ট্রাক্টর র‍্যালির শুরুতেই উত্তেজনা, পুলিশের ব্যারিকেড ভাঙচুরের অভিযোগ কৃষকদের https://ift.tt/2MoBF8W - MAS News bengali

ট্রাক্টর র‍্যালির শুরুতেই উত্তেজনা, পুলিশের ব্যারিকেড ভাঙচুরের অভিযোগ কৃষকদের https://ift.tt/2MoBF8W

এই সময় ডিজিটাল ডেস্ক: প্রজাতন্ত্র দিবসের সকালে ঘিরে উত্তেজনা ছড়াল। ওই কর্মসূচির আগে দিল্লির সিংঘু সীমানায় পুলিশের ব্যারিকেড ভাঙার অভিযোগ উঠল বিক্ষোভরত কৃষকদের বিরুদ্ধে। কেন্দ্রের তিন বিতর্কিত কৃষি আইনের প্রতিবাদে মঙ্গলবার দিল্লিতে ট্রাক্টর র‍্যালির ডাক দিয়েছেন দেশের অন্নদাতারা। টালবাহানার পর শেষমেশ কৃষকদের র‍্যালির অনুমতি দিয়েছে দিল্লি পুলিশ। অন্যদিকে, কৃষক আন্দোলনকে ব্যবহার করার জন্য পাকিস্তান উঠে পড়ে লেগেছে বলে আশঙ্কা প্রকাশ করেছে দিল্লি পুলিশ। রবিবার কৃষকদের ট্র্যাক্টর মিছিলে অনুমতি দেওয়া যায় কিনা, তা নিয়ে বৈঠকে বসেছিলেন দিল্লি পুলিশের আধিকারিকরা। রবিবারই কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর আবার আন্দোলন-জটের নেপথ্যে 'অদৃশ্য শক্তির' উল্লেখ করেন। পাশাপাশি কৃষকদের ট্রাক্টর মিছিলকে কেন্দ্র করে বিশৃঙ্খলা ঘটানোর চেষ্টা করা হচ্ছে বলেও জানিয়েছিল অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ দিল্লি পুলিশ। দিল্লি পুলিশ জানিয়েছে, গোয়েন্দা সূত্রে খবর রয়েছে পাকিস্তান থেকে শুধুমাত্র ভারতে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে বিশৃঙ্খলা তৈরির জন্য। জানুয়ারির ১৩ থেকে ১৮ তারিখের মধ্যে ওই অ্যাকাউন্টগুলি খোলা হয়েছে বলে দাবি। পাকিস্তান থেকে যে ষড়যন্ত্র করা হচ্ছে, সে বিষয়ে কৃষকদের ইতিমধ্যেই জানানো হয়েছে। দিল্লি পুলিশের বিশেষ কমিশনার দীপক পাঠক বলেন, 'বিশৃঙ্খলা তৈরির জন্য বহু অ্যাকাউন্ট খোলা হয়েছে। কৃষকরা যেন সতর্ক থাকেন।' দিল্লি পুলিশ ট্রাক্টর মিছিলের অনুমতি দিলও অভিযোগ উঠছে, ঘুরপথে ট্র্যাক্টর মিছিল আটকানোর একটি চেষ্টা শুরু করেছে উত্তরপ্রদেশ সরকার। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, আন্দোলনরত কৃষকদের ডিজেল না দেওয়ার জন্য রাজ্যের সাপ্লাই অফিসারদের উদ্দেশে যোগীর সরকার একটি নির্দেশিকা জারি করেছে। প্রসঙ্গত, তিন কৃষি আইনের প্রতিবাদে দিল্লি সীমানা লাগোয়া এলাকায় আন্দোলনে সামিল হয়েছেন দেশের কৃষকরা। এর আগে, ১০ বার কৃষক নেতাদের সঙ্গে বৈঠকে বসে সরকার পক্ষ। কিন্তু, কোনও রফাসূত্র মেলেনি। কৃষি আইন বাতিলের দাবিতে ভারত বনধ পালন করেন কৃষকরা। সেই সঙ্গে ৩২টি কৃষক ইউনিয়নের প্রধানরা অনশনে বসেন। কৃষকদের আন্দোলনের আবহে বারংবার তাঁদের পাশে থাকার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের অন্নদাতাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেছিলেন, 'কৃষকদের স্বার্থেই সংস্কার করা হচ্ছে। নিজের পণ্য় ভালো দামে ও পরিকাঠামোয় সরাসরি বিক্রি করার স্বাধীনতা কি কৃষকদের দেওয়া উচিত নয়।' এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট ।


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/39fQ1l6
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads