Bangla News: বেঙ্গলি খবর
Breaking News In Bengali
Latest News in Bengali
সর্বশেষ সংবাদ | Eisamay
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/33yBrlN
গভীর চক্রান্ত হাথরসে, ১৯টি এফআইআর দায়ের উত্তর প্রদেশ পুলিশের! https://ift.tt/2Sxz6RT

এই সময় ডিজিটাল ডেস্ক: হাথরসের গণধর্ষণকাণ্ডের পর আগুন ছড়িয়ে পড়েছে সারা দেশ জুড়ে। উত্তপ্ত উত্তরপ্রদেশ। এই পরিস্থিতি সামাল দিতেই প্রায় ১৯টি এফআইআর দায়ের করল উত্তর প্রদেশ পুলিশ। হাথরসের নির্যাতিতার মৃত্যুর পর যেভাবে হাতের বাইরে বেরিয়ে গিয়েছে পরিস্থিতি, তাতে সমানে কটাক্ষের মুখোমুখি হতে হয়েছে উত্তরপ্রদেশ পুলিশকে। বার বার তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে অপরাধীদের আড়াল করার। এই সবই ধামাচাপা দিতে এবার এফআইআর দায়ের করল তারা। এফআইআর-এ মূল অভিযোগ হিসেবে দেশদ্রোহ, সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং সাম্প্রদায়িক হিংসা ছড়ানোর চেষ্টাকেই তুলে ধরা হয়েছে। উল্লেখ্য, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সোমবারই দাবি করেছিলেন, 'যাঁরা তদন্তের অগ্রগতি মানতে চাইছেন না, তাঁরা জাতপাত নিয়ে দাঙ্গা লাগানোর চেষ্টা করে রাজ্যের পরিস্থিতি অশান্ত করার অপপ্রয়াস চালাচ্ছেন।' তাঁর সংযোজন, 'সেই সব মানুষরা রাজনৈতিক লাভের কারণে দাঙ্গা লাগিয়ে প্রতিদিন রাজ্যের আইনশৃঙ্খলা ভাঙার চেষ্টা করছেন।' উল্লেখ্য, হাথরসকাণ্ডে গণধর্ষণ হয়নি বলে ইতোমধ্যে দাবি করে দিয়েছেন রাজ্যের শীর্ষ পুলিশকর্তা। আরও পড়ুন : প্রধান এফআইআর-এ যে সব অভিযোগ করা হয়েছে তার মধ্যে রয়েছে জাতের ভেদাভেদ তৈরি করা, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা, ইলেক্ট্রনিক তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা, রাজ্যের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং প্রশাসনের বিরুদ্ধে কুত্সা রটানোর চেষ্টা। এখানেই শেষ নয়। বিরোধী দলের প্রতিনিধিদের নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়াকেও কাঠগড়ায় দাঁড় করিয়েছে যোগী পুলিশ। করোনা পরিস্থিতিতে একাধিক স্বাস্থ্যবিধি লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে বিরোধী দল নেতাদের বিরুদ্ধে। উচ্চ পদস্থ পুলিশ আধিকারিক প্রশান্ত কুমার জানিয়েছেন, ‘হাথরস ঘটনাকে ঘিরে গভীর চক্রান্ত চলছে। আমরা সত্য সামনে নিয়ে আসব।’ শনিবার প্রিয়াঙ্কা ও রাহুল গান্ধী হাথরসে গিয়ে দলিত কন্যার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছিলেন। তার পরেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের দফতর থেকে এক ট্যুইট বার্তায় জানানো হয়, সিবিআইয়ের হাতে মামলা তুলে দিচ্ছে রাজ্য সরকার। কিন্তু এতে পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে আরও। নির্যাতিতার বাড়ি থেকে কিছুটা দূরেই বিজেপির এক প্রাক্তন বিধায়ক নিজের বাড়িতে সভা করে অভিযুক্তদের মুক্তির দাবিতে সওয়াল করেন। মেয়েদের 'সংস্কারী' করে ধর্ষণ কমানোর পক্ষে সওয়াল করেন আরও এক বিজেপি বিধায়ক। এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। ।
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/33yBrlN
Previous article
Next article
Leave Comments
Post a Comment