প্রয়োজনে চিনের বিরুদ্ধে এয়ারস্ট্রাইকে তৈরি ভারত, সাফ বক্তব্য IAF প্রধানের https://ift.tt/3nj5Vjz - MAS News bengali

প্রয়োজনে চিনের বিরুদ্ধে এয়ারস্ট্রাইকে তৈরি ভারত, সাফ বক্তব্য IAF প্রধানের https://ift.tt/3nj5Vjz

এই সময় ডিজিটাল ডেস্ক: ভারতের বিমানবাহিনীর এয়ার মার্শাল আরকেএস ভাদাউরিয়া (RKS Bhadauria) সোমবার স্পষ্ট জানিয়ে দিলেন রাফাল যুদ্ধ বিমান আসার পর থেকে ভারতের ক্ষমতা আরও বৃদ্ধি পেয়েছে শত্রুর মোকাবিলা করাতে। প্রয়োজন পড়লে দ্রুত এবং গভীর ক্ষত দিতে পিছ-পা হবে না ভারত। এয়ার মার্শাল বলেন, ‘আগামী পাঁচ বছরে আমরা ৮৩ এলসিএ তেজস মার্ক ১এ আনতে চলেছি। সেই সঙ্গে বরাত দেওয়া হবে এইচটিটি-৪০ ট্রেনার এয়ারক্রাফ্ট এবং লাইট কমব্যাট হেলিকপ্টারের।’ ইন্ডিয়ান এয়ার ফোর্সের প্রধান এও বলেন, ভারত-চিন সীমান্ত স্ট্যান্ডঅফে এয়ারস্ট্রাইক করার প্রয়োজন পড়েনি, তবে এই পরিস্থিতির জন্যেও সম্পূর্ণ তৈরি রয়েছে দেশ। ভারতীয় বায়ু সেনা যে কোনও রকমের যুদ্ধের জন্যে প্রস্তুত। প্রসঙ্গত, সীমান্তে ক্রমে পাকিস্তান এবং চিনের সঙ্গে সংঘাত বাড়ছে ভারতের। এমন পরিস্থিতিতে এয়ার মার্শালের উক্তি যথেষ্ট তাত্‍পর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। মে মাসে লাদাখে চিন কী করতে চেয়েছিল তা ভালোই বুঝতে পেরেছিল ভারত। সেই মতো দ্রুত প্রস্তুতি নিয়েছিল সেনাবাহিনী এবং বায়ুসেনা। সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাত্‍কারে তিনি বলেন, পাকিস্তান এবং চিন হাত মিলিয়ে কাজ করছে। তবে বহু ক্ষেত্রেই পাকিস্তান চিনের উপর নির্ভরশীল। তবে যাই হোক না কেন, ভারতের উপর দখলদারিতে কোনও পরিস্থিতিতেই সফল হবে না চিন। ‘প্রতিটি গুরুত্বপূর্ণ অঞ্চলে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। লাদাখ খুব ছোট একটা জায়গা। আমাদের অবস্থানও সুপরিকল্পিত। দ্বিপাক্ষিক যুদ্ধের জন্যে আমরা সম্পূর্ণভাবে প্রস্তুত। যে কোনও কঠিন পরিস্থিতির মোকাবিলার জন্যে তৈরি রয়েছি।’ উল্লেখ্য, আগামী ৮ অক্টোবর এয়ার ফোর্স ডে-তে প্রদর্শিত হবে নতুন যোগ হওয়া রাফাল যুদ্ধ বিমান। ভারতীয় বায়ুসেনার ক্ষমতা বৃদ্ধির উদ্দেশে গত ১০ সেপ্টেম্বর যুদ্ধ বিমানের তালিকায় যুক্ত হয় পাঁচটি রাফাল বিমান। আরও পড়ুন : অন্যদিকে, ফের নতুন করে বিতর্কে জড়িয়েছে রাফাল চুক্তি। বাদল অধিবেশনে সংসদে পেশ করা রিপোর্টে কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল জানায় যে চুক্তির শর্ত মেনে প্রতিরক্ষা মন্ত্রকের গবেষণা সংস্থা ডিআরডিও-কে প্রযুক্তি দিয়ে সাহায্য করছে না রাফাল নির্মাণকারী ফরাসি সংস্থা ডাস্যু অ্যাভিয়েশন এবং এমবিডিএ। সংসদে পেশ করা রিপোর্টে সিএজি বলেছে, ডাস্যু ও এমবিডিএ প্রাথমিক ভাবে প্রস্তাব দিয়েছিল যে চুক্তির শর্তের ৩০ শতাংশ পূরণ করতে তারা ডিআরডিও-কে উন্নত মানের সামরিক প্রযুক্তি সরবরাহ করবে। ডিআরডিও হালকা ওজনের যুদ্ধবিমানের জন্য কাবেরী নামক ইঞ্জিন তৈরি করতে এই প্রযুক্তিগত সাহায্য চেয়েছিল। সংসদের বাদল অধিবেশনের শেষ দিনে পেশ করা রিপোর্টে সিএজি জানিয়েছে, এখনও পর্যন্ত ডাস্যু এই প্রযুক্তিগত সাহায্য দেয়নি এবং কবে নাগাদ এই সাহায্য পাওয়া যাবে তাও এখনও পর্যন্ত নিশ্চিত করে কিছু বলেনি। এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড।


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/2SsTljp
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads