Bangla News: বেঙ্গলি খবর
Breaking News In Bengali
Latest News in Bengali
সর্বশেষ সংবাদ | Eisamay
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/2KmRnQS
ভরা বাজারে মহিলা পুলিশ কনস্টেবলের থাপ্পড়, অপমানে আত্মঘাতী UP-র যুবক https://ift.tt/3kVmmAd

এই সময় ডিজিটাল ডেস্ক: থানায় তুলে এনে বছর পঁচিশের এক যুবককে বেধড়ক ঠেঙিয়েছিল পুলিশ। একদিন থানায় তাঁকে আটকেও রাখা হয়েছিল। অভিযোগ, ওই যুবক বাজারের মধ্যে এক মহিলা কনস্টেবলকে কটূক্তি করেছেন। তার আগে ভরা বাজারেও অভিযুক্তকে কষিয়ে থাপ্পড় মারেন ওই মহিলা কনস্টেবল। ঘটনাস্থলে থাকা ওই মহিলা কনস্টেবলের সঙ্গী পুলিশকর্মীটিও যুবককে ব্যাপক পিটিয়েছেন বলে অভিযোগ। এই ঘটনায় অপমানিত, লাঞ্ছিত ওই যুবক শেষ পর্যন্ত আত্মহত্যার পথ বেছে নেন। চরম পদক্ষেপ করার আগে সুইসাইড নোটে ওই ও তাঁর সঙ্গী পুলিশকর্মীকে দায়ী করে যান যুবক। উত্তরপ্রদেশের সীতাপুরের হরগাঁও থানা এলাকার এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। যুবকের আত্মহত্যায় দুই পুলিশকর্মীর ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। জানা গিয়েছে, আত্মঘাতী ওই যুবকের নাম প্রভাস তিওয়ারি। বুধবার হরগাঁও মার্কেট এলাকার ঘটনাকে কেন্দ্রে করে মহিলা কনস্টেবল প্রভাসের বিরুদ্ধে 'হেনস্থা'র অভিযোগও দায়ের করেছেন। মহিলা পুলিশকর্মীর অভিযোগ, তাঁর উদ্দেশে অশালীন মন্তব্য করেছিলেন ওই যুবক। হরগাঁও থানার পুলিশ স্বীকার করেন প্রভাস তিওয়ারিকে একদিন থানায় আটকে রাখা হয়েছিল। পরদিনই ছেড়ে দেওয়া হয়েছে। সুইসাইড নোটে যুবক লিখে যান, তাঁর বিরুদ্ধে মিথ্যে হেনস্থার অভিযোগ এনেছেন ওই মহিলা কনস্টেবল ও তাঁর সঙ্গী পুলিশকর্মী। মিথ্যে অভিযোগে তাঁকে 'অপদস্থ' করা হয়। যুবকের কথা অনুযায়ী, তিনি বন্ধুর বাইকের পিছনে চেপে যাচ্ছিলেন। মার্কেটের সামনে বন্ধুর এক পরিচিতের সঙ্গে দেখা হলে, তিনি তাঁকে লিফট দেওয়ার কথা বলেন। কিন্তু, ওই মহিলা কনস্টেবল ধরে নেন, তাঁকেই বাইকে লিফট দেওয়ার কথা বলেছেন ওই যুবক। প্রভাস লেখেন, ওই কনস্টেবল বাইক দাঁড় করিয়ে তাঁকে চড়থাপ্পড় মারেন। আর এক পুলিশকর্মীকে ডাকলে, তিনি এসেও মারধর করেন। তাঁর কোনও কথাই শোনা হয়নি। উলটে বন্ধুটিকেও মারধর করা হয়েছে। এর পর থানাতে তুলে এনেও আর একপ্রস্থ মারধর করা হয়েছে। সুইসাইড নোটের এক জায়গায় ওই যুবক লিখেছেন, জীবনে এমন অপদস্থ আগে কখনও হইনি। আরও পড়ুন: এই ঘটনায় বিমর্ষ তিওয়ারি শুক্রবার রাতে বাড়িতে বিষপান করেন। জেলা হাসপাতালে নিয়ে গেলে, তাঁকে লখনউইয়ের কিং জর্জ'স মেডিক্যাল ইউনিভার্সিটি হাসপাতালে রেফার করা হয়। লখনউয়ে নিয়ে যাওয়ার পথেই মারা যান প্রভাস তিওয়ারি। আরও পড়ুন: সীতাপুরের পুলিশ সুপার আরপি সিং জানান, আত্মঘাতী যুবকের দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। দুই পুলিশকর্মীর বিরুদ্ধে আনা অভিযোগ তাঁরা খতিয়ে দেখছেন। এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/2KmRnQS
Previous article
Next article
Leave Comments
Post a Comment