Republic Day Wishes: প্রজাতন্ত্র দিবসের ভার্চুয়াল শুভেচ্ছা, এক ক্লিকে সব তথ্য https://ift.tt/3pjo1lX - MAS News bengali

Republic Day Wishes: প্রজাতন্ত্র দিবসের ভার্চুয়াল শুভেচ্ছা, এক ক্লিকে সব তথ্য https://ift.tt/3pjo1lX

এই সময় ডিজিটাল ডেস্ক: 'ভারতবর্ষ : সূর্যের এক নাম, আমরা রয়েছি সেই সূর্যের দেশে লীলা চঞ্চল সমুদ্রে অবিরাম . গঙ্গা যমুনা ভাগিরথী যেথা মেশে ||' আজ ৭২ তম প্রজাতন্ত্র দিবস পালন করছে দেশ। প্রতি বছরই বেশ আড়ম্বরের সঙ্গে পালন করা হয় প্রজাতন্ত্র দিবস। এবছরও তার ব্যতিক্রম নয়। তবে এবার পরিস্থিতি একটু অন্যরকম। প্রজাতন্ত্র দিবসে রেড রোডে থাকছে না কুচকাওয়াজ। সাংস্কৃতিক অনুষ্ঠানের জাঁকজমকও থাকছে না। কেন ২৬ জানুয়ারিকেই বেছে নেওয়া হয়েছে প্রজাতন্ত্র দিবসের জন্য? আর স্বাধীনতা দিবসের সঙ্গে প্রজাতন্ত্র দিবসের পার্থক্যই বা কী? ছোটবেলায় ইতিহাসে পড়া কিছু তথ্য আরও একবার ঝালিয়ে নেওয়া যাক। ১৯৫০ সালে দেশের সংবিধান তৈরি হওয়ার পর, তা কার্যকর করতে একটি দিনের প্রয়োজন ছিল। আর তখনই ঐতিহাসিক মাহাত্ম্যের বিচারে বেছে নেওয়া হয় ২৬ জানুয়ারিকেই। এই কারণেই ২৬ জানুয়ারি পরিচিত হতে শুরু করল ভারতের প্রজাতন্ত্র দিবস হিসেবে। এবছর আমরা ৭২ তম প্রজাতন্ত্র দিবস পালন করব। জাতীয় ছুটি হিসেবেই ঘোষণা করা হয় এই দিনটিকে। তবে এমন দিনে সোশ্যাল মিডিয়ায় প্রিয়জন, বন্ধুদের শুভেচ্ছা জানাতে ভুলবেন না। করোনার প্রকোপে এখনও ইতি আসেনি। ভ্যাকসিন আসলেও অনেকেই কোনও নিয়ম মানছেন না। মাস্ক, সামাজিক দূরত্বের বালাই নেই। আর তাই বাড়িতে বসেই পরিবারের সঙ্গে এমন দিনের গুরুত্ব ভাগ করে নিন। কেমন শুভেচ্ছা পাঠাতে পারেন বন্ধুদের, রইল তারই কিছু ঝলক। দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আমরা বদ্ধপরিকর। আসুন হাতে হাত রেখে প্রতিজ্ঞা করি, এই দেশকে আরও সুন্দর করে গড়ে তুলব আমরা। Happy . একসঙ্গে মিলে কাজ করার মধ্যে থাকে আত্মতৃপ্তি। এমন একটা বিশেষ দিনে আমরা সকলেই একসঙ্গে পথ চলার প্রতিজ্ঞা করি। প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা। হাজার হাজার মানুষ একদিন নিজেদের জীবনের তোয়াক্কা না করে লড়াইয়ে নেমেছিলেন বলেই কিন্তু আমরা আজ এই দিনটি দেখতে পাচ্ছি। প্রজাতন্ত্র দিবসে (Happy Republic Day) তাঁদের বলিদানের প্রতি রইল সশ্রদ্ধ প্রণাম।ভেদাভেদ ভুলে নতুন ভারত গড়ে তুলব আমরাই। প্রজাতন্ত্র দিবসে এটাই হোক আমাদের অঙ্গীকার। অসাম্যের লড়াই আর নয়। বরং সাম্য আসুক মানুষের মনে। কুর্নিশ আমাদের সহ-যোদ্ধাদের। মানবতাই আমাদের ধর্ম। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, একটাই নাম 'আমার ভারতবর্ষ। তোমাকে প্রণাম'। এই গর্ব যেন অক্ষুন্ন রাখতে পারি, প্রজাতন্ত্র দিবসে এটাই হোক আমাদের শপথ। এই সময় ডিজিটালের লাইফস্টাইল সংক্রান্ত সব আপডেট এখন টেলিগ্রামে।


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/39exx4l
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads