‘মধ্যমায়’ কাস্তে-হাতুড়ি, ‘গ্ল্যামার বাড়াতে’ ব্রিগেডে শ্রীলেখা https://ift.tt/2PnkuGx - MAS News bengali

‘মধ্যমায়’ কাস্তে-হাতুড়ি, ‘গ্ল্যামার বাড়াতে’ ব্রিগেডে শ্রীলেখা https://ift.tt/2PnkuGx

এই সময় ডিজিটাল ডেস্ক: সকাল সকাল সেজেগুজে ব্রিগেডের জন্য তৈরি অভিনেত্রী শ্রীলেখা মিত্র ৷ মাথায় টুপি, চোখে বড় ফ্রেমের রোদ চশমা৷ সাদা টিশার্ট, নীল জিনস৷ আর মধ্যমায় সাদা নেলপলিশের উপর কাস্তে-হাতু়ড়ি! ফেসবুকে শ্রীলেখার ব্রিগেড সাজ পোস্ট হতেই নেটিজেনদের একাংশে তুমুল শোরগোল৷ বামফ্রন্টের চিহ্ন কেন ‘মিডল ফিঙ্গার-এ! বিতর্কের তাপ বেড়ে যাওয়ার আগেই টুক করে শ্রীলেখাকে ফোন করে ফেলল এই সময় ডিজিটাল৷ অভিনেত্রীকে সোজা প্রশ্ন, মধ্যমায় বামফ্রন্ট কেন? ভনিতা না করে শ্রীলেখারও সাফ উত্তর, ‘ইচ্ছে করেই৷ এবার এর থেকে যে যা খুশি মানে করতে পারেন৷’ মুচকি হেসে বিতর্কের বারুদে দিলেন আরও আগুন ৷ এর আগে এই সময়কে দেওয়া সাক্ষাৎকারে শ্রীলেখা জানিয়েছিলেন, প্রত্যক্ষভাবে কোনও রাজনীতির সঙ্গেই তিনি যুক্ত নন৷ সেভাবে কোনও অনুষ্ঠানেও যান না তিনি৷ তবে হঠাৎ ব্রিগেড কেন? শ্রীলেখা বলেই ফেললেন, ‘সমস্ত গ্ল্যামার ইন্ডাস্ট্রি তো দু’ভাবে বিভাজিত হয়ে গিয়েছে, CPIM-এর তো কোনও গ্র্যামার নেই৷ আমিই একটু গ্ল্যামার বাড়াই৷ তবে আমি তো শুধুই গ্ল্যামার নই, আমার একটু বুদ্ধি-বিবেচনা, নীতি-বোধ, একটা আদর্শ রয়েছে৷ এই আদর্শ নিয়ে এতকাল বেঁচেছি এবং আগামীতেও বাঁচব৷ আমি আমার জীবনটা দিয়ে প্রমাণ করতে চাই যে, সবাই বিক্রি হয় না ৷ কারা মানুষের জন্য কাজ করার জন্য রাজনীতিতে এসেছেন আর কারা নিজেরটা গোছাতে এসেছেন, তা মানুষ তো জানেন৷ ইন্ডাস্ট্রি থেকে আমিই এদের সমর্থক হয়েছি৷ যাঁরা সমর্থন করবে ভেবেছিলাম, তাঁরা শেষমূহূর্তে পাল্টি খেয়েছে৷ আমার মনে প্রাণে লাল দুর্গ, তাই এই সময়ে এদের পাশে থাকা দরকার৷ না হলে মানুষ হতাশ হয়ে পড়ছে৷’ সোশাল নেটওয়ার্কে এর আগেও রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বা পালাবদল, সেলিব্রিটিদের রাজনীতিতে যোগ নিয়ে সোজাসাপটা কথা বলতে দেখা গিয়েছে শ্রীলেখা মিত্রকে৷ সেলিব্রিটিদের ‘সেল’ বলে যেমন কটাক্ষ করেছেন শ্রীলেখা, অন্যদিকে অভিনেত্রী সায়নী ঘোষের তৃণমূল যোগদানকে ‘বিক্রি’ হয়ে যাওয়ার সঙ্গে তুলনা করে তীব্র নিন্দাও করেছেন ৷ এবারও ফেসবুক পোস্টে ‘মধ্যমায় বামফ্রন্ট’ এঁকে সোশাল মিডিয়ায় নতুন বিতর্ক তুললেন টলিউডে ঠোঁটকাটা বলে পরিচিত শ্রীলেখা৷ ২১-এর ব্রিগেড ত্রিফলা ()। নির্বাচনের আগে বাম-কংগ্রেস ও ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের জন্য রবিবাসরীয় ব্রিগেড সমাবেশ অনেকটা লিটমাস টেস্টের মতো। বুদ্ধবার্তা সঙ্গে নিয়েই ময়দানে নামছে বামফ্রন্ট। অন্যদিকে, যৌথ ব্রিগেডে এই প্রথম বক্তব্য রাখবেন প্রদেশ সভাপতি অধীর চৌধুরী। চোখ রয়েছে পীরজাদা আব্বাস সিদ্দিকির দিকেও। একদিকে, টুম্পা, ফ্ল্যাশ মবের মতো অভিনব প্রচার আর অন্যদিকে, শিক্ষা-কর্মসংস্থানের দাবি এদিনের ব্রিগেডকে অন্য মাত্রা দেবে বলেই আশাবাদী নেতৃত্ব।


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3r2EwE4
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads