Bangla News: বেঙ্গলি খবর
Breaking News In Bengali
Latest News in Bengali
সর্বশেষ সংবাদ | Eisamay
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3dsACy9
তেলেঙ্গানায় ভারী বর্ষণের জেরে মৃত ৩০, শুধু হায়দরাবাদেই ১৫ https://ift.tt/31bafbk

এই সময় ডিজিটাল ডেস্ক: বুধবার কয়েক ঘণ্টার ভারী বর্ষণের জেরে বিপর্যস্ত অবস্থা তেলেঙ্গানার। বর্ষণজনিত একাধিক দুর্ঘটনায় এ পর্যন্ত ৩০ জনের মৃত্যুর খবর জানা গিয়েছে। এক-একটা রাস্তা যেন ভিন্ন চেহারার নদী। জমা জলের প্রবল স্রোত। আস্ত গাড়িও জলে সম্পূর্ণ নিমজ্জিত। সেগুলি যে রাস্তা, না বললে দেখে বোঝার উপায় নেই। বৃষ্টিতে ঘরবন্দি জীবনেও স্বস্তি নেই। ঘরদোর-সংসার ভাসছে জলে। খড়কুটোর মতো জলে ভেসে যাচ্ছে ভাতের হাঁড়ি। সংসারের টুকিটাকি। কয়েক ঘণ্টার বৃষ্টিতে জীবন থমকে তেলেঙ্গানায়।হাজার হাজার একর চাষজমি জলে ডুবে। শুধু হায়দরাবাদেই এ পর্যন্ত ১৫ জনের মৃত্যুর খবর মিলেছে। মৃতের সারিতে দু-মাসের একটি শিশুও রয়েছে। তেলেঙ্গানার নিচু এলাকাগুল সম্পূর্ণ ভাবে জলে নিমজ্জিত। রাতভর বৃষ্টির জেরে একটা বড় পাঁচিল ভেঙে ১০টি ঘর ভেঙেছে। ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত্যু হয়েছে ৯ জনের। মৃতেরা ওই ঘর-পরিবারের সদস্য। দিনে কিছুক্ষণের জন্য বৃষ্টি ধরলেও রাত থেকে ফের মুষলধারে শুরু হয় বর্ষণ। বুধবারই তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের সঙ্গে একপ্রস্থ কথা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগমোহন রেড্ডির সঙ্গেও কথা বলেন প্রধানমন্ত্রী। তেলেঙ্গানার মতো অন্ধ্রও বৃষ্টিতে বিপর্যস্ত। কেন্দ্র সম্ভাব্য সবরকম সহযোগিতা করবে বলে দুই মুখ্যমন্ত্রীকে তিনি আশ্বস্ত করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশের পরিস্থিতির উপর তিনি নজর রাখছেন। দুই রাজ্যের মানুষকে কেন্দ্রের তরফে প্রয়োজনীয় সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনিও। আরও পড়ুন: জলের তোড়ে একজন ভেসে যাচ্ছে এমন ছবিও সামনে এসেছে। অন্যেরা অসহায়ের মতো সে-ছবি দেখছে। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, পরে পুলিশ ও স্থানীয়রা মিলে ওই ব্যক্তিকে উদ্ধার করেন। আরও পড়ুন: হায়দরাবাদের বানজার হিলস এলাকায় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে বছর ৪৯-এর এক ব্যক্তি মারা গিয়েছেন। মৃতের প্রাকৃতিক চিকিত্সার একটি ক্লিনিক ছিল। মেঝের জমা জল বের করতে গিয়ে তিনি বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মারা যান। এখনও পর্যন্ত পাঁচ জনের খোঁজ নেই। পুলিশ তাঁদের খুঁজে বেড়াচ্ছে। ঝড়জলে বিপর্যয়ের আশঙ্কায় তেলেঙ্গানায় একাধিক অঞ্চলে বিদ্যুত্ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। তেলেঙ্গানার নগর উন্নয়ন মন্ত্রী কেটি রামারাও তেলেঙ্গানা স্টেট সাদার্ন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সঙ্গে বৈঠক করেন। যত দ্রুত সম্ভব বিদ্যুত্ সংযোগ দিতে বলেন মন্ত্রী। ত্রাণকাজ এবং উদ্ধারে জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী, এনডিআরএফ ছাড়াও সেনার সাহায্য চেয়েছে তেলেঙ্গানা সরকার। হায়দরাবাদ এবং রঙ্গরেড্ডি জেলার বন্যার্ত এলাকা থেকে ইতিমধ্যে এক হাজারের বেশি জলবন্দিকে উদ্ধার করেছে এনডিআরএফের টিম। সেনাও উদ্ধারকাজ শুরু করে দিয়েছে। সরকারি দফতরে ছুটি ঘোষণা করা হয়েছে। বেসরকারি ইনস্টিটিউটগুলিও দু-দিনের জন্য বন্ধ। বৃহস্পতিবার আর ভারী বৃষ্টির সম্ভাবনা নেই আশ্বস্ত করেছে আবহাওয়া দফতর। এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। ।
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3dsACy9
Previous article
Next article
Leave Comments
Post a Comment