Bangla News: বেঙ্গলি খবর
Breaking News In Bengali
Latest News in Bengali
সর্বশেষ সংবাদ | Eisamay
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/30EvDp3
কোভিড থেকে জনজাতিদের বাঁচাতে অ্যামাজন অভিযানে সামরিক চিকিত্সকেরা https://ift.tt/3jGgFWU

এই সময় ডিজিটাল ডেস্ক: অভিযোগ উঠেছিল, করোনা সংকটে অ্যামাজনের আদিবাসীদের কথা বিন্দুমাত্র ভাবছে না ব্রাজিল সরকার। গুয়াজারা উপজাতির কয়েক জন মারা যাওয়ার পরেও ব্রাজিল সরকারের তরফে উদাসীনতা দেখানোয়, অ্যামাজনের আদিবাসী মানুষগুলোর মধ্যে পুঞ্জীভূত হচ্ছিল ক্ষোভ। অ্যামাজনের জঙ্গলে ব্রাজিলের একটি সামরিক দল পৌঁছনোর পরেই গুয়াজারাদের সব ক্ষোভ উধাও। গুয়াজারা উপাজাতির নেতারা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন সামরিক ওই দলটিকে। চিকিত্সা সরঞ্জাম, লটবহর নিয়ে সোমবারই অ্যামাজনে রওনা দেয় ব্রাজিলীয় সেনার একটি মেডিক্যাল টিম। তিন সপ্তাহ জঙ্গলে থেকে গুয়াজারাদের স্বাস্থ্য পরীক্ষা করবেন চিকিত্সকেরা। কোভিড টেস্টের জন্য পর্যাপ্ত কিট নিয়ে যাওয়ার পাশপাশি প্রচুর ওষুধপত্র তাঁরা সঙ্গে নিয়ে গিয়েছেন। করোনার র্যাপিড টেস্টের জন্য শুধু চিকিত্সক নন, নার্সদেরও এয়ারলিফট করে সেখানে নিয়ে গিয়েছে ব্রাজিলের সেনাবাহিনী। শুধু করোনা নয়, আদিবাসীদের মধ্যে আর কোনও রোগব্যাধি ধরেছে কি না, সেসব পরীক্ষাও তাঁরা করে আসবেন। এমন স্বাস্থ্য পরিষেবার সুযোগ পেয়ে খুশি গুয়াজারা নেতারা। দেশের মিলিটারির প্রশংসা করেছেন। তবে, সরকারের আদিবাসী স্বাস্থ্য পরিষেবা, SESAI নিয়ে গুয়াজারাদের বিস্তর অভিযোগ। অভিযোগ, করোনার হাত থেকে তাঁদের রক্ষা করার কথা ভাবছে না SESAI। ব্রাজিলের প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, গুয়াজারাদের জন্য ৩৯ টন ওষুধ এর মধ্যেই সেখানে পৌঁছে গিয়েছে। তাদের চিকিত্সকেরা ৩৭ হাজার করোনা টেস্টও করে ফেলেছেন। অ্যামাজনের এই উপজাতিরা থাকেন মারানহো রাজ্যের বিভিন্ন রেইন ফরেস্টে। জঙ্গলে 'গার্ডিয়ানস অফ দ্য ফরেস্ট' নামে তাদের টিমও রয়েছে। চোরা কাঠশিকারিদের হাত থেকে জঙ্গলরক্ষায় গড়ে উঠেছে গুয়াজারাদের এই টিম। করোনা মহামারীতে আদিবাসী স্বাস্থ্য পরিষেবা নিয়ে জাইর বলসোনারো সরকারের গাফিলতির সমালোচনা করে হিউম্যান রাইটস ওয়াচ। আদিবাসী মিশনারি কাউন্সিলও এই উপেক্ষায় ক্ষোভ প্রকাশ করে। SESAI হিসেবে ৮ লক্ষ আদিবাসী রয়েছে অ্যামাজনে। এর মধ্যে ৪৪৭ জন আদিবাসী এ পর্যন্ত প্রাণঘাতী ভাইরাস সংক্রমণে মারা গিয়েছেন। শহর এলাকায় মৃত্যু হয়েছে আরও ৩৮৮ আদিবাসীর। SESAI-র বক্তব্য, যে আদিবাসীরা সংরক্ষণের মধ্যে রয়েছেন, তারা শুধু একমাত্র তাদেরই স্বাস্থ্যে পরিষেবা দেয়। SESAI ডিরেক্টর রবসন স্যান্টোজ জানান, ব্রাজিলের জনজাতিদের মধ্যে করোনায় মৃত্যুহার ১.৫ শতংশ। যা ধারণা করা হয়েছিল, তার তুলনায় অনেক কম। করোনার এই সংকট সময়ে দেশের সামরিক বাহিনী এ ভাবে পাশে দাঁড়ানোয় কৃতজ্ঞতা জ্ঞাপন করেন আদিবাসী মুখপাত্র থাই গুয়াজারা। তবে, বর্তমানে তাঁরা যে স্বাস্থ্য পরিষেবা পাচ্ছেন, তা আরও বাড়ানো দরকার।
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/30EvDp3
Previous article
Next article
Leave Comments
Post a Comment