঁর মন্তব্য, ‘বাংলা জুড়ে পরিবর্তনের ঢেউ চলছে। ২রা মে দিদি যাবে, BJP আসবে।’ পরে এক সভায় তিনি বলেন, ‘পরিবর্তনের যাত্রায় এখানে হামলা হয়। এখানে তোলাবাজি চলে। প্রধানমন্ত্রী যে টাকাই পাঠাক তা তৃণমূলের পেটে চলে যায়। মোদীজির কোনও প্রকল্পের সুবিধা তিনি বাংলার সাধারণ মানুষকে পেতে দেননি। এদের বাংলার মানুষকে নিয়ে কোনও চিন্তা নেই’। ভোট ঘোষণা হওয়ার আগে থেকেই এ বছর বাকযুদ্ধে সামিল BJP-তৃণমূল। ইতিমধ্যেই বঙ্গ ভোটের দিনক্ষণ ঘোষণা হয়েছে।BJP নেতাদের মুখে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি। অন্যদিকে, এদের ‘বহিরাহত’ তকমা দিয়েছে তৃণমূল। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী ভোট ঘোষণার আগেই কয়েক দফায় জনসভা করেছে। আরও কয়েকবার রাজ্যে আসবেন তাঁরা। রাজনাথ সিং, স্মৃতি ইরানি, BJP-র সর্বভারতীয় সভাপতি জে নাড্ডাও কয়েক দফায় এসেছেন। হুগলির সভা থেকে BJP নেতাদের আক্রমণ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নরেন্দ্র মোদীর রেল প্রকল্পের উদ্বোধন নিয়ে মুখ্যমন্ত্রীর কটাক্ষ, ‘এই সব প্রকল্প আমি রেলমন্ত্রী থাকাকালীনই করে দিয়ে গিয়েছি। এখন ফিতে কাটছে। দেশের প্রধানমন্ত্রী হয়ে এত মিথ্যে কথা বলেন! আমি প্রধানমন্ত্রীকে কিছু বলতে চাই না। কারণ আমি চেয়ারটা সম্মান করি। তিনি আজ আছেন, কাল চলে যাবেন।’ কটাক্ষের সুরে তিনি বলেন, ‘এক নেতা হচ্ছে হোঁদল কুতকুত। আরেজন নেতা হচ্ছেন কিম্ভূত কিমাকার।’পরে তিনি বলেছেন, ‘খেলা হবে। এবারও খেলা হবে। আমি থাকব গোলরক্ষক। একটাও গোল করতে পারবেন না।


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3b2YCZo
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads